কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ছবি
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, আমাদের চির পরিচিত কয়েকটি বৃক্ষ।

প্রাণীদের জীবনধারণের জন্য গাছ খুবই প্রয়োজনীয় একটি প্রাকৃতিক উপাদান। গাছ হচ্ছে আমাদের সেই বন্ধু, যে সারা জীবন আমাদের উপকার করে যায়। আমাদের উৎপাদনকৃত কার্বন-ডাই-অক্সাইডকে সে নিজের খাবার হিসেবে নিয়ে বিনিময়ে আমাদেরকে দেয় আমাদের অতিব প্রয়োজনীয় অক্সিজেন। নানা রকম পুষ্টিগুনে ভরপুর রসালো, মিষ্টি, সুস্বাদু ফলমূল উপহার দেওয়ার পাশাপাশি আমাদের অন্যান্য জৈবিক খাবারের চাহিদা মেটাতে প্রয়োজনীয় সব রকমের সাহায্য গাছ আমাদের করে থাকে।

এই হচ্ছে একটি পেঁপে গাছের ছবি। গাছটিতে বেশ কয়েকটি পেঁপে ধরে আছে। বর্তমানে বাংলাদেশে বারোমাসি পেপে গাছ পাওয়া যায়। পেঁপে খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার, যা আমাদের নানাবিদ রোগের উপকার করে। পেঁপে এমন একটি ফল যা পুরোটাই আমাদের কাজে লাগে। যেমন, আমরা পেঁপে ফল হিসেবে খেয়ে থাকি। সবজি হিসেবে ব্যবহার করা যায়। তাছাড়া, পেপে পাতার রস আমাদের রক্তের অনুচক্রিকা তথা প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে। ডেঙ্গু রোগীরা যদি নিয়মিত পেঁপে পাতার রস খায়, তবে তার প্লাস্টিলেট ঘাটতি হয় না।


পেপের মত কলাও একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। কলা হচ্ছে এমন একটি ফল, যা আমাদের দ্রুত শক্তি যোগায় যার। কারণে টেনিস খেলোয়াড়রা প্রচুর পরিমাণে কলা খায় খেলার সময়।

তালগাছ নিয়ে যে কত কবিতা রয়েছে তা হিসেবে করা মুশকিল। তালগাছ আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ। তাল কাঁচা থাকতেও খাওয়া যায়, তাল পাকলেও খাওয়া যায়।

আমাদের দেশে বিয়ের সাথে মেহেদির এক অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। বিয়ের সময় মেয়েদের হাতে মেহেদি দেওয়া হয়। যা তাদের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করে। তাছাড়া, বর্তমানে মেয়েরা সব সময়ই মেহেদী ব্যবহার করে। মেহেদী চুল এবং দাঁড়িতেও ব্যবহার করা হয়।
Device Information | |
---|---|
Device | TECNO SPARK 6 |
Model | KE7 |
Editor | InShot |
Sort: Trending
[-]
steemcurator05 (55) 5 days ago