" সবুজ প্রকৃতি ও আকাশের ফটোগ্রাফি " 📷

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

সবুজ প্রকৃতি ও আকাশের ফটোগ্রাফিঃ


20250626_105255.jpg

20250626_105313.jpg

বন্ধুরা,আমি আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আমার আজকের পোস্টটি কিছু ফটোগ্রাফি দিয়ে সাজিয়েছি।ফটোগ্রাফি করতে সব সময়ই ভীষণ ভালো লাগে আমার।তবে সবচেয়ে বেশী ভালো লাগে প্রকৃতির ফটোগ্রাফি গুলো করতে।আজকের ফটোগ্রাফি গুলো আকাশ ও প্রকৃতির।সবুজ গাছপালার মাঝে আকাশটা ও কিন্তু দেখতে বড্ড ভালো লাগে।এখন আকাশ এই রোদ,এই মেঘ।এখনই দেখা যায় মেঘ আবার একটু পরেই রোদ উঠে যায়।

20250626_105545.jpg

ছেলের এক্সাম ছিল আজ।আজ স্কুলে আনতে গিয়ে কিছু আকাশের ফটোগ্রাফি আর সবুজ গাছ পালার ফটোগ্রাফি আমি করে নিয়েছিলাম।আকাশটা বড্ড ভালো লাগছিল দেখতে আর সাথে সতেজ প্রকৃতি দুটো মিলে একাকার হয়ে গেলো আমার মোবাইলের গ্যালারীতে।

20250626_105556.jpg

20250626_105439.jpg

স্কুলের এড়িয়াটা এতোটাই বড় যে ঘুরে ঘুরে দেখে ও শেষ করা যাবে না এতো কম সময়ে।কতো রকমের গাছ ই যে আছে এখানে।আমি এতো গাছের নাম ও জানি না।সুন্দর প্রকৃতির মাঝে আকাশের সৌন্দর্য আরো বেশী মনোমুগ্ধকর হয়ে উঠেছে।

20250626_105330.jpg

20250626_105305.jpg

20250626_105300.jpg

সারি সারি গাছ আর উপরে মেঘে ঢাকা আকাশ দুটো মিলে একাকার। কি সুন্দর লাগছিলো যে কি আর বলবো। এমন সুন্দর ওয়েদার আমার সব সময় ভীষণ ভালো লাগে।আকাশের দিকে তাকিয়ে এর বিশালতাকে দেখি আর ভাবি আমি কতোই না ক্ষুদ্র।

20250626_105548.jpg

20250626_105456.jpg

20250626_105309.jpg

সবুজ প্রকৃতি আর আকাশের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাই।তাইতো কিছু ফটোগ্রাফি আমি করে নিয়েছিলাম। তার মধ্যে থেকে কিছু ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।

আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনপিলখানা,ঢাকা

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpdnAT5Y3ME3g9xrvFbCY5GoAHxNjZvjLnGYSsx7iHk7Pi8t34WkFdogt6Utq...RbvMUEWeroDKkF34pXrcLgbPfW8g7dZWdauBiUrUpUmyUwu2SvVLdZr8DuNJYEbWtkYaLKuen5R43noLqn9Hs96fuxymUYhMcBwcn1C1TnB94G1ASASC4csTt.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

20250613_165023.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...wY69kxKpSTaaRvAhgoVHcEzSRjLEZbmDtEaYj8HD9yChYS3VBRSshnMyye5aADBsG7A3trLmC6HxuHAMcaRUZSYBbixATWJ57kq7vx1obAwfM1TFTYDCdbDCoo.gif

Sort:  
 last month 

এমন সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করে। ভীষণ সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যগুলি। আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনি অনেক সুন্দর করে ক্যামেরাবন্দি করেছেন । দেখে ভীষণ ভালো লাগলো।

 last month 

আজকে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করছেন। আকাশ এবং প্রকৃতির ফটোগ্রাফি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তবে এটি ঠিক এখন আকাশ এবং প্রকৃতির সৌন্দর্য ভিন্নরকম দেখা যায়। কখনো রোদ কখনো বা বৃষ্টি কখনো বা মেঘলা। তবে এত চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য তাই ধন্যবাদ আপনাকে।

 last month 

প্রকৃতির সৌন্দর্য যত দেখি ততই চোখ জুড়িয়ে যায়। প্রকৃতি এবং আকাশ দেখতে খুবই ভালো লাগে। চমৎকার ফটোগ্রাফি উপস্থাপন করেছেন আপু। অনেক সুন্দর হয়েছে।

 last month 

ভীষণ সুন্দর আপনার এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো। এমন জায়গায় ঘুরতে যেতে এবং সময় কাটাতে ভীষণই ভালো লাগে। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে আমার তো ওখানে যেতে ইচ্ছা করছে।