অবশেষে বিদায়ের ঘন্টা বেজে গেল

in আমার বাংলা ব্লগ5 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_0386.jpeg

একটানা ৫২ দিন বাংলাদেশে থাকার পর অবশেষে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু হল।যে কোন ধরনের বিদায় খুবই কষ্টকর।আসার সময় কতটা হাসিখুশি ও আনন্দ নিয়ে আসা হয় আর যাওয়ার সময় বুকটা ফেঁটে যায়।কতটা কষ্ট নিয়ে আত্মীয়-স্বজনকে বিদায় দিয়ে ফিরে আসতে হয় তা শুধু প্রবাসীরাই জানে।বাচ্চা দুটিরও মন খুব খারাপ, তারা বারবার বলছে ইংল্যান্ডে যেতে চাই না।আবার কবে ফিরে আসবে বাংলাদেশে বারবার এই কোশ্চেন করছে।আসলে ইংল্যান্ডে তো একা একা থাকতে হয় আর এখানে তো একসাথে সকলকে পায় যেহেতু এটি যৌথ ফ্যামিলি।ভাসুররা আমার শাশুড়ি সহ সকলেই একত্রে থাকে।দারুন একটি পরিবেশ এখানে।যেখানেই তারা গিয়েছে সেখানেই তারা একত্রে সকলকে পেয়েছে।যাইহোক কান্না মাখা চোখে সকলকে কাঁদিয়ে অবশেষে যাত্রা শুরু হল আমাদের।

IMG_0384.jpeg

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে।এয়ারপোর্টে এসে ইমিগ্রেশনের ঝামেলা। মাত্র চার কেজি মালামাল বেশি হয়েছে তাই দিতে হয়েছে ৬০০০ টাকা।আসলে ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার সময় যেমন মালামাল বেশি নিতে হয় আবার ফেরার পথেও ঠিক একই ভাবে কিভাবে যেন মালামাল বেশি হয়ে যায়। এছাড়া আরো বেশি প্রবলেম হচ্ছে আশপাশের লোকজন আত্মীয়-স্বজন অনেকেই তাদের কিছু কিছু মালামাল ইংল্যান্ডে পাঠায়।এভাবে পাঠাতে পাঠাতে প্রায় ২০ কেজি মালামাল আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর হয়েছে। কিন্তু প্রবলেম হলো আমার হাজব্যান্ড কারো মালামাল রেখে আসবে না।যাইহোক অতিরিক্ত ৬০০০ টাকা দিয়ে মালামাল গুলো নিয়ে ঢুকে পড়লাম।ইমিগ্রেশন শেষে ওয়েটিং রুমে অপেক্ষা করতে করতে আমার এই পোস্টটি করে ফেললাম। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন ঠিকভাবে পৌঁছে যাই।

IMG_0385.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

Wow, @tangera, what a heartfelt post! Your description of leaving Bangladesh after 52 days really resonated. The bittersweet emotions of saying goodbye to family, especially with the children not wanting to leave, are so palpable. I think many can relate to that tug-of-war between two homes. Also, the airport stories are always entertaining - who hasn't struggled with extra baggage and those "small favors" from relatives?! Your photos beautifully capture the journey. Thanks for sharing this personal moment with us. I hope you have a smooth and safe flight back to England! Wishing you and your family all the best!

 5 days ago 

আপনার এবং আপনার ফ্যামিলির জন্য দোয়া এবং শুভকামনা সর্বদাই রইল আপু। আশা করি এতক্ষণে আপনি ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। এটাও সত্য যে শেকড় কে ছেড়ে যেতে অনেকটা কষ্ট হয়। তারপরেও জীবনে স্বাচ্ছন্দ ফিরিয়ে আনার জন্য এবং সচ্ছলতা বয়ে যাওয়ার জন্য কিছুটা কষ্ট অবশ্যই করতে হয়। আপনি সহ আপনার ফ্যামিলি সর্বদাই সুখে থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল।

 4 days ago 

বিদায়ের মুহূর্ত আসলেই খুব কষ্টের। দেখতে দেখতে কিভাবে দিনগুলো অতিবাহিত হয়ে গেলো। যাইহোক ৬ হাজার টাকা দিয়ে হলেও সবগুলো মালামাল নিয়ে গিয়েছেন,এটা খুব ভালো হয়েছে। অনেক অনেক দোয়া রইলো আপনাদের জন্য। যাতে করে নিরাপদে ইংল্যান্ডে পৌঁছাতে পারেন।

 4 days ago 

বাংলাদেশে পরিবারের সাথে বেশ ভালো সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। পরিবার ছেড়ে যেতে বেশ কস্ট লাগে। তবুও যেতে হয় জীবিকার টানে। আপনার যাত্রা নিরাপদ হোক এই দোয়া করি।