ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটা ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
ডালিয়া ফুলের ফটোগ্রাফি
আমাদের সবার খুবই পরিচিত আর পছন্দের একটা ফুল হচ্ছে ডালিয়া। আমার কাছে ডালিয়া ফুল একটু বেশি ভালো লাগে দেখতে। বলতে গেলে এটা আমার খুবই পছন্দের একটা ফুল। আমার কাছে ডালিয়া ফুলের সৌন্দর্য সব সময় অনেক বেশি ভালো লাগে দেখতে। আজকে আমি লাল এবং সাদা কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফি করেছি। এই ডালিয়া ফুলটা হচ্ছে বড় জাতের যার কারণে দেখতে একটু বেশি ভালো লাগছিল। কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম। আমি ওখান থেকে এই ডালিয়া ফুলের ফটোগ্রাফি করেছি।
জামরুল ফুলের ফটোগ্রাফি
জামরুল ফলের সাথে আমরা সবাই অনেক পরিচিত। তবে আমি আজকে করেছি জামরুল ফুলের ফটোগ্রাফি। জামরুল ফল যেমন খেতে ভালো লাগে, তেমনি ভাবে জামরুল ফুল আমার কাছে দেখতে খুব ভালো লাগে। জামরুল ফুল গুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। আমি সব সময় এই ফুল গুলো খুব পছন্দ করি দেখতে। আমাদের বাড়িতে একটা জামরুল গাছ রয়েছে। জামরুল ধরার আগে যখন পুরো গাছে ফুল ফুটেছিল, তখন আমি জামরুল ফুলের ফটোগ্রাফি করেছিলাম।
লিচুর ফটোগ্রাফি
লিচু আমাদের সবারই কিন্তু খুব পছন্দের একটা ফল। আমার কাছে লিচু খেতে অনেক বেশি পরিমাণে ভালো লাগে। লিচু খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতেও খুব ভালো লাগে। আমি আর আমার হাজব্যান্ড কয়েকদিন আগে একটা কাজে বাজারে গিয়েছিলাম। এমনিতেই এখন লিচু সিজন। আর আমার ফ্যামিলির সবাইও লিচু খেতে খুব ভালোবাসে। এই জন্য আমরা লিচু কেনার জন্য একটা লিচুর দোকানে যাই। অনেক লিচু ওখানে সাজানো ছিল। দেখে খুব ভালো লেগেছিল। ওখান থেকে নিয়ে খেতে পারব না। তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তারপর কিনে বাড়িতে চলে এসেছিলাম।
আকাশের ফটোগ্রাফি
আকাশের সৌন্দর্য উপভোগ করতে আমি সবসময় খুবই পছন্দ করি। আর আকাশের দৃশ্যটা যেরকমই হোক না কেন আমার কাছে সব সময় খুব ভালো লাগে। তবে বিকেলের পর মুহুর্তে যখন সূর্য অস্ত যাবে তখন আকাশের দৃশ্যটা খুবই দারুণ লাগে। আর ওই দৃশ্যটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগলো উপভোগ করতে। কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আমরা যখন ওখানে ঘুরাঘুরি করছিলাম, তখন আকাশের এই সুন্দর দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম।
চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি
আমার আরেকটা পছন্দের ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা। এই ফুলটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর মনোমুগ্ধকর। সব রকমের ফুল আমি অনেক বেশি ভালোবাসি দেখতে। আমার খুবই পছন্দের ফুলের লিস্টে চন্দ্রমল্লিকাও রয়েছে। চন্দ্রমল্লিকা ফুল অনেক কালারের হয়ে থাকে। এমনকি এটার কয়েকটা জাতও রয়েছে। আজকে আমি হলুদ কালারের বড় জাতের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছি। আসলে আমি কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম ঘুরতে। ওখানে গিয়ে সময় কাটানোর সময় আমি এই চন্দ্রমল্লিকা ফুল দেখে ফটোগ্রাফি করেছিলাম।
জিনিয়া ফুলের ফটোগ্রাফি
আমার আরও একটা পছন্দের ফুল হচ্ছে জিনিয়া। এই ফুলটা আমার কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। জিনিয়া ফুলেরও কয়েকটা জাত রয়েছে। অনেক জাতের জিনিয়া ফুল বড় আকারের, আবার অনেক জাতের জিনিয়া ফুলগুলো ছোট আকারের হয়ে থাকে। আমার কাছে সব রকমের জিনিয়া ফুল খুব ভালো লাগে দেখতে। আজকে আমি গোলাপি কালারের জিনিয়া ফুলের ফটোগ্রাফি করেছি। আর এটা ছিল বড় জাতের জিনিয়া ফুল। ফুলের গুলো অনেক বেশি ছিল, যার কারণে আরো ভালো লাগছিল দেখতে।
device : Redme note 9
পোস্ট বিবরণ
ডিভাইস | Redmi note 9 |
---|---|
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1935895106571415562?t=Bn0tDOnzA4gEhqYNs_kwBw&s=19
তোমার আজকের তোলা ফটোগ্রাফি গুলো যে দেখবে সেই মুগ্ধ হবে। কারণ সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে তাকিয়ে থাকার মত ছিল। যেকোনো কিছুর যদি সুন্দর ভাবে ফটোগ্রাফি করা হয় তাহলে দেখতে খুব ভালো লাগে। তুমি কিন্তু দারুণ ফটোগ্রাফি করে থাকো। প্রশংসা তো করতেই হচ্ছে।
আমার ফটোগ্রাফি দেখে প্রশংসা করার জন্য ধন্যবাদ তোমাকে।
আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে দেখতে। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ফুলের ফটোগ্রাফি গুলো। একদম মন কেড়ে নেওয়ার মতো। বেশ ভালো লাগলো এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে।
আমার ফটোগ্রাফি গুলো মন কেড়ে নেওয়ার মতো ছিল শুনে ভালো লাগলো।
https://x.com/TASonya5/status/1936047736434180136?t=RVMMqY86kZQq6PZ18_qPNg&s=19
বাহা আপু আপনি ভালোলাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। লিচুর ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার সবগুলো ফটোগ্রাফি দেখে এত সুন্দর একটা মন্তব্য করেছেন, এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।
ওয়াও আপু আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন।আমার কাছে এই রকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু।বিশেষ করে জিনিয়া ফুল ও ডালিয়া ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি সব সময় সুন্দর হয়, এটা তো ভেবেই আমার কাছে অনেক আনন্দ লাগছে।