ফটোগ্রাফিঃ দেওয়াল চিত্র।

in আমার বাংলা ব্লগlast year (edited)

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ২১শে অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ

ph11.jfif

ph3.jfif

location

আজ ঢাকায় আকাশ অনেকটা রোদ ঝলমলে।গরম কমে এসেছে। আবহাওয়াও কিছুটা ঠান্ডা।বাতাসের ঠান্ডা অনুভূতি জানান দিচ্ছে শীত আসছে। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আজকের ফটোগ্রাফির বিষয় একটু ভিন্ন ধরনের আর তা হলো দেয়াল চিত্র বা দেওয়াল লিখন। আমার মোবাইলে অনেকগুলো দেয়াল চিত্রের ফটোগ্রাফি রয়েছে। বেশ কয়েকদিন দিন আগে বাহিরে বেড়াতে গিয়ে দেয়াল চিত্রের ফটোগ্রাফিগুলো করেছিলাম। এই সব দেওয়াল চিত্র নিয়ে এর আগেও পোস্ট শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আজ আবারও কিছু দেয়াল চিত্রের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো আশাকরি ভাল লাগবে আপনাদের।

ph4.jfif

ph1.jfif

ph2.jfif

location

দেওয়াল লিখনের ইতিহাস অনেক পুরোনো। যে কোন আন্দোলনের হাতিয়ার এইসব দেওয়াল লিখন। দেয়াল লিখন একটি শক্তিশালী মাধ্যম যে কোন অধিকার আদায়ে। এছাড়া বিভিন্ন প্রচারেও দেওয়াল লিখন কার্যকর বিজ্ঞাপন। আজকের দেয়াল লিখন গুলো করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা। তারা দেয়াল চিত্রের মাধ্যমে তাদের প্রতিবাদ জানিয়েছেন।দেয়াল চিত্রের মাধ্যমে তারা ঘটে যাওয়া অন্যায় অত্যাচারের চিত্রে ফুটিয়ে তুলেছে। সেই সাথে তুলে ধরেছে দেশে বিরাজমান সকল অন্যায়ের চিত্র ও পরিবেশ এর বর্তমানের চিত্র ও পরিত্রানের উপায়।

ph6.jfif

ph5.jfif

ph8.jfif

ph9.jfif

ph10.jfif

location

আজকের দেওয়াল চিত্র গুলো গতানুগতিক কোন লেখা নয়। একটি যেন শিল্পকর্ম। এসব শিল্পকর্ম ছাত্র ছাত্রীদের ভাবনার বিনির্মান। আজ ও আগামীর বাংলাদেশ। প্রতিটি দেওয়াল লিখনেই এক একটি ইতিহাস। রাষ্ট্রের উচিত দেওয়াল লিখনের কথা গুলো স্মরণে নেওয়া। জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সাহস ও অনুপ্রেরনা হয়ে থাকবে এই সব দেয়াল লিখন। নির্যাতিত-নিপীড়িত মানুষকে সাহস যোগাবে অনুপ্রাণীত করবে শিক্ষার্থীদের এই দেওয়াল লিখন, দেওয়াল চিত্র বা আর্টওয়ার্ক গুলো। আশাকরি আজকের ফটোগ্রাফি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।নিরাপদে থাকবেন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২১ শে অক্টোবর, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Sort:  
 last year 

শহরের রাস্তার দেয়ালগুলো এখন এরকম বিভিন্ন আর্টে এবং কালারে পরিপূর্ণ। আপনি খুব সুন্দর কিছু দেয়াল চিত্রের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন হয়েছে আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি। দেওয়াল চিত্রগুলোও ভীষণ সুন্দর। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 11 months ago 

জি আপু এখন সারা বাংলাদেশ জুড়েই এই ধরনের দেয়াল চিত্র রয়েছে। আর বেশ সুন্দর । ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year (edited)

দেওয়ালে চিত্র অংকনের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ,প্রতিটা ফটোগ্রাফি খুবি ভালো লেগেছে আমার।

 last year 

ঠিক বলেছে দেয়াল আর্টগুলো সত্যিই বেশ সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

শীতের প্রভাব বেশ অনেক টা কমে এসেছে। এখন বেশ ভালো ঠান্ডা অনূভুত হয়। ঢাকা শহরের অধিকাংশ দেয়ালে এইরকম গ্রাফিতি রয়েছে। চমৎকার লাগল আপনার ফটোগ্রাফি করা গ্রাফিতি গুলো। এককথায় সত্যি দারুণ। সবমিলিয়ে চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো।।

 last year 

শীত না ভাইয়া গরম এর প্রভাব কমে এসেছে। শীত তার আগমনী বার্তা জানার দিচ্ছে। জি ভাইয়া দেয়াল আর্টগুলো সত্যিই অসাধারন মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

দেয়ালে আঁকা বিভিন্ন চিত্রগুলো আপনি ফটোগ্রাফির মাধ্যমে চমৎকার ভাবে তুলে ধরেছেন আপু। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আর চিত্রগুলো অসাধারণ ছিল। অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

ঢাকা শহর এখন দেয়াল চিত্রের শহর।যে দিকে তাকাই কেবল দেয়াল চিত্রই দেখে।আর প্রতিটি দেয়াল চিত্র বেশ সুন্দর।তাইতো ফটোগ্রাফি করা।যাইহোক পোস্টটি পড়ে মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

আপনি খুব সুন্দর আর্ট করতে পারেন। আপনি এত সুন্দর নকশা দেওয়ালে অঙ্কন করেছেন জাস্ট অসাধারণ হয়েছে আপু। কিভাবে তৈরি করলেন প্রতি ধাপ আমাদের সাথে উপস্থাপন করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু এই আর্টগুলো ছাত্র ছাত্রীরা ঢাকার দেয়ালে আর্ট করছে। আমি সেই সকল আর্ট এর ফতোগ্রাফি করে শেয়ার করেছি।আমি আর্ট করিনি।

 last year 

আজকাল শহরের রাস্তায় বেরোলে এরকম অনেক দেওয়াল চিত্র দেখা যায়। পুরো শহর যেন রঙিন। আজ আপনি বেশ কিছু দেওয়াল চিত্রের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

অনেক সুন্দর দেখতে এই দেয়াল চিত্রগুলো। তাইতো ফটোগ্রাফি করা। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

দেওয়ালের আঁকার এই চিত্রগুলোর ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। চিত্রগুলো সত্যি খুবই দক্ষতার সাথে অঙ্কন করেছিল। আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো আমার।

 11 months ago 

জি ভাইয়া বেশ দক্ষ হাতের কাজ এই দেয়াল চিত্রগুলো।সারা ঢাকা এখন রঙ্গিন। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো দেওয়াল চিত্র নিয়ে হাজির হয়েছেন। আসলে এই চিত্রগুলোর মধ্যে বিভিন্ন ধরনের জিনিস লুকিয়ে রয়েছে যা আমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

ঠিক তাই, চিত্র যেনো কথা বলে। মন্তব্যের জন্য ধন্যবাদ।