মহান বিজয় দিবসের আলোকসজ্জা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশাকরি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আজ আমাদের মহান বিজয় দিবস। বিজয় দিবসে আমার বাংলা ব্লগের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। দেশের জন্য অকাতরে যারা তাদের শ্রেষ্ঠ সম্পদ জীবন বিসর্জন দিয়েছেন সেই বীর শহীদদের অতল শ্রদ্ধা। এবং বীরমুক্তিযোদ্ধাদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় দেশ। পাকিস্তানি শাসকের বিরুদ্ধে ৯ মাস সংগ্রাম করে বিজয়ী হয়েছি আমরা!কাপুরুষের মত আত্মসমর্পণ করেছিল পাকিস্তানী বাহিনী।যথাযোগ্য মর্যাদায় সারাদেশে আজ বিজয়ের উৎসব। সরকারি -বেসরকারী ভাবে দেশব্যাপী নানা উৎসবে আয়োজন। তারেই অংশ হিসেবে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সেজেছে আমাদের জাতীয় পতাকা লাল সবুজের রঙে।


বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আর তা হচ্ছে বিজয়ের বর্নিল আলোকসজ্জার ফটোগ্রাফি। আজ বিকেলে মামার বাসায় গিয়েছিলাম। সন্ধ্যায় রিক্সা করে ফেরার সময় আগারগাঁও এ নেমে পড়ি। আপনারা জানেন, আগারগাঁও প্রশাসনিক এলাকা। বিভিন্ন মন্ত্রনালয়ের অধিদপ্তর গুলো এখানে অবস্থিত। তাই বিভিন্ন অধিদপ্তরের ভবন গুলো আজ লাল-সবুজ রঙে বর্ণিল ভাবে সেজেছে। শত শত মানুষ পরিবার পরিজন নিয়ে আলোর ঝলকানি দেখতে প্রতিটি ভবনের সামনে ভীড় করছে।আমিও ঘুরে ঘুরে ফটোগ্রাফি করে ফেললাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।আশাকরি মহান বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জার ফটোগ্রাফি গুলো ভালো লাগবে আপনাদের।

i2.jpg

i5.jpg

i7.jpg

i14.jpg

i12.jpg

i16.jpg

i15.jpg

i14.jpg

i10.jpg

i17.jpg

i11.jpg

শুভ বায়ান্ন পেরিয়ে তেপান্নতে পড়লো বাংলাদেশ। পাকিস্তানি নির্যাতন -নিপীড়ন থেকে মুক্তি মিললেও লাখো শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারিনি। আজ বিজয়ের দিনে আমাদের শপথ হোক শহীদদের স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করবোই।
শহীদদের স্বপ্ন বৃথা যেতে দিব না।
মহান বিজয় দিবস অমর হোক।

পোস্ট বিবরণ

পোস্টফটোগ্রাফি পোস্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসsamsung A10
তারিখ১৬ ডিসেম্বর, ২০২৩
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ বিজয়ী হয়েছে। বীর শহীদদের জন্য রয়েছে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। এই দিনটা সব জায়গায় খুবই সম্মানের সাথে পালন করা হয়। মহান বিজয় দিবসের আলোকসজ্জা, আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে দেখছি সবকিছু। এরকমভাবে সবকিছু সাজানো হলে দেখতে সত্যি খুব ভালো লাগে। বেশ ভালোই উপভোগ করলাম আপনার সম্পূর্ণ পোস্ট।

 2 years ago 

বিজয় দিবসে রাতে বের হলে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কালকে যখন পরীক্ষা শেষ করে সাভার থেকে ফিরছিলাম, দেখলাম সাভারে পুরো রাস্তা আলোকসজ্জা দিয়ে সাজানো, এমনকি আমাদের ঢাকার অনেকগুলো রাস্তা এবং প্রতিটা বড় বড় মার্কেট হোটেল গুলো একইভাবে সাজানো খুব ভালো লাগলো দেখে।

 2 years ago 

বিজয় দিবস উপলক্ষ্যে সাজানো হয়েছে ঢাকা সহ সারা দেশ। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বিজয় দিবসের সময় রাস্তাঘাট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দেখতে অনেক বেশি দারুন লাগে। কারণ তারা পুরো সব কিছুই লাল সবুজের রঙে রাঙিয়ে তুলে। আর এত সবকিছু দেখে যে কেউ বুঝবে যে আজ আমাদের বিজয়ের দিন উল্লাসের দিন।

 2 years ago 

ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বিজয় দিবস উপলক্ষে পুরা ঢাকাটা যেন নতুন ভাবে নতুন রং এসেছে। বিশেষ করে যে সকল সরকারি বিল্ডিং রয়েছে সেগুলোর আলোকসজ্জাতে মুগ্ধ হয়ে যাওয়ার মত। আপনার পোস্টে দেখেও বেশ ভালো লাগলো সুন্দর আলোকসজ্জার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মহান বিজয় দিবস উপলক্ষে জায়গাটা এত সুন্দর ভাবে সাজানো হয়েছে এটা ভাবতেই ভালো লাগতেছে। বাংলাদেশের পতাকা কে কেন্দ্র করে লাইটিং করা হয়েছে দেখছি। এরকম সৌন্দর্য দেখে তো আমি খুবই মুগ্ধ হয়েছি। আসলে অনেক কিছুর বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় দেশটি। নির্বাচন ভবন টাকে দেখতে খুব সুন্দর লাগতেছে। এত সুন্দর আলোকসজ্জা ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয়েছে দেখেই ভালো লাগলো।

 2 years ago 

আনন্দের দিনে এ ধরনের আলোকসজ্জা আরও আনন্দিত করে । ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

গতকালকে মোবাইলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখছিলাম আপু। ঢাকা শহরের এমন সুন্দর সুন্দর আলোক সজ্জার ভিডিও। আজকেও আপনার ফটোগ্রাফির মাধ্যমে সরাসরি দেখতে পেলাম। আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো নিলেন বিজয় দিবস উপলক্ষে ঘোরাঘুরি করলেন। সুন্দর একটি মুহূর্ত কাটালেন। আমাদের সাথে ভাগ করে নিলেন অনেক ভালো লাগলো।

 2 years ago 

বেশ সুন্দর লাগছিল লাল সবুজ রং এর আলোকসজ্জা । ধন্যবাদ আপু।