সন্ধ্যামালতী ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা ফুলের ফটোগ্রাফিটি হলো সন্ধ্যামালতী ফুলের ফটোগ্রাফি এবং আমার শেয়ার করা এই ফুলটির কালার ছিল গোলাপি কালার। সন্ধ্যামালতী ফুলের আরও বিভিন্ন নাম রয়েছে। যেমন সন্ধ্যামনি, কৃষ্ণকলি, সকাল সন্ধ্যা বিভিন্ন অঞ্চল ভেদে এই গাছকে এসব বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। এই সন্ধ্যামালতী ফুলের বেশ অনেকগুলো কালার হয়ে থাকে। যেমন- হালকা হলুদ, লাল, ম্যজেন্ডা, গোলাপী, সাদা ইত্যাদি। একেক গাছে একেক রঙ্গের ফুল হয়ে থাকে। তবে একটি মজার বিষয় হলো একটি সন্ধ্যামালতী গাছে একসাথে বেশ কয়েকটি কালারের ফুল হয়ে থাকে। যদিও আমার আজকে শেয়ার করা গাছটিতে একই কালারের ফুল ছিল। তবে অনেক সময় হয়ে থাকে একটি গাছে বেশ কয়েকটি কালারের ফুল। সন্ধ্যামালতী আমাদের অতি পরিচিত একটি ফুল গাছ। প্রায় কমবেশি সব বাড়িতেই এই গাছ দেখা যায়। তবে গ্রামের বাড়িগুলোতে সব থেকে বেশি এই গাছ দেখা যায়। বাড়ির উঠোনে, বারান্দায়, রাস্তার ধারে কিংবা বাড়ির প্রবেশপথে এই কাজগুলো সচরাচর দেখা যায়। এই সন্ধ্যামালতী গাছের বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না। কোন যত্ন ছাড়াই রোদ যুক্ত এবং হালকা ছায়াযুক্ত জায়গায় এই গাছ খুব সহজে বেড়ে ওঠে। এই গাছে একসাথে অনেকগুলো ফুল ধরে। সারা বছরে এই গাছে ফুল ফুটে থাকে।তবে বর্ষা এবং শরৎকালে সবথেকে বেশি ফুল ফোটে। সন্ধ্যা মালতী ফুল গাছের ফুল থেকে আবার বীজ হয়ে প্রথমে বীজের রং থাকে হলদে সবুজ রঙ্গের। আবার কিছুদিন পর পরিপক্ক হয়ে গেলে বীজের রং হয় কালো। এই ফুলের বীজগুলো দেখতে গোলাকার ও কুঁচকানো। এই সন্ধ্যামালতী ফুল গিছের রয়েছে অনেক ঔষধি গুনাগুন। সন্ধ্যামালতী ফুল শুধু সৌন্দর্য নয়। আমাদের পুজোতেও এই ফুলের ব্যবহার করা হয়ে থাকে। যাইহোক, আমার শেয়ার করা আজকের এই সন্ধ্যামালতী ফুলের ফটোগ্রাফি আমি আমার বাড়ির সামনে থেকে করেছি। বাড়ির সামনে সন্ধ্যামালতী ফুল গাছগুলোতে বেশ অনেক ফুল ধরে ছিল। আর গোলাপি রঙের এই ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তাই আমি এই ফুলগুলোর কিছু ফটোগ্রাফি করে নেই তখন। আর আমার তোলা সেই সন্ধ্যামালতী ফুলের ফটোগ্রাফি আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250715_181859.jpg

IMG_20250715_181851.jpg

IMG_20250715_181837.jpg

IMG_20250715_181839.jpg

IMG_20250715_181859_1.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

সন্ধ্যামালতী ফুল খুবই সুন্দর এবং জনপ্রিয় একটি ফুল। আমরা তো এটাকে সকাল সন্ধ্যা ফুল বলে ডাকি। আসলেই অযত্নে বেড়ে ওঠার পরেও সে এতটা সুন্দর। সন্ধ্যা মালতী ফুলকে আলাদা করে যত্ন করার প্রয়োজন হয় না। এই ফুল একাই যত্নের সহিত তো আমাদেরকে সৌন্দর্য প্রদান করে। সন্ধ্যা মালতি ফুলের সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো দাদা। আপনাকে ধন্যবাদ জানাই।

 3 days ago 

একদমই ঠিক বলেছেন দাদা সন্ধ্যামালতী ফুলের বিশেষ কোন যত্নের প্রয়োজন হয় না। সন্ধ্যামালতী ফুলে আমার অনেক পছন্দের ফুল। কয়েক কালারের ফুল হয়ে থাকে এই সন্ধ্যামালতী ফুল।আপনার ফুলের ফটোগ্রাফি টি খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 days ago 

বাহ্ আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু সন্ধ্যামালতী ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার এই সন্ধ্যামালতী ফুলের ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

সুন্দর লাগছে সন্ধ্যামালতী ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে। আমার ভীষণ সুন্দর লাগে এই ফুলগুলি দেখতে। সুন্দর করে আপনি বর্ণনা করেছেন সন্ধ্যামালতী ফুল সম্পর্কে। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে এবং এমন সুন্দর ফটোগ্রাফি দেখে।