সকালবেলা হাঁটতে বের হওয়া মুহূর্ত

in আমার বাংলা ব্লগ5 months ago


আসসালামু আলাইকুম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট।

IMG_20250222_063634.jpg


ফটোগ্রাফি সমূহ:


শীতের সকালে হাটাহাটি করতে কার না ভালো লাগে। যদিও এখন তেমন একটা শীত নাই। তারপরও সকালবেলা হাঁটতে অনেক ভালো লাগে। আজকে সকাল বেলা ছুটির দিন ছিল এজন্য সকাল সকাল একটু হাঁটতে বের হলাম। এখানে প্রচুর পরিমাণে মশা থাকার কারণে সকালে ঘুমাতে দেয় না যার কারণে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙ্গে গেছিল এজন্য ভাবলাম বাহির থেকে একটু ঘুরে আসি। বাহিরে বের হয়ে তিন রাস্তার মোড়ে গিয়ে দেখলাম একটি বিয়ের গেট সাজানো লাইটিং করা ছিল দেখে বেশ ভালই লাগছিল। এ ধরনের বিয়ের গেট সাজানো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই সেখান থেকে দু-একটা ফটো ধারণ করে। এমনিতেই আমার যে কোন জিনিসের ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। তবে আমার বাংলা ব্লগে আসার পর থেকে মনে হয় ফটোগ্রাফি করা নেশার মতো হয়ে গেছে। যে কোন জিনিসেরই ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে।

IMG_20250222_062607.jpg

IMG_20250222_062537.jpg


এখনো সকালবেলা টুকটাক শীত পড়ে। ওইদিন ও বের হয়ে দেখলাম একটু একটু কুয়াশা ছিল। সেই সাথে শীত ও হালকা ছিল। তবে বাসার মধ্যে থাকলে তেমন শীত লাগেনা। কনকনে শীতের মধ্যে হাটতে যেতে খুবই ভালো লাগে। সাথে নিজের প্রিয় মানুষ থাকলে অনেক বেশি ভালো লাগে। শীতের সকালে খেজুরের রস খেতে আমার কাছে খুবই ভালো লাগে। যখন হাই স্কুলে পড়তাম তখন অনেক ভোরবেলা প্রাইভেট যেতাম সেই সময়গুলাও অনেক ভালো ছিল। কিন্তু এখন আর তেমন সকালবেলা ওঠাও হয় না আবার বাহিরে হাঁটতে যাওয়া হয় না। তাই অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল একটু সকালবেলা হাঁটতে বের হব। একুশে ফেব্রুয়ারি দিনও আমার একটা বান্ধবী কল দিয়ে বলল চল একটু হাঁটতে বের হই কিন্তু আমিও সময় করে যেতে পারলাম না। তাই একুশে ফেব্রুয়ারি পরের দিন আমার হাজব্যান্ডকে বলে একটু বাহিরে হাঁটতে বের হলাম। সারাদিন বাসার মধ্যে থাকতেও কেন জানি ভালো লাগেনা। মাঝেমধ্যে মনে হয় একটু বাহিরে যেয়ে ঘুরে আসি। খোলামেলা পরিবেশে হাঁটতে অনেক বেশি ভালো লাগে। আমরা দূরে হাঁটতে যাই নাই আমাদের বাসার কাছে থেকে একটু হাটাহাটি করে বাসায় চলে আসি। তবে সকালবেলা জাহাঙ্গীরনগরের ওদিকে যেয়ে হাটতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমরা সময় করে যেতে পারলাম না। সেজন্য আমার অনেক খারাপ লাগছিল। এভাবে মাঝেমধ্যে বাহিরে গিয়ে সময় অতিবাহিত না করলেও কেন জানি আমার কাছে ভালো লাগে না। ঘরের মধ্যে সারাদিন বন্দি থাকাও অনেক বেশি বিরক্তিকর।

IMG_20250222_063634.jpg

IMG_20250222_063632.jpg

IMG_20250222_064940.jpg



পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়ঘোরাঘুরি
লোকেশনLocation
ফটোগ্রাফি ডিভাইসrealme note50
ফটোগ্রাফার@sumiya23
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 5 months ago 

ডেইলি টাস্ক প্রুফ
Screenshot_20250224-221448~2.png

Screenshot_20250224-222143~2.png

 5 months ago 

সকালে বের হলে প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো খুব সুন্দর ভাবে উপভোগ করা যায়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে আপনি বেশ সুন্দর কিছু উপভোগ করতে পেরেছেন সকালে হাটে বের হয়ে। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

হ্যাঁ আপু সকালবেলা হাঁটতে বের হলে প্রকৃতি গুলো খুবই ভালো লাগে। আবার মনটাও ফ্রেশ লাগে।