লেবু গাছের ফুলsteemCreated with Sketch.

in #photography2 years ago

আমাদের বাড়িতে অনেক গুলো লেবু গাছ আছে৷ বর্তমানে শরৎ কাল চলতেছে৷ শরৎ কালে লেবুর ফুল হয়েছে। লেবু সাধারণত সারা বছর হয়ে থাকে৷ লেবু টকমিষ্টি স্বাদের একটি ফল৷ লেবু খাইতে ভালোই লাগে ভাত দিয়ে৷ আমি লেবুর সরবত করে খেয়ে থাকি৷ লেবুর সরবত আমার ভালো লাগে। লেবুর সরবত শরীরে এনার্জি আনে। লেবুর সরবত ছোট বড় সবাই পছন্দ করে।

ছাদে মেলা গুলো গাছ রয়েছে৷ আমাদের গাছে একটা লেবু ধরছে। লেবুটা বড় জাতের লেবু৷ এখনি অনেক বড় হয়ে গেছে। লেবু গাছটি কিছুদিন আগেই কিনেছিলাম।

20230921_172500.jpg

20230921_172543.jpg

20230921_172535.jpg

20230921_172506.jpg

20230921_172453.jpg

লেবু গাছের ফুল দেখতে সাদা রং এর হয়৷ এর মাঝের অংশ গাঢ় হলুদ হয়৷ লেবু ফুল এর দেখতে সুন্দরই লাগে৷ লেবু ফুল সারাবছরই ফুটে থাকে৷ লেবু ফুল অনেকটা জামবুড়া ফুলের মত দেখতে হয়।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.