ফটোগ্রাফি পোস্ট।।***সাতটি ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম***।।
হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতো পারেন। আর ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোন সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নেই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিও বা প্রফেশনাল ফটোগ্রাফার না কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।
বন্ধুরা আমার পোস্টের পরিক্রমায় আজকের পোস্ট এ নিয়ে আসলাম একটি চমৎকার ফটোগ্রাফি পোস্ট। আজকের ফটোগ্রাফিতে রেখেছি শুধুমাত্র ফুল। ফুল দিয়ে ব্লগটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। শুরুতেই রেখেছি পদ্মফুল। বেশ কিছুদিন আগে মনে হচ্ছিল যেন পদ্ম ফুলের সিজন এসে গেছে গোলাপ ও যেন এই ফুলের কাছে অর্থহীন। গোলাপসহ অন্যান্য চমৎকার ফুলগুলো বাদ দিয়ে সবাই পদ্মফুলের দিকে ঝুঁকে পড়েছিল। আমি এই পদ্মফুলের ফটোগ্রাফিটি করেছিলাম বেশ কিছুদিন আগে আঙ্কেলের বাসায় গিয়েছিলাম শহরের দিক। রংপুরে খামার মোড় নামের একটি জায়গা রয়েছে সেখানে চমৎকার চা পাওয়া যায়। আঙ্কেলের বাসা থেকে খামার মোড় খুব কাছেই। সেখানে চা খেতে যাওয়ার পর একজন লোক দেখলাম পদ্ম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য সেখান থেকে মূলত আমার এই পদ্ম ফুলের ফটোগ্রাফি ঠিক করা।
এই ফুলকে নিয়ে আর কি বলব আমার থেকে হয়তো আপনারাই বেশি ভালো জানেন। তারপরেও দু এক কথা বলে নেব। আমাদের দেশে জাতীয় ফুল শাপলা হওয়া সত্ত্বেও গোলাপের যে পরিমাণে চাহিদা সে অনুযায়ী আমার মতে গোলাপই জাতীয় ফুল হওয়ার উপযুক্ত মনে হয় হা হা হা। গোলাপের সৌন্দর্য সুগন্ধ দুটোই কিন্তু অসম্ভব সুন্দর। আজ মানুষ যে হারে গোলাপ ফুল কিনে থাকে সেটা তো কল্পনার বাইরে প্রচুর পরিমাণে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় গোলাপ ফুলকে । গোলাপকে নিয়ে এতটুকুই বললেম প্রিয় বন্ধুরা।
নয়ন তারা ফুল। সর্বাধিক পরিচিত ফুলগুলোর মধ্যে একটি হচ্ছে নয়নতারা ফুল। এই ফুল আমাদের দেশে কয়েক ধরনের বা কয়েক কালারের হয়ে থাকে। যেমন বেগুনি ,সাদা এবং হালকা হলুদ কালারের নয়ন তারা ফুল লক্ষ্য করা যায়। নয়নতারা ফুলের গাছের সাইজ প্রায় ৪-৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। পাতাগুলো ছোট ছোট হলেও অত্যন্ত সুন্দর দেখায়। এই ফুলের সুগন্ধ না থাকলেও দেখতে কিন্তু অপরূপ লাগে। ফুলের পাপড়ি গুলো বেশ ঘোরানো প্রকৃতির থাকে এবং মাঝখানে অন্য কালারের একটি বিন্দু থাকে।
ফটোগ্রাফি পোস্ট এর এই পর্যায়ে রেখেছি ঝিঙ্গে ফুল।যারা শহরে বসবাস করেন তারা অবশ্যই ঝিঙ্গে অনেক বেশি পছন্দ করেন তাই বলে গ্রাম অঞ্চলে ঝিঙে পছন্দ করে না এটা ভাবলে কিন্তু ভুল হবে। কিন্তু শহরে বসবাস করা অনেকেই এই ঝিঙ্গে ফুল সম্পর্কে অবগত নয়। ঝিঙে ফুল মূলত ঝিঙ্গে হওয়ার পূর্ববর্তী সময়ে হয়ে থাকে। দেখতে ঠিক হলুদ বর্ণের হয়ে থাকে। কিন্তু দেখতে সৌন্দর্যমন্ডিত হয়ে থাকে। যখন পুরো ঝিঙ্গে ক্ষেত এ ঝিঙে ফুল হয় তখন অন্যরকম সৌন্দর্য লক্ষ্য করা যায়।
প্রিয় অলকানন্দ ফুল। ঠিক যেন মাইক ফুলের ন্যায় দেখতে এই ফুলকে দেখা যায়। আমাদের দেশে অলকানন্দ ফুল বেশ কয়েক বর্ণের হয়ে থাকে। তার মধ্যে এই হলুদ কালারের অলকানন্দা ফুল বেশি জনপ্রিয়। অলকানন্দা ফুলের গাছ ও কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। গাছে চিকন চিকন পাতা আর বড় বিষয় হচ্ছে অলকানন্দ ফুল প্রায় একসাথে দুটা করে ফুটে থাকে। সব মিলিয়ে এই ফুলকে আমার ভীষণ ভালো লাগে।
জবা ফুলের বাহার এর কথা কি বলবো এক কথায় চমৎকার কিন্তু এটি একটি অবহেলিত ফুল। তবে হ্যাঁ যখন মেয়েরা একটু বেশি সাজগোজ করতে চায় তখন তাদের চুলের খোপায় জবা ফুল লাগায়। বলা চলে প্রয়োজনে মধুসিক্ত অপ্রয়োজনে মূলোসত্ব হি হি। জবা ফুলের কিন্তু ঘ্রান নেই তবে সৌন্দর্য অপার। সব মিলিয়ে আমার কাছে জবা ফুলকে মোটামুটি ভালোই লাগে। জানিনা আপনাদের কেমন লাগে?
রঙ্গন ফুল মরীচিকার মত। একটু অবাক হলেন তো যে রঙ্গন ফুলকে কেন মরীচিকার সাথে তুলনা করলাম। হ্যাঁ চলুন বিষয়টা বুঝে নিই,মরীচিকা যেমন দূর থেকে দেখলেই মনে হয় পানি চকচক করছে ঠিক তেমনি রঙ্গন ফুলকে হাতে না নিলে মনে হবে এই ফুল গোলাপকেও হার মানাবে। কিন্তু হাতে নিয়ে যখন কেউ কিছুটা সময় নিয়ে থাকে তারপর এমনিতেই এই ফুলকে আর হাতে ধরে রাখতে চায় না। তবে রঙ্গন ফুল কিন্তু সৌন্দর্যের দিক থেকে দারুন। ছোট ছোট পাপড়ি এবং লাল বর্ণের হওয়াতে অনেকের কাছেই ভীষণ প্রিয়। যাইহোক বন্ধুরা এই ছিল আমার আজকের ফটোগ্রাফি পোস্ট আজকের মত এখানেই শেষ করছি...........
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
আমি মোঃ শাহিদ ইসলাম। আমি রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। সংকল্প নিয়েছি এমনভাবে ব্লগিং করব যাতে প্রিয় বাংলা ব্লগ এর সাফল্যের ভাগীদার হতে পারি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি ধন্যবাদ জানাই বড়দাদা এবং ছোট দাদাকে।
vote@bangla.witness as a witness
আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এতগুলো পদ্ম ফুল একসাথে দেখে ভীষণ ভালো লাগলো। আপনি বেশ দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। দারুন এই ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করেছি সবগুলো ফটোগ্রাফিকে নিখুঁতভাবে করার এবং আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের পজিটিভ রিভিউ পেয়ে মনে হচ্ছে সার্থক হয়েছে,ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পদ্মফুলের সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে। আর এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন দেখে খুবই ভালো লেগেছে ভাইয়া। দারুন হয়েছে ফটোগ্রাফি গুলো।
পদ্মফুলের কিছুদিন আগেই হেড়িক পড়ে গিয়েছিল। এদিক থেকে ভালো লাগারই কথা। যাই হোক ফটোগ্রাফি গুলি আপনার ভালো লেগেছে শুনে ভালোই লাগলো।
অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন ভাই। ফুলের ফটোগ্রাফি করতে আমারও অনেক বেশি ভালো লাগে। আপনার ফটোগ্রাফির মধ্যে পদ্ম ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লেগেছে।
পদ্ম এবং জবা দুটো খুলেই কিন্তু সৌন্দর্যের প্রতীক। দুটো ফুলে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ।
নয়নতারা ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। আপনি চমৎকারভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন ভাই। অসাধারণ ফটোগ্রাফি গুলো সুন্দর করে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
নয়নতারা ফুলের ফটোগ্রাফির প্রশংসা শুনে ভালোই লাগলো। মূলত গুছিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। আপনি বেশ দারুন ভাবে প্রতিটি ফুলের ফটোগ্রাফি আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মাধ্যমে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি দেখার সুযোগ হলো।
চেষ্টা করেছি সুন্দরভাবে ফটোগ্রাফি করতে এবং আপনাদের মাঝে সাবলীল ভাষায় শেয়ার করতে। আপনাদের ভালো লাগাতেই সার্থকতা খুঁজে পাই। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
@tipu curate
Upvoted 👌 (Mana: 5/6) Get profit votes with @tipU :)
ফুলের ফটোগ্রাফি দেখলেই আমার মনটা ভরে যায়।আপনার তোলা সব গুলো ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে আমার। বেশি দারুণভাবে আজকে আপনি আমাদের মাঝে অনেকগুলো ফুল নিয়ে উপস্থিত হয়েছেন। ফুল গুলো দেখে যেন মনে হচ্ছিল আমিও ফুলের বাগানের মধ্যে প্রবেশ করেছি। চমৎকার ক্যাপচার করেছেন।
আমার কোন ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে এবং দুর্দান্ত একটি মন্তব্য করেছেন তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনেকগুলো চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সুন্দর সুন্দর এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে আমার। আমি ফুলকে অনেক ভালোবাসি। তাই ফুলের গুলো দেখতে অনেক ভালো লাগে।