বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা পোস্টের ফটোগ্রাফিটি হলো বট গাছের বনসাই এর ফটোগ্রাফি। আমি এর আগেও একটি ব্লগে বট গাছের ভিন্ন একটি বনসাইয়ের ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করেছি। সাধারণত বটগাছ তার বিস্তৃত ছায়া,দীর্ঘজীবন এবং ঝুলন্ত শিকড়ের জন্য বিখ্যাত হয়ে থাকে। কিন্তু দক্ষ শিল্পীর হাতে তার পরিচর্যায় সীমিত পাত্রে এই বটগাছ বেড়ে উঠেও এর অনন্য সৌন্দর্য তুলে ধরেছে। আমার আজকের শেয়ার করা বনসাই করা এই বট গাছটি ছয় বছরের পুরনো। এই গাছটি স্বাভাবিকভাবে বেড়ে উঠলে ছয় বছরে অনেক বড় হত। কিন্তু বনসাই এর জন্য গাছটি দেখতে ছোট মনে হলেও এই গাছটির আকার আকৃতি এবং গঠনের দিক দিয়ে গাছটিকে বড় মনে হচ্ছে। এই বটগাছের বনসাই এর শিকড় গুলো যেন মাটির উপরে ছড়িয়ে থাকা জীবনের শিরা-উপশিরা, যা দৃঢ়তা ও স্থায়িত্বের প্রতীক। একটি গাছের বনসাই তৈরির জন্য বছরের পর বছর ধরে ধৈর্য ও নিয়মিত ছাটাই,জল দেওয়া ও যত্নের প্রয়োজন হয়। আর আমার শেয়ার করা আজকের এই বট গাছের বনসাই এর ছবিগুলো সেই যত্নেরই প্রমাণ। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই বট গাছের বনসাই এর ফটোগ্রাফি আমি একটি বৃক্ষ মেলা থেকে করেছি। সেখানে বিভিন্ন ধরনের বনসাই করা গাছ ছিল। আমি গত একটি ব্লগে একটি ভিন্ন ধরনের বট গাছের বনসাই এর ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আজকের ব্লগে আরেকটি ভিন্ন ধরনের বটগাছের বনসাই এর ফটোগ্রাফি শেয়ার করলাম। এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন বনসাই করা গাছ ছিল। এই গাছগুলোর ফটোগ্রাফিও আমি করেছি। সেই ফটোগ্রাফি গুলো অন্য আরেকটি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের শেয়ার করা বট গাছের বনসাই এর ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।




🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার কাছ থেকে এই বট গাছের বনসাই দেখে বেশ ভালই লাগলো৷ এটি অনেক আগে দেখেছিলাম এবং আজকে অনেকদিন পর আপনার কাছ থেকে এটিকে দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এটি আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফির মধ্য দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷