কক্সবাজার ভ্রমণ || পর্ব: ৩
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি কক্সবাজার ভ্রমণের পোস্ট নিয়ে।আজকের পর্বটি দিয়েই শেষ হয়ে যাবে কক্সবাজার সমুদ্র সৈকতের পর্বগুলো।যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল তাই মাত্র দুই রাত আমরা কক্সবাজারে থেকে ছিলাম।এছাড়া আমার শরীর হঠাৎ করে খারাপ হয়ে পড়ে তাই আমি সাগরে একবারই নেমেছিলাম।হঠাৎ করে প্রচন্ড বমি শুরু হয়ে গিয়েছিল।আমার মনে হয় হোটেলে খাওয়ার কারণে এই প্রবলেম হয়েছে।কারণ আমি সেখানে কয়েক রকমের ভর্তা খেয়েছিলাম, আর একটি ভর্তায় প্রচন্ড ঝাল ছিল।ওই ঝাল ভর্তা খাওয়ার কারণেই হয়তো প্রবলেমটি হয়েছিল।যাইহোক পরেরদিন শরীর খারাপ নিয়েও বেশ কয়েক জায়গায় ঘোরাফেরা করেছিলাম।সেই ফটোগ্রাফিগুলোও ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব।এর আগেই বলেছিলাম আমরা একজন ক্যামেরাম্যান ঠিক করেছিলাম ফটোগ্রাফি গুলো নেওয়ার জন্য।আজকের পর্বটিতে বেশিরভাগ ফটোই ফটোগ্রাফিম্যানের নেওয়া। এছাড়া আমার নেয়া কিছু ফটোগ্রাফি রয়েছে।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আজকের ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।
এই ফটোটি আমার মোবাইল দিয়ে তোলা।
উপরের তিনটি ফটোগ্রাফি ক্যামেরাম্যানের তোলা।
উপরের এই দুটি ফটোগ্রাফি আমার মোবাইল থেকে নেওয়া।
উপরের এই চারটি ফটোগ্রাফিও ক্যামেরাম্যানের তোলা।ক্যামেরাম্যান অসংখ্য ফটোগ্রাফি আমাদের করেছিল, তার মধ্য থেকে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
এই ফটোগ্রাফিটি আমার নেওয়া। অনেকেরই দেখলাম ঘোড়ায় চড়ে বেশ উপভোগ করছে।
এই ফটোগ্রাফিটিও আমার নেওয়া। সাগর পাড়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর মালা বিক্রি হচ্ছে। সেখান থেকে কয়েকটি মালা কিনে নিলাম।
এই ফটোটিও আমার নেওয়া। সাগর পাড়ে দেখলাম মুড়ি মসলা বিক্রি হচ্ছে। বাংলাদেশে এসে ঝাল মুড়ি খাব না এটা কি হয়?
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

Wow @tangera, what a vibrant tour of Cox's Bazar! Your photos truly capture the beauty of the sea and the energy of the beach. I especially loved the shots with the colorful necklaces and the ঝাল মুড়ি – even though it sounds like it gave you some trouble! 😅
It's great that you shared both your own photos and those taken by the photographer; it gives us a broader perspective. I hope you're feeling better now! This post makes me want to visit Cox's Bazar. Thanks for taking us along on your trip. Which photo is your favorite and why? I'm curious to know! 😊
সবাই দেখছি একসাথে ঘুরতে গিয়েছেন। বাচ্চাদেরকে দেখেও ভালো লাগলো। সব ভাইবোন মিলে অনেক আনন্দ করছে বাচ্চারা। অনেক সুন্দর সময় কাটিয়েছেন আপু।
বেশ সুন্দর হয়েছে ফটোগ্রাফিগুলো। আর বাচ্চাদের আনন্দ দেখে বেশ ভালো লাগলো। সবাই মিলে বেড়াতে যাওয়ার আনন্দই অন্য রকম। আরও বেশি আনন্দ করতে পারতেন যদি সময় কিছুটা বেশি পেতেন। এবং শারীরিকভাবে অসুস্থ্য হয়ে না যেতেন।
কক্সবাজার সমুদ্র সৈকতে হেঁটে হেঁটে ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে। যাইহোক সেখানে গিয়ে শরীর খারাপ হয়ে যাওয়ার পরেও, আপনি বেশ ভালোই ফটোগ্রাফি করেছেন ঘুরাঘুরি করে। খুব ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।