ফটোগ্রাফি পোস্ট।। রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতে পারেন। ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোনো সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নিই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিওবা প্রফেশনাল ফটোগ্রাফার না,কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্যভাবে চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি আপনাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।
📸ফটোগ্রাফি এক📸:
- এটা হচ্ছে রঙ্গন ফুলের কুড়ি এর ফটোগ্রাফি। সাধারণত রঙ্গন ফুল দেখতে দারুন হয়ে থাকে। আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে রঙ্গল ফুল ফোটার আগে তার কুড়িগুলো এরকম থাকে ঠিক আমার ফটোগ্রাফিতে যেমনটা দেখতে পাচ্ছেন। মাথার দিকের অংশটি একটু মোটা এবং নিচের অংশটি একেবারে চিকন হয়ে থাকে। কুড়ি অবস্থায় এক রঙ থাকে এবং পরিপূর্ণ ভোটার পর আরেকটি ভিন্ন রকমের রং হয়ে থাকে।
📸ফটোগ্রাফি দুই📸:
- এটা হচ্ছে আমাদের অফিসের টিফিন টাইমের খাবারের ফটোগ্রাফি। আগেই একটি পোষ্টের মাধ্যমে শেয়ার করেছিলাম আমাদের টিফিন টাইম বিষয়ে। আমাদের অফিসে আউট সাইটে ডিউটি দিলে সেখানে টিফিন করানো হয় ৬ টা ৪০ মিনিটে। সেই টিফিনে একেক দিন একেক রকমের খাবারের আয়োজন করে থাকে। একদিন ডিম রুটি এবং সবজি দিয়েছিল। সেই টিফিনের ফটোগ্রাফি করে রেখেছিলাম তাই শেয়ার করে দিলাম আপনাদের মাঝে।
📸ফটোগ্রাফি তিন📸:
- এটি একটি নদীর ফটোগ্রাফি। আর নদীটার নাম হচ্ছে পদ্মা নদী। আর যেখান থেকে ফটোগ্রাফি করেছি সেই ঘাটের নাম হল শিলাইদহ। সত্যি বলতে নৌকায় উঠতে আমাকে খুবই ভয় লাগে তবে নৌকা পানি দিয়ে যাওয়ার সময় এর দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়াও নদী দেখতে ভালোই লাগে। কারণ যতদূর চোখ যায় শুধুমাত্র পানি আর পানি।
📸ফটোগ্রাফি চার 📸:
- প্রকৃতির সৌন্দর্য বরাবরই প্রত্যেক মানুষকে মুগ্ধ করে থাকে। আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু নয়। বরাবরই আমি প্রকৃতিকে ভালোবাসি। আমার ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন একটি রাস্তা এবং তার দুই ধার দিয়ে রয়েছে অসংখ্য গাছ-গাছালি। যা রাস্তার সৌন্দর্যকে দ্বিগুন করে দিয়েছে। সেই সাথে প্রকৃতির একটি নতুন রূপ ও দেখা যাচ্ছে। বড় ব্যাপার হলো এরকম রাস্তা দিয়ে যেতে যেতে মনে অন্য রকম একটি ফিল হয়।
📸ফটোগ্রাফি পাঁচ 📸:
- নীল আকাশ,সে তো আমার কাছে এক বিশেষণ পছন্দের জিনিস। নীল আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়াবে শঙ্ক চিলের মত আর এই দৃশ্য চা খেতে খেতে দেখতে পারার মুহূর্তটা একদম স্পেশাল হয়ে উঠে। সাধারণত আকাশের এরকম সৌন্দর্য শরৎকালেই দেখা যায়। তবে শরৎকাল ছাড়াও আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম অন্য সময়ে। আর এই ফটোগ্রাফি টা করেছিলাম আমি এক রেলওয়ে স্টেশন থেকে।
📸ফটোগ্রাফি ছয়📸:
- এ পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করেছি জেসমিন ফুলের ফটোগ্রাফি।সাধারণত জেসমিন ফুল সাদা বর্ণ এবং সুগন্ধের জন্য অতুলনীয়।সবুজ পাতা এবং চমৎকার ধরনের ফুলের জন্যে এই ফুল সবার কাছেই প্রিয়।শুকনা মাটিতে জন্মাতে পছন্দ করে।চিন জাপান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু জায়গায় এই ফুলের উৎপাদন হয়।সূর্যালোক পছন্দ করে।আবার এই ফুল গাছে কিন্তু নিয়মিত পানি দিতে হয়।
আমার লিখে যাওয়া প্লাটফর্মের লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1955425320267624860?t=nbf24M4nna9r5gLtNuZzyw&s=19
https://x.com/mdetshahidislam/status/1955424362129232191?t=HdpeO_lpUYW5OwjUBn0KnA&s=19
https://x.com/mdetshahidislam/status/1955288297078698165?t=CpITZ0XTbb-81H-D1QBKvw&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1955422836631408811?t=tc2SKllOBy_BIkj8FG6mkg&s=19
আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এর আগেও আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখেছিলাম। আজকে এই ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপনি। প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।
আমার কাছে ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। এখন আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। ঠিক তেমনি ভাবে আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকলে, পরবর্তীতে আরো দারুন দারুন ফটোগ্রাফি করতে পারবেন।
আজকে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে নদীর ফটোগ্রাফি ও রাস্তার ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এবং ফুলের ফটোগ্রাফিও চমৎকার লাগলো। সবগুলো ফটোগ্রাফি খুব চমৎকারভাবে করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার ফটোগ্রাফি গুলি হতে আপনার কাছে দুটি ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে আমার কাছেও বিষয়টি ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। এরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে আমার অনেক ভালো লাগে।জেসমিন ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
জেসমিন ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। বলতো আপনাদের ভালো লাগাতেই আমি আমার কাজের অনুপ্রেরণা খুঁজে পাই। ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।
আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে৷ খুব সুন্দর ভাবে আপনি এই ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন৷ যেভাবে আপনি এখানে একের পর এক ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি শেষের দিকে আপনি যে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷