কয়েকটি গোলাপ ফুলের ফটোগ্রফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ৩১ শে আগস্ট ,রবিবার,২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি হল একটি আর্ট। আমার বাংলা ব্লগে প্রতিটি কমবেশি ফটোগ্রাফি করতে পারেন। আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক বেশ ভালো লাগে। ফটোগ্রাফি হল আমার কাছে নেশার মতন। আমি যে ফটোগ্রাফি করতে কতটা পছন্দ করি সেটা আপনারা যারা আমার পোস্ট দেখেন তারা নিশ্চয়ই জানেন।ফুল এবং প্রাকৃতিক ফটোগ্রাফি শেয়ার করতে আমি বেশি পছন্দ করি। অনেকদিন আগে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। আজকে কয়েকটি গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সুন্দর মিষ্টি গোলাপি এবং সাদার মিশ্রণে গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি যেমন মিষ্টি দেখতে তেমন তার গন্ধ। আমার কাছে ফুলটি অপূর্ব সুন্দর লেগেছে। হালকা বৃষ্টি হওয়ায় ফুলের পাপড়ি গুলো বৃষ্টিতে ভিজেছিল। যেটা ফুলের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছিলো।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে কমলা রঙ এবং সাদা রঙের মিশ্রণে মিষ্টি একটি ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল যে কত প্রকারে রয়েছে সেটা হয়তো গুণে শেষ করা যাবেনা। এক এক ধরনের গোলাপের আকর্ষণ। গোলাপের রং এর যেমন ভিন্নতা রয়েছে তেমন ভাবে জাতেরও ভিন্নতা রয়েছে। এক এক জাতের গোলাপ ফুল একেক রকমের সুন্দর। গোলাপ মানেই অপূর্ব। তাইতো চোখ ফেরানো যায় না।
ফটোগ্রাফি নং-৩
এই ফটোগ্রাফি তে আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকটি রংয়ের মিশ্রণে সুন্দর একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি। এখানে একাধিক রঙের মিশ্রণে গোলাপ ফুলটি হয়েছে। প্রকৃতির দান করা গোলাপ ফুল গুলো কতই না অপূর্ব সুন্দর। দেখি যেন বারবার মুগ্ধ হচ্ছিলাম।ফুলের ফটোগ্রাফি তার সৌন্দর্য বলে দিচ্ছে। আলাদা করে আর মনে হয় বর্ণনা দেওয়ার দরকার।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে মেরুন রঙের একটি গোলাপের ফটোগ্রাফি। আসলে এই ফুলের রংটা কি আমি ঠিক বুঝতে পারছি না। তবে এটা টকটকা লাল রঙের ফুল নয়। ফুলের জাতটাও অনেকটাই আলাদা। জাতেট নামও আমি জানিনা। আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তবে ফুল গুলো দেখতে ভারী মিষ্টি।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে কারো কমলা রঙের একটি মিষ্টি গোলাপ ফুলের ফটোগ্রাফি। সুন্দর দেখতে এই কমলা রঙের ফুলটি আমি মেলা থেকে ক্যাপচার করেছিলাম। সামনাসামনি একসাথে আরো অনেকগুলো ফুল ফুটেছিল যেগুলো দেখতে ভীষণ চমৎকার লাগছিল। ফটোগ্রাফিতে দেখতেও মন্দ লাগছে না।
ফটোগ্রাফি নং-৬
আমার সর্বশেষ ফটোগ্রাফিতে রয়েছে খুবই সুন্দর একটি সাদা রংয়ের গোলাপ ফুলের ফটোগ্রাফি। সাদা মানে সুন্দর আর শুভ্র। সাদা গোলাপ গুলো দেখতে ভীষণ প্রাণবন্ত লাগছিল। যেটা আপনারা ফটোগ্রাফি তে দেখতে পাচ্ছেন। গোলাপ ফুল এতটাই সুন্দর যে এর সম্পর্কে কি লিখব বুঝতে পারছিনা। আমার কাছে প্রত্যেকটি ফুল অসম্ভব সুন্দর লেগেছে।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৯ শে জুলাই২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1962352987218862172?t=bQyfFbVBDA7VD6PT0DLXPw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1962353483975454871?t=_s-SFnhQXPZ46zaRkZrN2w&s=19
https://x.com/PurnimaBis34652/status/1962354001166606676?t=ZnyJ4Mo0vMoh92AGUvE2Dg&s=19
চমৎকার সুন্দর এই গোলাপ ফুল গুলি দেখে মুগ্ধ হয়ে গেলাম। গোলাপ ফুল প্রত্যেকেরই খুব পছন্দের একটি ফুল। আর আপনি এই গোলাপ ফুলের এমন চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আর তার সাথে এমন চমৎকার সুন্দর গোলাপ ফুলের রঙ দেখে আমার ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর রংয়ের কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
গোলাপ ফুলের কয়েকটি দুর্দান্ত ফটোগ্রাফি ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আমার কাছে দুই তিন এবং চার নাম্বার ফটোগ্রাফি গুলি ভীষণ ভালো লেগেছে। সেই সাথে বর্ণনা গুলি ও দারুণ দিয়েছেন। সব মিলিয়ে বলাই যায় আপনি ফটোগ্রাফিতে ভীষণ পারদর্শী।
আপু আপনি মনে হয় গোলাপ ফুলের রাজ্যে চলে গেলেন। আজকে আপনি চমৎকার চমৎকার গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আপনার প্রতিটা গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
ফুল আমি অনেক বেশি পছন্দ করি৷ আর সেখানে যদি গোলাপ ফুল হয় তাহলে তো আর কোন কথাই নেই৷ এই ফুল দেখার মধ্যে যেরকম আলাদা একটি ভালো লাগা কাজ করতে থাকে এই ফুলের সৌন্দর্য দেখে আমি সবসময় অনেক বেশি মুগ্ধ হয়ে থাকি৷ আর আজকে যেভাবে আপনি এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তার খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য৷