ফটোগ্রাফি পোস্ট - " প্রকৃতির সতেজতা "

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

প্রকৃতির সতেজতাঃ


20250609_114909.jpg

20250609_114827.jpg

20250609_114816.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করবো একটি ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। আমার চোখে যা কিছু ভালো লাগে আমি তাই আমার মোবাইলে ধারণ করি।আর সবুজ প্রকৃতি হলে তো কোন কথাই নেই।সবুজ প্রকৃতি মনের চঞ্চলতা বৃদ্ধি করে।প্রকৃতি আমাদের উদার হতে শেখায়।প্রকৃতির মাঝে গেলে মন ভালো হয়ে যায়।

20250609_114812.jpg

সবুজ সতেজ প্রকৃতি মনকে সতেজ করে।মন সতেজ হলে সবকিছু ই ভালো লাগে।সবুজ প্রকৃতির মাঝে দেহ মন সতেজ হয়ে উঠে।আমি যখনই সময় পাই তখনই সবুজ প্রকৃতির মাঝে সময় কাটাতে পছন্দ করি।যেহেতু সময় খুব একটা হয়না প্রকৃতির সান্নিধ্যে যেতে তাই যখন প্রকৃতির মাঝে সময় কাটাই তখন বেশ সুন্দর কিছু প্রকৃতির ফটোগ্রাফি আমি করে থাকি।যখনই মনটা একঘেয়েমি হয়ে যায় তখনই সবুজ প্রকৃতির চমৎকার সতেজ ফটোগ্রাফি গুলো আমি দেখে সতেজ হই।তেমন কিছু ফটোগ্রাফি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।

20250609_114816.jpg

20250609_114750.jpg

যারা আমার মতো সবুজ প্রকৃতি ভালোবাসেন তারা সবুজ প্রকৃতির মাঝে না যেতে পারলেও সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে সতেজ হতে পারেন,ঠিক আমার মতো।সতেজ সুন্দর প্রকৃতি দেহ, মন ও চোখে আনে প্রশান্তি।মন ছুটে যায় দূর অজানা কোন সবুজ সতেজ প্রকৃতির সান্নিধ্যে।

20250609_114618.jpg

20250609_113438.jpg

20250609_112959.jpg

আমার হৃদয় দুলে ওঠে সুন্দর প্রকৃতির মাধুরতায়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গু আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগার মাঝে রয়েছে আমার সার্থকতা।চমৎকার এই ফটোগ্রাফি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।সুন্দর কিছু ফটোগ্রাফির সাথে সুন্দর কিছু অনুভূতি শেয়ার করে নিলাম।

আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঝালকাঠি,বাংলাদেশ

আমার পরিচয়
.


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...wY69kxKpSTaaRvAhgoVHcEzSRjLEZbmDtEaYj8HD9yChYS3VBRSshnMyye5aADBsG7A3trLmC6HxuHAMcaRUZSYBbixATWJ57kq7vx1obAwfM1TFTYDCdbDCoo.gif

20250614_202147.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

এমন সবুজে ভরা ফটোগ্রাফি গুলি দেখে চোখ জুড়িয়ে গেল। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যুক্ত ফটোগ্রাফি গুলি ভীষণ সুন্দর করে আপনি ধারণ করেছেন। ভীষণ ভালো লাগলো এত সুন্দর ফটোগ্রাফি দেখে ধন্যবাদ।।

 2 days ago 

প্রকৃতির সৌন্দর্য যেভাবে আপনি আপনার এই পোস্টের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে যেভাবে আপনি এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ তার পাশাপাশি এখানে এই প্রকৃতির সৌন্দর্যকে আপনি আপনার এই পোস্ট এর মধ্য দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এই পোস্ট দেখে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে ৷