কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৪ শে জুলাই, বৃহস্পতিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
আমি ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি। প্রত্যেক সপ্তাহে দুইটি করে ফটোগ্রাফি পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। সুন্দর কোন কিছু দেখলে তা ক্যামেরা বন্দি করে রাখতে অনেক ভালো লাগে। আজকে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করব। আশা করছি এরকম ভিন্নধর্মী ফটোগ্রাফি গুলো একসাথে দেখতে আপনাদের ভালই লাগবে। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে নদীর ফটোগ্রাফি। নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ। আমাদের বাংলাদেশের রয়েছে অনেকগুলো নদী। এই ফটোগ্রাফিটি হলো আমাদের কুষ্টিয়া গড়াই নদীর ফটোগ্রাফি। কুষ্টিয়া শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে এই নদী। এই নদীর ধারে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে সুন্দর সুন্দর জায়গা। যেখানে গিয়ে কিছুটা সময় কাটালে মন শান্ত হয়ে যায়। নৌকায় ঘোরাঘুরি করার সময় মাঝ নদী থেকে এই ফটোগ্রাফি টি ক্যাপচার করেছিলাম।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলের ফটোগ্রাফি হয়তো অনেকদিন আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ঠিক এই ফটোগ্রাফিটি নয় এরকম দেখতে আরেকটি ফটোগ্রাফি। এই ফুলগুলো নাম আমি দিয়েছিলাম হলুদ ফুল। কারণ আমি ফুল গুলোর নাম জানিনা। ফুল গুলোর বিশেষ গন্ধ নেই। তবে দেখতে খুবই সুন্দর।
ফটোগ্রাফি নং-৩
শেষ বিকেলের ফটোগ্রাফি। এ ফটোগ্রাফিতে বিকেলের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। অনেকদিন আগে ঘুরতে গিয়ে ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম। সূর্যটা দেখতে অদ্ভুত রকমের সুন্দর লাগছিল। কত সুন্দর গোল হয়ে সূর্যটি আভা দিচ্ছে। সূর্যের মাঝের অংশটা মেঘে ঢেকে গেছে মনে হয়। অন্যরকম সুন্দর লাগছিল। তাই ফটোগ্রাফি করে রেখেছিলাম।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে আমাদের সকলের প্রিয় একটি ফুল বাগান বিলাস। বাগান বিলাস ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কম। এই ফুল সৌন্দর্যের দিক দিয়ে সেরা। একটি ডালে কতগুলো ফুল একসাথে ফুটে আছে দেখতেই পাচ্ছেন। দেখতেই যেন মনটা ভরে যায়। বাড়ির আঙিনায় এরকম ফুল লাগিয়ে রাখলে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে।
ফটোগ্রাফি নং-৫
এই ফটোগ্রাফিতে রয়েছে সাদা অপরাজিতা এবং সাদা নীলের খেলা একটি আকাশের সুন্দর মিলন রেখা। ব্যাকগ্রাউন্ডে এই সাদা নীল আকাশটা যেন অদ্ভুত রকমের সৌন্দর্য বহন করছিল সেদিন। এই দিনে আরো অনেক ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম যার কয়েকটি আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছেন। আপনারা সবাই সেগুলো পছন্দ করেছেন। ঐদিনে করা সবগুলো ফটোগ্রাফি আমার ভীষণ পছন্দের ছিল। সাদা রঙের অপরাজিতার সাথে সুন্দর আকাশটা কিন্তু দারুন লাগছে।
ফটোগ্রাফি নং-৬
এই ফটোগ্রাফিতে রয়েছে একটি নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলটির নাম আমি জানিনা। এই ফুলের সুবাসটা তেমন একটা ভালো লাগে না। তবে সাদা রংয়ের ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর। আসলে প্রতিটি ফুল সুন্দর। ফুলের সৌন্দর্যের ব্যাখ্যা আলাদা করে কখনোই দেওয়া যায় না। তবে সাদা রংয়ের ফুল গুলো দেখতে একটু বেশি ভালো লাগে।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক দক্ষতার সাথে এই ফটোগ্রাফিগুলো করেছেন। দারুন দারুন ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছি আপু।
আপু,আপনার থেকে ফটোগ্রাফি শিখতে চাই।খুবই সুন্দর ছবি তুলেন আপনি।
আপু আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে।আজকে তোলাও আপনার সব গুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।বিশেষ করে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে আপু।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যি আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
https://x.com/PurnimaBis34652/status/1948757706124513428?t=W06zvZJvdwU0T-AquemF9Q&s=19
https://x.com/PurnimaBis34652/status/1948758282002149681?t=hugv-wGZRNgMv0xQt2uB5Q&s=19
আজকে আপনি চমৎকার চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আর ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
খুবই সুন্দর হয়েছে আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো৷ যেভাবে আপনি এখানে একের পর এক ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে বেশ ভালই লাগলো৷ এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফি দক্ষতাকে যেভাবে আপনি ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে দুই নাম্বার এবং চার নাম্বারে আপনি যে চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে৷