" বৃষ্টির পর ছাদ বাগানের ফটোগ্রাফি " 📷
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন অনেকটা ই ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
বৃষ্টির পর ছাদ বাগানের ফটোগ্রাফিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ ফটোগ্রাফির।বাইরে কি যে গরম পরেছে তা আর কি বলবো।গরমে সবাই খুব বেশী অতিষ্ঠ।এর মধ্যে সামান্য বাতাস ও বৃষ্টি পুরো পৃথিবীটাকে শীতল করে দিয়ে যায়।এতো বেশী গরম যে ছাদে যাওয়ার ও ইচ্ছে হয়না।কারন বিকেলে গরমের তাপ ছাদের মধ্যে ঠিকই থাকে।
কিছুদিন আগে হঠাৎ সামান্য বৃষ্টি হলো।এই বৃষ্টিতে পুরোটা শহর শীতল হয়ে গিয়েছিলো।আর বৃষ্টি হলে প্রতিটি গাছের পাতা অনেক বেশী সবুজ হয়ে যায়।আর এমন ওয়েদারে ছাদে যেতে ভীষন ভালো লাগে।
সেদিন বৃষ্টি পরেছিলো সামান্য ই।কিন্তু পুরো শহর শীতল হয়ে গিয়েছিলো অনেকটাই।গাছ গুলো যেনো নতুন জীবন পেয়েছিলো।এমন পরিবেশে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর যেহেতু সবুজ আছে তাই এই ভালো লাগা আবেদন আরো অনেক বেশি।কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের কাছে আমার শেয়ার করা বৃষ্টিতে ভেজা ছাদ বাগানের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।
আজকাল সব বাড়ির ছাদ ই ফুল,ফলের গাছ দিয়ে ভরা।সবুজ আমাদের মনকে সতেজ করে।তাই আমাদের সবার উচিত গাছ লাগানো ও গাছের পরিচর্যা করা।এতে কিন্তু আমরাই ভালো থাকতে পারবো।
আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | Galaxy A 34 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ওয়ারী,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
বৃষ্টির পর ছাদ বাগানের চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। বৃষ্টির পর চারপাশের শীতল হয়ে যায়। গাছপালা সজীব হয়ে ওঠে। চারিপাশে ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগে তখন। বৃষ্টির পরে প্রকৃতির অনেক বেশি মনে মুগ্ধকর হয়ে ওঠে। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আপু।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদি।
বৃষ্টি হলে গাছপালা ধুয়ে পরিষ্কার হয়ে যায় যার ফলে অনেক বেশি সবুজ এবং সতেজ হয়ে ওঠে গাছ গুলো, তাই দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার ছাদবাগানটি অনেক সুন্দর লাগছে বৃষ্টির পরে দেখতে। ছাদে গাছপালা লাগালে ছাদ অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এবং ছাদে যেতেও অনেক ভালো লাগে। ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট আমাদের শেয়ার করেছেন।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
https://x.com/shimulakter403/status/1922286010425098576?t=mVu9MC6NBpQXX3HAeYVoWA&s=19
https://x.com/shimulakter403/status/1922286983214158197?t=eZw4VdEEk8nTCLqAkdHPKA&s=19
https://x.com/shimulakter403/status/1922288771870978240?t=o_7N9NXgeNaxsJqfPsR7jQ&s=19
https://x.com/shimulakter403/status/1922289390526562768?t=xglmbsTrUo8nddEUm9ux0A&s=19
X-promotion
বেশ সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যি আপনার তোলা ফুলের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত শেয়ার করার জন্য।
আপনি দেখছি বৃষ্টির পর ছাদ বাগান থেকে চমৎকার ফটোগ্রাফি করেছেন। তবে এটি ঠিক গরমের সময় ছাদে যেতে মন চায় না। কারণ গরমের মধ্যে ছাদের গরম থেকেই যায়। বৃষ্টি হওয়ার পর ছাদের গাছ গুলো একটু সতেজ থাকে। আর আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে ফুল গুলো বৃষ্টি হওয়ার পর অনেক সতেজ হয়েছে। ভালো লাগলো আপনার ছাদ বাগান থেকে করা ফটোগ্রাফি গুলো দেখে।
সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।
আজ আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে ফটোগ্রাফি করেছেন দেখে তো এক নজরে তাকিয়ে ছিলাম। ধৈর্য ধরে এরকম ভাবে ফটোগ্রাফি করা হলে বেশি সুন্দর হয়। আর অনেক সুন্দর ভাবেই ফুটে ওঠে। আপনি অনেক সুন্দর করেই ফটোগ্রাফি করতে পারেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে।
অনেক ধন্যবাদ আপু।
https://x.com/shimulakter403/status/1922327830613905686?t=g-uob0t20yKR1ruaRvVb3A&s=19