কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ১৩ ই আগস্ট ২০২৫ ইং
উপরে আপনারা যে ফুলের ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মুলত সোনাঝুরি ফুলের ফটোগ্রাফি।হলুদ রঙের এই ফুলটি যেন প্রকৃতির এক উজ্জ্বল হাসি। এর কোমল পাপড়িগুলো সূর্যের আলোর মতো ঝলমল করে, আর চারপাশের সবুজ পাতার সাথে এক অপূর্ব বৈসাদৃশ্য তৈরি করে। ফুলটির গঠন এমনভাবে সাজানো যে, মনে হয় প্রকৃতি নিজ হাতে রঙতুলি দিয়ে এঁকে রেখেছে। এর মিষ্টি রঙ মনকে আনন্দে ভরিয়ে তোলে, যেন সকালবেলার সতেজতা ও উচ্ছ্বাস এই ফুলের মাঝেই বন্দি আছে। এটি শুধু দৃষ্টিকে নয়, মনকেও প্রশান্তি দেয় যেন ক্লান্ত দিনে এক টুকরো সোনালি সুখ।
উপরে আপনারা যে ফুলের ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মুলত মাধবীলতা ফুলের ফটোগ্রাফি।এটি এক ধরনের লতা গাছের ফুল, যা সকালে সাদা রঙে ফোটে, দুপুরের দিকে গোলাপি হয় এবং বিকেলের পর গাঢ় লালচে রঙ ধারণ করে। এই রঙ পরিবর্তনের সৌন্দর্যই ফুলটিকে করে তোলে অনন্য।রঙ্গনলতার পাপড়িগুলো সরু ও কোমল, আর রঙের ধাপে ধাপে বদল যেন প্রকৃতির এক শিল্পকর্ম। বাতাসে দুলতে থাকা এই ফুলগুলো চারপাশে ছড়িয়ে দেয় হালকা মিষ্টি গন্ধ, যা মনকে প্রশান্ত করে। সবুজ পাতার ভিড়ে এর লাল গোলাপি রঙ যেন উৎসবের রঙ ছড়িয়ে দেয়।
এই রঙ্গন ফুলের গুচ্ছ যেন প্রকৃতির হাতে তৈরি এক অনন্য শিল্পকর্ম। প্রতিটি কুঁড়ি সরু, লম্বাটে, আর একসাথে দাঁড়িয়ে যেন আগুনের শিখা তৈরি করেছে। এর রঙে আছে এক অদ্ভুত উষ্ণতা কমলা ও লালের মিশ্রণ, যা চোখে পড়লেই মন কেমন উজ্জ্বল হয়ে ওঠে। চারপাশের সবুজ পাতার সাথে এর রঙের বৈপরীত্য এমন যে, মনে হয় প্রকৃতি যেন ইচ্ছে করেই এই ফুলকে আলাদা করে চোখে ধরিয়ে দিয়েছে। আর যখন কুঁড়িগুলো ধীরে ধীরে ফুটতে শুরু করে, তখন সেই দৃশ্য দেখে মনে হয়, কোনো উৎসবের জন্য এগিয়ে আসছে রঙের পতাকা নিয়ে।
উপরে আপনারা যে ফুলের ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মুলত মাধবীলতা ফুলের কলির ফটোগ্রাফি। মাধবীলতা ফুলের কলি ঠিক যেন এক লাজুক কিশোরীর মতো এখনও পুরোপুরি ফুটেনি, কিন্তু ভেতরে ভেতরে রঙের উচ্ছ্বাস জমে আছে। কলিগুলো সরু, লম্বাটে আর মাথায় হালকা সবুজ ও সাদা আভা থাকে, যেন প্রকৃতি নিজের হাতে রঙের তুলিতে প্রথম আঁচড় দিয়েছে। গুচ্ছ আকারে থাকা এসব কলি হালকা বাতাসে দুলে যখন সূর্যের আলোয় ঝিলমিল করে, তখন মনে হয় ছোট ছোট প্রদীপের সারি সাজানো আছে সবুজ পাতার পটভূমিতে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন সুন্দর করে ফটোগ্রাফি গুলি ধারণ করেছে যে দেখে বেশ ভালো লাগলো। সোনাঝুরি ফুলটি সুন্দর দেখতে বেশ ভালো লাগলো ফুলটি। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি মাঝে মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফুলই আমার বেশ ভালো লাগে। ভালো লাগলো আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে।
এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটা ফটোগ্রাফি করেছেন। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করতেই হয়। আপনি অনেক ধৈর্য ধরে সবগুলো ফটোগ্রাফি করেছেন দেখেই বুঝতে পারছি।
আজ আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে ফটোগ্রাফি করেছেন দেখে তো এক নজরে তাকিয়ে ছিলাম। ধৈর্য ধরে এরকম ভাবে ফটোগ্রাফি করা হলে বেশি সুন্দর হয়। আর অনেক সুন্দর ভাবেই ফুটে ওঠে। আপনি অনেক সুন্দর করেই ফটোগ্রাফি করতে পারেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে। আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম।
ওয়াও আজকে আপনি চমৎকার কিছু এলোমেলো ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। সত্যি বলতে এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
বাহ ভাইয়া আপনি তো আজকে দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।বিশেষ করে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আমার।ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা খুব সুন্দর হয়েছে৷ এর মধ্যে প্রথমে আপনি যে সোনাঝুরি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷