ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ০৭ ই জুন ২০২৫ ইং
যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত একটি কড়ি ফুলের ফটোগ্রাফি।গ্রামের উঠোন, মাটির দেয়াল, ধুলোমাখা রাস্তা এই সবকিছুর মাঝেই একসময় চোখে পড়ত একরাশ ছোট ছোট, সাদা হলুদের মেলবন্ধনে গড়া কড়ি ফুল। আজ শহরের কংক্রিটের জঙ্গলে হারিয়ে গেলেও, মন ফিরে ফিরে যায় সেই শৈশবের স্মৃতিময় কড়ি ফুলের বাগানে।গ্রামীণ বাংলায় অনেকেই বিশ্বাস করে, কড়ি ফুল বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে। কেউ কেউ আবার এর গাছ লাগান বাড়ির উত্তর-পূর্ব কোণে, শান্তি ও পবিত্রতার প্রতীক হিসেবে।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত একটি আকাশের ফটোগ্রাফী।আকাশ একটা এমন ক্যানভাস, যেখানে প্রতিদিন নতুন ছবি আঁকে প্রকৃতি। কখনও লাল-কমলা রঙে মিশে থাকা সূর্যাস্ত, কখনও গভীর নীলের মধ্যে ভেসে থাকা একফালি মেঘ, কখনও আবার বজ্র বিদ্যুৎ ছড়ানো কালো ঝড় সবই একেকটা গল্প। আর এই গল্পগুলোকে ধরে রাখার সবচেয়ে সুন্দর উপায় হলো আকাশের ফটোগ্রাফি।আকাশের দিকে তাকানো মানেই এক ধরনের মুক্তি। ক্যামেরার লেন্স যখন সে আকাশে তাকায়, তখন শুধু ছবি নয় ধরা পড়ে সময়ের একটি মুহূর্ত, একটি অনুভূতি।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত একটি জামরুল ফলের ফটোগ্রাফী।শরতের কাঁচা রোদে যখন গাছের পাতার ফাঁকে ফাঁকে একরাশ হালকা গোলাপি রঙ উঁকি দেয়, তখন বোঝা যায় জামরুল ফলের মৌসুম শুরু হয়েছে। নামটা শুনলেই যেন মুখে একটা ঠান্ডা, পানসে মিষ্টি স্বাদ ভেসে আসে। জামরুল শুধু একটা ফল নয় এটা গ্রামবাংলার শৈশব, উঠোন, আর বিকেলের গল্প।জামরুল গাছ বড় আকারের হয়, ছায়াময় এবং বর্ষার শেষ থেকে শরতের শুরু পর্যন্ত এতে ফল ধরে।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত দুটি বট গাছের ফটোগ্রাফি।দুপুরের নরম আলোয় যখন আমি ক্যামেরা কাঁধে নিয়ে হাঁটছিলাম নির্জন এক মাঠের পাশ দিয়ে, হঠাৎ চোখে পড়ল দুটি বটগাছ দাঁড়িয়ে আছে পাশাপাশি, অথচ একে অপর থেকে ঠিক সামান্য দূরে। দুজনেই যেন সময়কে বহন করছে নিজের ছায়ায়। মাটির গভীরে গোঁজানো শিকড় আর আকাশের দিকে ছড়িয়ে থাকা শ্বাসরুদ্ধকর ডালপালা দুজনেই আপন মনে দাঁড়িয়ে, কিন্তু একসঙ্গে।আমি থেমে গেলাম। এমন কিছু দৃশ্য আছে যেগুলো ক্যামেরার ফ্রেমে তোলা নয়, হৃদয়ে ধারণ করার মতো।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1931935347052851481?t=qhU76rPxNLmk6EcZpVmXew&s=19
https://x.com/Riyadx2P/status/1931935677538865652?t=qhU76rPxNLmk6EcZpVmXew&s=19
https://x.com/Riyadx2P/status/1931233609379381703?t=TvgWw_mzrW2BHra8refbVw&s=19
https://x.com/Riyadx2P/status/1931233861671002332?t=TvgWw_mzrW2BHra8refbVw&s=19
Screenshot
আমার কাছে ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। এখন আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। ঠিক তেমনি ভাবে আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন।
ওয়াও ভাই আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আমার কাছে এরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার কাছে ফটোগ্রাফি মানেই কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করে সারা জীবনের জন্য সযত্নে রেখে দেওয়া। বেশ ভালো লাগে ফটোগ্রাফি করতে এবং তার সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে। আপনি আজকে ভীষণ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে বেশ ভালো লাগলো।
চমৎকার কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন হয়েছে। কড়ি ফুলের ফটোগ্রাফি তে বেশি লাগলো। দুটি বটগাছের ফটোগ্রাফি দেখিয়েছেন। সেখানে যে নির্জন মাঠের ধারে বটগাছ রয়েছে জায়গাটি খুব সুন্দর। এরকম জায়গা গুলো প্রকৃতি প্রেমীরা সব সময় খুঁজে থাকে। এরকম একটি সুন্দর জায়গায় গিয়ে শ্বাস নিতে পারলে ভালো লাগে। চমৎকার ফটোগ্রাফি গুলো সুন্দর উপস্থাপনায় শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আপনার ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর করে আপনি করেছেন। প্রাকৃতিক এত সুন্দর দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে সেটা সামনাসামনি হোক আর ফটোগ্রাফিতে। দুই ভাবেই সৌন্দর্য প্রকাশ করে প্রকৃতি। আর আপনার ফটোগ্রাফি দক্ষতা অনেক ভালো, অনেক সুন্দর করে আপনি ফটোগ্রাফি গুলো করেছেন।
খুব সুন্দর হয়েছে আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন তা বেশ অসাধারণ দেখা যাচ্ছে। এখানে সবগুলো ফটোগ্রাফি আপনি যেভাবে সুন্দরভাবে শেয়ার করেছেন তার পাশাপাশি আপনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন৷ এর মধ্যে প্রথমে আপনি যে সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷
আরে বাহ্, খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন তো আপনি। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি খুব মুগ্ধ হয়ে যায়। আমিও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে একটু বেশি সুন্দর হয়।
আজকে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি কিন্তু দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে বার বার দেখতে মন চায়। সবগুলো ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।