শখের ফটোগ্রাফি পর্ব-৭০"
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- ফটোগ্রাফি
- ১৫,জুলাই ,২০২৫
- মঙ্গলবার
আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা আমার অনেক শখ ।শখের বসেই করে থাকা হয় ফটোগ্রাফি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চায় সুন্দর সুন্দর অনেক কিছুর দেখা মেলে সেগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফটোগ্রাফি করা হয় মূলত। কোন একদিন কোন এক দর্শনীয় স্থানে ঘুরতে গেলে সেখানকার পরিবেশের ছবি তুলতে বেশ ভালো লাগে। অনেকদিন আগে বিকেল বেলা ঘুরতে গিয়েছিলাম পাশের একটি এলাকাতে। সেখানে মাঠের মধ্যে আগাতেই দেখা মেলে অদ্ভুত সুন্দর গাছের।
ফটোগ্রাফি
Device : pixel 7
What's 3 Word Location :
ঢাকা শহরের অলিতে গলিতে একটু ফাঁকা জায়গায় থাকলেই অনেক ফুডকোর্টের দেখা মেলে।তেমনই আমার বাসার পাশেই এমন একটি মনোরম পরিবেশ রয়েছে। মাঝেমধ্যেই ওইখানে গিয়ে বসে বসে সময় কাটায়। আজকের সারাদিন বৃষ্টি হওয়াতে এখানে মানুষের আনাগোনা অনেক কম।
ফটোগ্রাফি
Device : pixel 7
What's 3 Word Location :
ঢাকার মধ্যে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য বিখ্যাত একটি জায়গা উত্তরা দিয়াবাড়ি। প্রতিদিন বিকেলে এখানে অনেক মানুষের আনাগোনা হয়ে থাকে। বিশেষ করে শুক্রবারে অথবা সরকারি ছুটির দিনে এখানে প্রচুর মানুষ আসে।
Device : pixel 7
What's 3 Word Location :
আকাশে প্রচুর মেঘ এই বুঝি অঝোর ধারায় নামবে বৃষ্টি। বৃষ্টি আমার বেশ ভালই লাগে বিশেষ করে বৃষ্টির দিনে বাইক নিয়ে ভিজতে ভিজতে আশেপাশের প্রকৃতি উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে।তবে এখন কর্মব্যস্ততার জন্য অনেক কিছু মিস করতে হয়।আজকে অনেক বৃষ্টি হলো চাইলেও ভিজতে পারিনি।
Device : pixel 7
What's 3 Word Location :
ছবির মাঝখানে সূর্যের কমলা আভা গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। এটি সূর্যাস্তের মুহূর্ত। চারদিকে নীরবতা হালকা ধোঁয়াশা আর মৃদু আলোয় প্রকৃতি যেন থমকে আছে। সূর্যের লাল আভা গাছের পাতায় মিলেমিশে এক অদ্ভুত আবেশ তৈরি করেছে।এই দৃশ্য দেখে মনে হয়, প্রকৃতি যেন নিজেই নিজের ছবি এঁকেছে।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি এবং একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
</div
এই ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে আর ইচ্ছে করেনা। ইচ্ছে করে শুধু এক নজরে তাকিয়ে থাকি ফটোগ্রাফি গুলোর দিকে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। যেগুলো আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফটোগ্রাফি যেমন শেয়ার করেছেন, তেমনি বর্ণনা ও শেয়ার করেছেন। যার কারণে এগুলো সম্পর্কে অনেক ধারণা নিতে পারলাম।