ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " গোধূলি বেলার কিছু ফটোগ্রাফি "

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

গোধূলি বেলার কিছু ফটোগ্রাফিঃ


20240828_174610.jpg

এবার বাড়িতে গিয়ে কিছু প্রয়োজনীয় কাজে বেশ কিছুদিন থাকা হয়েছিল।সময়টা কেটেছিল ভালো ই।প্রকৃতির মাঝে থাকা হলে ভালো ই লাগে।তাইতো আমি প্রতিনিয়ত নানা রকমের ফটোগ্রাফি করেছিলাম।আজ সেই গোধূলি বেলার কিছু ফটোগ্রাফি শেয়ার করছি।আশাকরি আপনাদের কাছে ভালো ই লাগবে।

20240828_174630.jpg

সূর্য উদয় আর গোধূলি বেলার আলাদা আলাদা সৌন্দর্য লক্ষ্য করা যায়। তবে সূর্য উদয় হওয়ার সময় যে ভালো লাগাটা উপভোগ করি। সূর্য ডোবা কিংবা গোধূলি বেলায় একই রকম ভালো লাগা অনুভূত হয়না।দিনের শেষে যখন আঁধার নামতে শুরু করে তখন আমার মনের মাঝে খারাপ লাগা অনুভূতি লক্ষ্য করি।কিন্তু তার পরেও এর যে সৌন্দর্য আমরা দেখি তা কিন্তু অতুলনীয়।দিনের শেষে যখন আঁধার নামে তখন দিনটি শেষ হয়ে যাওয়ার কষ্ট মনের মাঝে বেজে উঠে। আপনাদের এমনটা হয় কিনা আমার জানা নেই।এমনটা হলে অবশ্যই জানাবেন।

IMG-20240901-WA0008.jpg

প্রথম ফটোগ্রাফি দুটো আমি আমাদের বাড়ির বারান্দা থেকে তুলেছি।আর এরপরের গুলো বাইরে ঘুরতে গিয়ে তুলেছিলাম।

IMG-20240901-WA0006.jpg

ঝালকাঠি শহরে জামে মসজিদের পাশে একটি চমচমৎকার জায়গা আছে। আমি সেখানে গিয়ে ই ফটোগ্রাফি করেছিলাম।

IMG-20240901-WA0001.jpg

IMG-20240901-WA0003.jpg

গোধূলি বেলায় গাছপালা,সবুজ প্রকৃতি ও মসজিদের ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আমি আমার ভালো লাগার জায়গা থেকে ফটোগ্রাফি গুলো করেছিলাম।

IMG-20240901-WA0028.jpg

আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাsamsung A20,50
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঝালকাঠি

আমার পরিচয়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...MVta4bNeJVaxcJxcdU9hJyaAM4Syv6vVBAr8gExqMDB4bTLYmf68XvsL4RS3afrYHquXpd1KxVU4BaEfNL6JoZ78AayTuvoDSdQmhsRozyXKpXcf9SXg2eg4n2.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

Sort:  
 11 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন গোধূলি বিকেলের কিছু রেনডম ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। প্রত্যেকটা মানুষের ফটোগ্রাফি করতে বেশ পছন্দ করে। প্রত্যেকটি ফোটোগ্রাফির বেশ দারুন বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 11 months ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

গোধূলি বেলার বেশ চমৎকার কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দরভাবে বর্ণনাও তুলে ধরেছেন। যা পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

অনেক ধন্যবাদ জানাই আপনাকে আপু।

beautiful place thanks a lot for sharing.

 11 months ago 
 11 months ago 

মসজিদের পাশের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু। আর গোধূলি বেলার সৌন্দর্য দেখেও ভালো লাগলো। অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। দেখে খুবই ভালো লেগেছে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার তোলার প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব রকমের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর ভাবে ফটোগ্রাফি করলে দেখলে অনেক বেশি মুগ্ধ হই। আমি এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি।

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।

 11 months ago 

মসজিদটা খুবই সুন্দর। ভালো লাগলো। গোধূলি বেলা অনেকদিন হয় উপভোগ করিনা। ভালো লাগলো পোস্টটি।

 11 months ago 

ধন্যবাদ জানাচ্ছি।

 11 months ago 

আজকে আপনি বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন।গোধূলি বেলার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। তবে আপনার গোধূলি বেলার বিকেল বেলার মসজিদের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং আপনার অন্যান্য ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সুন্দর ফটোগ্রাফি করে চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 11 months ago 

মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 11 months ago 

অনেক সুন্দর ফটো ধারণ করেছেন আপনি প্রাকৃতিক পরিবেশের মাঝে থেকে। বিকেল বেলায় ঘোরাঘুরি করতে আমারও ভালো লাগে। আর দিনের শেষ মুহূর্তে যেন প্রাকৃতিক পরিবেশের অন্যরকম অনুভূতি লক্ষ্য করা যায়। দিনের সূর্য আস্তে আস্তে ডুবে যেতে থাকে এবং আধার এগিয়ে আসে। শ্যামল মুহুর্তের ফটোগুলো বেস অসাধারণ হয়।

 11 months ago 

ঠিক বলেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।