কালী পুজো ২০২৪ - পর্ব ০৩
দীপাবলির আলোকসজ্জা আর বাজি পোড়ানোর পরপরই একটু রেস্ট নিয়ে তোড়জোড় শুরু করি কালীপুজোর রাতের প্যান্ডেল হপিং এর জন্য । আমরা বন্ধুরা বেশ কয়েকজন মিলে শুরু করি ভ্রমণের তোড়জোড় । কয়েকটা বাইকে আমরা বন্ধুরা মিলে রাত সোয়া এগারোটার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়ি । প্রথমদিকে খুব কাছের কয়েকটি পুজো প্যান্ডেল পরিদর্শন করে একটু দূরের জন্য যাত্রা শুরু করি । সারা শহরের কোথাও যে রাত নেমেছে তা বোঝার কোনো উপায় নেই । লক্ষ মানুষের ঢল নেমেছে রাস্তায় । হাইওয়ে ভোর ৪ টা অব্দি বন্ধ । শহরের বড় সড়কগুলোতে শুধুমাত্র বাইক আর টোটোর জন্য উন্মুক্ত ।
হাজার হাজার মানুষ লাইন করে হাঁটছে এক একটা পুজো মণ্ডপে ঢোকার জন্য । মণ্ডপগুলোর বাইরেটা নানান খাদ্য আর খেলনার দোকানে ভর্তি । প্রায় প্রতিটা বড় পুজো প্যান্ডেলের সাথেই মেলা বসেছে । আলোক ঝলমলে রাস্তায় অগুনতি মানুষ হাঁটছে । খাবার খাচ্ছে । আনন্দ, হুল্লোড় করছে । সে এক দেখার মতন দৃশ্য । খুব আস্তে আস্তে বাইক চালিয়ে আমরা এক একটা পুজো মণ্ডপে যাচ্ছি । রাস্তায় এতো মানুষ যে বাইকে স্পিড ওঠানোই মহা মুশকিল । পুজোর ৫ টি দিন এমন থাকবে ।
প্রথমেই যে পুজো প্যান্ডেলটি পরিভ্রমণ করেছিলাম তারই কয়েকটি ফোটো শেয়ার করতে চলেছি আজ ।
মণ্ডপে ঢোকার প্রবেশ তোরণ । "Time & Life" থিমে করা । আমার কাছে তো খুবই দৃষ্টিনন্দন লেগেছে ।
তারিখ : ৩১ অক্টোবর, ২০২৪
সময় : রাত ১১ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
মণ্ডপের ভিতরের সাজসজ্জাও দুর্দান্ত হয়েছিল । বেশ কিছু ভাস্কর্য ছিল যা শৈল্পিক উৎকর্ষতার এক অনন্য নিদর্শন ।
তারিখ : ৩১ অক্টোবর, ২০২৪
সময় : রাত ১১ টা ৫০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্রন্দনরতা সাজসজ্জারত বঙ্গনারীর এক অনন্য ভাস্কর্য ।
তারিখ : ৩১ অক্টোবর, ২০২৪
সময় : রাত ১২ টা ০৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এক অত্যাচারিত নারীর মুখায়বের ভাস্কর্য ।
তারিখ : ৩১ অক্টোবর, ২০২৪
সময় : রাত ১২ টা ১০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সকল নারীর মধ্যেই রয়েছে দেবীরূপ মাতৃমূর্তি । এটিই এই ভাস্কর্যের থিম ।
তারিখ : ৩১ অক্টোবর, ২০২৪
সময় : রাত ১২ টা ১৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
দরজার উপরে অঙ্কিত যীশুর হাসি মুখ এবং নিচে মাতা মেরির হাস্যোজ্জ্বল মুখচ্ছবি ।
তারিখ : ৩১ অক্টোবর, ২০২৪
সময় : রাত ১২ টা ১৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
আরও কিছু আর্ট ।
তারিখ : ৩১ অক্টোবর, ২০২৪
সময় : রাত ১২ টা ২০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
দেবী মূর্তি ।
তারিখ : ৩১ অক্টোবর, ২০২৪
সময় : রাত ১২ টা ২০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

দীপাবলি আর কালীপুজোর রাত যেন আলোকসজ্জা ভিড় আনন্দ আর উৎসবের এক অনন্য মেলবন্ধন শহর ঘুমোলেও উৎসবের রঙে মানুষ জেগে থাকে। চমৎকার মুহূর্তগুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
বাজি পুড়িয়ে একটু রেস্ট নিয়ে বন্ধুদের সাথে বাইকে চড়ে, পূজা প্যান্ডেলে গিয়ে দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন দাদা। টাইম এন্ড লাইফ নামক থিমটা আসলেই খুব সুন্দর। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
Everyone has their own religion, their own festivals. As a human being, it is my duty to wish you well. May Allah Almighty bless you.