ফটোগ্রাফি : গোলাপ ফুলের ফটোগ্রাফি।

in #photography12 days ago

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।

আজকে আমি খুব সুন্দর একটা গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। ফুলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের দেশে গোলাপের প্রায় অনেকগুলো জাত রয়েছে। যেগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে। আজকের ফুলের কালার টাও ছিল খুবই সুন্দর। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ফুলটা আমি একটা জায়গায় ঘুরতে গিয়ে তুলেছিলাম। জায়গাটা ছিল খুবই সুন্দর অনেকগুলো ফুলের গাছ দিয়ে সাজানো। সেখান থেকেই আমি গোলাপ ফুলের ছবিটা তুলে নিলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

IMG20240214134451.jpg

IMG20240214134452.jpg

IMG20240214134454.jpg

IMG20240214134459.jpg

IMG20240214134501.jpg

device : Redme note 9
লোকেশন


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে