ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের কিছু ফটোগ্রাফি "
শুভ সন্ধ্যা সবাইকে
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের কিছু ফটোগ্রাফিঃ
কানভা দিয়ে বানানো
বন্ধুরা,বেশকিছুদিন ধরেই ছেলের হাফ ইয়ার্লি এক্সাম চলছিলো।এক্সাম শেষ হলে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসা যাক।এতে করে ছেলের যেমন ভালো লাগবে।আমার ও তেমনি ভালো লাগবে।যে ভাবনা সেই কাজ।সেদিন বিকেলে রওনা হলাম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের উদ্দেশ্যে।আমার বাসা থেকে খুব একটা দূরে নয়। কিন্তু জ্যামের কারনে প্রায় ঘন্টা খানেক সময় লেগে গেলো সেখানে পৌঁছাতে। কি যে বিরক্ত লাগে পথের জ্যামে বসে থাকতে।মনে হয় দুটো পাখা থাকলে উড়েই চলে যেতাম,হিহিহি।
এ ধরনের মিউজিয়ামে গেলে বাচ্চাদের অনেক কিছু দেখানো যায়।এতে করে তাদের জ্ঞানের পরিথি বৃদ্ধি পায়।এর আগেও আমার একবার যাওয়া হয়েছিল।যাই হোক সেদিন পথের সময়টুকু ছাড়া ভীষণ ভালো লেগেছিল।আমরা সেখানে পৌঁছে টিকিট কেটে নিয়ে ভেতরে প্রবেশ করলাম।এখানে প্রবেশ মূল্য জনপ্রতি ১০০ টাকা।আমি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতির ফটোগ্রাফি শেয়ার করলাম।এরপর আমি এক এক করে বেশকিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করবো।আশাকরি সঙ্গেই থাকবেন।
এতোটা জায়গা নিয়ে এই মিউজিয়ামটি করেছে সত্যি প্রশংসনীয়।এখানে এলে অনেক অজানা কিছু জানা হয়ে যাবে। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে জানতে চান এই মিউজিয়ামে এলে সবকিছু মোটামুটি জানতে পারবেন।
আমরা বেশ অনেক সময় ধরে সবটা ঘুরে রাত ৯ টায় বাসায় ফিরে আসি।আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | samsung A 50 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
অনেক ভালো লাগলো আপু আপনার সুন্দর এই পোস্ট দেখে। যেখানে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম দেখার সুযোগ করে দিয়েছেন আমাদের। সেখানে প্রবেশ করতে ১০০ টাকা জন প্রতি টিকিট লেগেছে এরপর তার মধ্যে প্রবেশ করেছেন আর সুন্দর সুন্দর ফটো ধারণ করেছেন। বেশ ভালো লাগলো মিউজিয়ামের কিছু দৃশ্য দেখতে পেরে।
মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।
দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু। যেখানে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের কিছু দৃশ্য দেখার সুযোগ করেছে দিয়েছেন। বেশ অনেকগুলো ফটো ধারণ করেছেন আপনি। একই সাথে বর্ণনার সাথে উপস্থাপন করেছেন। আর সব মিলে অনেক ভালো লেগেছে আমার।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বঙ্গবন্ধুর ভাস্কর্য টা জাদুঘরের একেবারে সেন্টারে অবস্থিত। আমি একবার গিয়েছিলাম। এই জাদুঘর টা মূলত সাজানো হয়েছে বাংলাদেশের সামরিক খাতের বিভিন্ন বিষয় কে কেন্দ্র করে। এবং খুবই ভালোভাবে তুলে ধরা হয়েছে সেগুলো। ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।