Indian Museum ভ্রমণ -পর্ব ১১
Indian Museum ভ্রমণ -পর্ব ১১
পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ১০
শুভ অপরাহ্ন বন্ধুরা,
শীতের কুশয়াচ্ছন্ন বিষণ্ণ অপরাহ্নের শীতল স্বাগতম সবাইকে । আশা করি সবাই মজায় দিন কাটাচ্ছেন।
কাল রাত থেকে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে আমাদের এদিকে । আজকে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি হচ্ছিলো, কিন্তু এখন বৃষ্টি নেই । বৃষ্টি না থাকুক অসম্ভব কুয়াশায় ঢেকে আছে চারিধার । ঠিক দুপুর বেলাতেও সূর্যের দেখা নেই । চারিদিক আবছা আলোয় ঢাকা, ঠিক যেন মেরুসূর্যের দেশে এসে পড়েছি মনে হচ্ছে ।
বহু কষ্টে লেপ কম্বলের নিচের উষ্ণ আরাম ছেড়ে উঠেছি । এখন পোস্টটি করে খেতে যাবো ।
গতকাল আমাদের ভারতীয় উপমহাদেশের জীবকুল নিয়ে পোস্ট করেছিলাম । আজকে সেই পর্বের ধারাবাহিকতা বজায় রাখছি । কলকাতা মিউজিয়ামে জীবজগতের এক সুবিশাল সংগ্রহশালা রয়েছে (সবই স্টাফ করা) । আমি চেষ্টা করছি তাদের মধ্যে থেকে আপনাদের কাছে বেশ কিছু শেয়ার করতে ।
আজকের প্রাণিকুল -
- কস্তুরী মৃগ
- বড় সারস পাখি
- মাউন্টেন লেপার্ড
- ইন্ডিয়ান স্পটেড হায়েনা
- ভোঁদড় বা উদবেড়াল
- ভারতীয় চিতা বাঘ বা লেপার্ড
- পাহাড়ী ছাগল
- মেছো বাঘ
- জলাভূমির নানান রকমের হাঁস
তো চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন ।
কস্তুরীমৃগ ও বড় সারস পাখি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
বড় সারস পাখি ও ভোঁদড় বা উদবেড়াল
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ভোঁদড় বা উদবেড়াল
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ভারতীয় স্পটেড হায়েনা, কাঠঠোঁকরা ও ফিঙে পাখি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ভারতীয় চিতা বাঘ বা লেপার্ড, স্পটেড হায়েনা ও ডোরাকাটা কাঠবেড়ালী
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ভারতীয় জলাভূমির হাঁস - বালি হাঁস, রাজ হাঁস ও ভারতীয় স্পট-বিল্ড হাঁস
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
মেছো বাঘ জলাশয় থেকে মাছ ধরে খাচ্ছে
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ভারতীয় জলাভূমির হাঁস - বালি হাঁস, রাজ হাঁস, ভারতীয় স্পট-বিল্ড হাঁস, বুস্টার্ড হাঁস, ভারতীয় হুইসেলিং হাঁস ও সুতির বামন গুজ ।
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
দাদা, আজকের ফটোগ্রাফি দেখে আমার মনে হইছে এটা যাদুঘর না এটা একটা রিয়াল বন। প্রতিটি প্রাণী এখানে জীবিত। আমার কাছে এই পর্বের ছবিগুলো জাস্ট ওয়াও লেগেছে।
বিশেষ করে আম্মুর মুখে উদবেড়ালের কথা শুনতাম, আজকে আপনার পোস্টের মাধ্যমে এর বাস্তব চিত্রটি দেখা হলো। আমি অনেক আগ্রোহী পরবর্তীতে কি দেখতে চলছি। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।
❤️❤️❤️❤️❤️❤️
লাইন পড়ে কেমন জানি শীত শীত অনুভব করছি, এমন না হলেও মনেই হয় না যে এখন শীতকাল। আমাদের এদিয়ে বৃষ্টি কিংবা কোয়াশা কোনটাই তেমন দেখছি না। শহরের জীবন বলতে খুবই পানসে।
আজকের সবগুলো দৃশ্যই বেশ ভালো ছিলো, উদবেড়াল এর দৃশ্যটা বেশী ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রাণীর ফটোগ্রাফস দেখে খুবই ভালো লাগলো দাদা। বিশেষ করে বিভিন্ন প্রজাতির হাঁসের ফটোগ্রাফস আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকাল আর এই হাঁস গুলো দেখতে পাওয়া যায় না। আজকাল প্রাণিজগতের বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। সময়ের সাথে সাথে সব কিছুর মাঝেই যেমন পরিবর্তন এসেছে তেমনি প্রাণীকুলের মাঝেও পরিবর্তন এসেছে। তবে যাই হোক বিলুপ্তপ্রায় এসব প্রাণীকুলের ফটোগ্রাফস দেখে খুবই ভালো লাগলো দাদা। দারুন কিছু ফটোগ্রাফস আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
দাদা আজকে আপনি কলকাতা মিউজিয়াম এর সুবিশাল সংগ্রহশালা থেকে বেশ কয়েকটা স্টাফ করা প্রাণীদেহের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মেছো বাঘ, বড় সারস পাখি, কস্তুরী মৃগ ও ভারতীয় স্পটেড হায়েনা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দাদা। শুভকামনা রইল আপনার জন্য।
দাদা কালকে আপনি যখন ডিসকোডে এসেছিলেন আপনার সাথে অনেকক্ষণ কথা পকথন এরপর আমি অফিস থেকে বাসায় গিয়েছিলাম। এবং বাসায় থেকে মার্কেট এর উদ্দেশ্যে রওনা দিলাম। রিকশা থেকে নামা মাত্র অঝোর বৃষ্টি তখন মনে পড়ে গেল যে দাদা এবং কি আপনার সাথে আমাদের একজন মেম্বার জেরিন আপু বলেছিল বৃষ্টি পার্সেল করে পাঠিয়ে দিলাম। এই কথাটাই মনে হচ্ছিল বারবার যে আপুকে বৃষ্টিটা সত্যি এত তাড়াতাড়ি পাঠিয়ে দিলো,হাহাহা। সত্যি দাদা আমি আশ্চর্য হয়ে গেছিলাম এখানে বৃষ্টির কোন নাম গন্ধই ছিল না, কিন্তু এত তাড়াতাড়ি বৃষ্টি চলে আসা সত্যিই অকল্পনীয় ছিল। যাইহোক আপনার কলকাতা মিউজিয়াম জীবজগতের এগারতম পরবর্তী আমার কাছে খুবই ভালো লেগেছে বললে ভুল হবে একথা অসাধারণ লেগেছে। সবগুলো ফটোগ্রাফি আপনি দারুন করেছে এবং কি সে সাথে বিস্তারিত বিশ্লেষণ করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে যা প্রশংসা করার মতো। আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি এবং সেইসাথে বিস্তারিত আলোচনা শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম দাদা।
💖💖💖দাদা আপনি কলকাতা মিউজিয়ামে জীবজগতের এক সুন্দর অবলীলা তুলে ধরেছেন, ছবিগুলো দেখতে দেখতে আমি গ্রামের সেই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়েছিলাম।ভারতীয় জলাভূমির হাঁস ও মেছো বাঘ জলাশয় থেকে মাছ ধরে খাচ্ছে এই ছবিগুলো আমার কাছে অসাধারণ লেগেছে একেবারে গ্রাম্য চিত্র। অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন দোয়াকরি।💖💖💖
আজকের ফটো গুলো খুবই সুন্দর হয়েছে দাদা। দেখে খুব ভালো লাগলো। ফটোগ্রাফির নিচে কিছু ইনফরমেশন দেওয়ায় বুঝতে অনেক সুবিধা হলো। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা। আপনার ও আপনার ফ্যামিলির জন্য শুভকামনা রইল।
আজ কলকাতা মিউজিয়াম এর জীবকুলের অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ রকম তথ্য বহুল পোস্ট পরতে ও দেখতে আমার খুবই ভালো লাগে।