ফটোগ্রাফি পোস্ট --📷 " সবুজ প্রকৃতির মাঝে সতেজতা "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন অনেকটা ই ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
সবুজ প্রকৃতির মাঝে সতেজতাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটি সবুজ প্রকৃতির কিছু ফটোগ্রাফি। সবুজ প্রকৃতি আমার ভীষণ পছন্দ।প্রকৃতির টানে মন আমার বার বার টানে সবুজ অরণ্যের মাঝে হারিয়ে যেতে।সেদিন বাড়িতে এসেছি।আর আসার মধ্যে একটু সময়ের জন্য ও মোবাইল হাত থেকে রাখতে ইচ্ছে করেনি।গাড়ির মধ্যে থেকে সবুজ প্রকৃতি দেখে চোখ আর মন ভরে গিয়েছিল।তাই বার বার সুন্দর প্রকৃতির দৃশ্য গুলো ক্যামেরা বন্দী করছিলাম।তারই কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে আজ শেয়ার করতে চলে এলাম।আশাকরি প্রকৃতি প্রেমী যারা আছেন তাদের কাছে আজকের ফটোগ্রাফি গুলো কিছুটা হলেও মনকে সতেজ করবে।
দিন গুলো খুব বেশী ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে।রমজান মাস শেষের দিকে।খুব বেশী ব্যস্ততার মাঝে কাটছে সময়গুলো।আর এতো চমৎকার প্রকৃতির মাঝে থাকলে মনটা ভীষণ ফুরফুরে থাকে।সবুজ প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ একজন ও নেই।সবুজ প্রকৃতির মাঝে সময় গুলো বেশ ভালো ই কাটবে আশাকরি।
এই আনন্দময় ঈদে সবাই তার প্রিয় জন্মভূমিতে পরিবারের সবাইকে নিয়ে ঈদ উৎসব পালন করবে এমনটাই আশাকরি। সবাই তার প্রিয় জন্মভূমিতে সবুজের মাঝে থেকে সুন্দর সময় কাটাবেন আশাকরি।
আমি তো সবুজের মাঝে থাকতে ভীষণ পছন্দ করি।কিন্তু সবুজের মাঝে যাওয়া সব সময় সম্ভব হয় না।তবে চেষ্টা করি সবুজের মাঝে সব সময় থাকতে।তারই পরিপেক্ষিতে এই সবুজের ফটোগ্রাফি গুলো আমি করেছিলাম।তাই আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লেগে থাকলে সুন্দর সুন্দর মন্তব্য গুলো তুলে ধরবেন আশাকরি।
আজ আর নয়। আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে ভালো লেগেছে।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | samsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঝালকাঠি,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
https://x.com/shimulakter002/status/1904023627940712910?t=5A7YFDKvBAWCgI4NdR356Q&s=19
https://x.com/shimulakter002/status/1904046160701952115?t=JguB77uRSvCrHltBM-ubCw&s=19
https://x.com/shimulakter002/status/1904188198722679277?t=-W45QL_b-ulJC_r2nvPPAg&s=19
https://x.com/shimulakter002/status/1904190104052158775?t=6EdTpR4sWKQ6qLzsRJ2M1A&s=19
https://x.com/shimulakter002/status/1904191225563164819?t=uUvjRwh9Ab4YVBvWnNnj4w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.