কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ২৭ ই জুন ২০২৫ ইং
যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত সন্ধ্যা বেলার আকাশের ফটোগ্রাফী। সন্ধ্যা নামতেই আকাশের রং বদলাতে শুরু করে। সারাদিনের আলো ছায়ার খেলা শেষে যখন সূর্য অস্ত যায়, তখন আকাশে এক অদ্ভুত রঙিন রূপ নেমে আসে। ঠিক তখনই এক অপূর্ব দৃশ্যের জন্ম হয়, যার নাম সন্ধ্যার আকাশ।।সন্ধ্যার আলো যতটা নরম, ততটাই আবেগে ভরা। কখনো সেটা লালচে, কখনো কমলা, কখনো আবার ধূসর মিশ্রিত নীল। প্রতিদিনের আকাশের রূপ যেন এক একটি আলাদা কবিতা, যার প্রতিটি রেখায় লুকিয়ে থাকে অনুভবের ভাষা।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত রোদেলা আকাশের ফটোগ্রাফী।রোদ মানেই শুধু তাপ নয়, রোদ মানেই জীবন। প্রখর সূর্যের নিচে হাঁটলেও মন বলে ,আজ আকাশটা বেশ হাসছে। নীলের ভিতর যখন সোনালি রঙ মিশে যায়, তখন আকাশ যেন এক বিশাল ক্যানভাসে পরিণত হয়, যেখানে প্রকৃতি নিজের হাতে আঁকে আলো ছায়ার ছবি। সেই ছবির পেছনে লুকিয়ে থাকে হাজারো গল্প, ছোট ছোট স্বপ্ন, আর মন ছুঁয়ে যাওয়া অনুভূতি।রোদেলা দিনে গাছের পাতাগুলো যেন আরও সবুজ হয়ে ওঠে, ফুলগুলো যেন আরও বেশি প্রাণ পায়, পাখিরা ডানা মেলে আরও দূরে উড়ে যায়
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত জামরুল ফলের ফটোগ্রাফী।জামরুল শুধু একটি ফলের নাম নয়, এটি এক টুকরো শৈশব, এক গাছতলায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে চেয়ে থাকার স্মৃতি। সবুজাভ বা হালকা গোলাপি রঙের, সামান্য পানিশূন্য কিন্তু দারুণ শীতল এই ফলটি যেন গ্রীষ্মের দুপুরে প্রকৃতির উপহার। সবার ঘরে জামরুল না থাকলেও গ্রামের প্রতিটি উঠোনে যেন এক-আধটা জামরুল গাছ থাকাটাই ছিল এক সময়ের রীতি।জামরুল খেতে যেমন হালকা মিষ্টি, তেমনি খসখসে। এর কোনো জটিল স্বাদ নেই, নেই কোনো অতিরিক্ত গন্ধ তবে আছে এক ধরনের নির্মল সতেজতা।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একজন কৃষকের ফটোগ্রাফি।রোদ ঝলমলে দুপুর, ক্ষেতের পর মাঠ পেরিয়ে একটি আঁকাবাঁকা কাঁচা রাস্তা। সেই রাস্তার ধারে ধুলো উড়িয়ে হেঁটে আসছে একজন কৃষক মাথায় ধানের বোঝা। শরীর তার ঘামে ভেজা, পা ভারী, কিন্তু মুখে একরকম প্রশান্তি। এই দৃশ্যটা যেন গ্রামীণ বাংলার জীবন্ত প্রতিচ্ছবি।কৃষকটি সারাদিন মাঠে কাজ করে ধান কেটেছেন। নিজের হাতে সেই ধান গুছিয়েছেন, মাটির গন্ধে ভিজে থাকা শরীর নিয়ে এখন সেই ধানের বোঝা কাঁধে করে নিয়ে ফিরছেন বাড়ির পথে।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত দিনাজপুর বড় মাঠের ফটোগ্রাফি।দিনাজপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এক বিস্তীর্ণ সবুজ প্রান্তর যার নাম বড় মাঠ। এই মাঠ শুধু একটি খেলার জায়গা নয়, এটি একসঙ্গে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের প্রতিদিনের জীবনের অংশ। স্থানীয়দের কাছে বড় মাঠ মানেই এক নিঃশ্বাসে বলা যায় এটাই আমাদের প্রাণ।বড় মাঠের ভোর শুরু হয় হাঁটাহাঁটি আর দৌড়াদৌড়ির ব্যস্ততায়। সকালবেলা শত শত মানুষ এখানে শরীরচর্চা করতে আসে। কেউ আসেন হাঁটতে, কেউ দৌড়াতে, আবার কেউ শুধু একটু প্রকৃতির ছোঁয়া নিতে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1938590621746569240?t=vU3lDijTtWKLxiWPPeIYdg&s=19
https://x.com/Riyadx2P/status/1938590839028191271?t=vU3lDijTtWKLxiWPPeIYdg&s=19
https://x.com/Riyadx2P/status/1938590982582489264?t=vU3lDijTtWKLxiWPPeIYdg&s=19
https://x.com/Riyadx2P/status/1938591127466287177?t=vU3lDijTtWKLxiWPPeIYdg&s=19
Screenshot
ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি। বিশেষ করে কৃষকের ফটোগ্রাফি দেখতে দারুন হয়েছে। চমৎকার সব ফটোগ্রাফি উপস্থাপন করেছেন ভাই। অনেক ভালো লাগলো ভাই।
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আজকে আপনি চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। তবে আপনার আকাশের ফটোগ্রাফি গুলো সত্যি চমৎকার। কৃষকের ফটোগ্রাফি ও চমৎকার লাগলো। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এমন সুন্দর ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে। তেমনই আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমরা অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আশা করি এরকম ফটোগ্রাফি সব সময় শেয়ার করবেন। অনেক ধন্যবাদ এগুলো সবার মাঝে শেয়ার করার জন্য।
বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। আর আপনি তো প্রকৃতির এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখতে সত্যি ভীষণ সুন্দর।
একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালোই লাগছে৷ একইসাথে এখানে আপনার কাছ থেকে যখন এই ফটোগ্রাফি দেখতে পেলাম তখন এখানে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই৷ কারণ এখানে আপনি চমৎকার কিছু প্রাকৃতিক দৃশ্য এর সৌন্দর্যকে আপনার এই পোস্ট এর মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন৷ যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না৷