বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ7 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফটোগ্রাফি মূলক একটি পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো ক্যাকটাস গাছের ফটোগ্রাফি। ফটোগ্রাফির প্রত্যেকটি টবে ভিন্ন ভিন্ন আকৃতির ক্যাকটাস গাছ রয়েছে। প্রত্যেকটি গাছের ভিন্ন ভিন্ন রংয়ের বৈচিত্র ও প্রত্যেকটি গাছের আকৃতির ভিন্নতার কারণে পুরো দৃশ্যটি হয়ে উঠেছে মনোমুগ্ধকর। ভিন্ন ভিন্ন কালারের টবে ভিন্ন ভিন্ন আকৃতির এই ক্যাকটাস গাছগুলো যেন এই ছবির সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এই ক্যাকটাস গাছের তেমন কোন যত্নের প্রয়োজন হয় না। অল্প পরিমাণ জল পেলেই দিব্যি বেঁচে থাকতে পারে এই গাছগুলো। এমনকি সূর্যালোকেও দিব্যি ভাবে টিকে থাকে এই গাছগুলো। এই গাছগুলো আমাদের ঘরের সাজসজ্জায় একটি প্রকৃতির ছোঁয়া যোগ করে এবং আমাদের চারপাশের পরিবেশকে আরও সতেজ রাখতে সাহায্য করে। এখানে ফটোগ্রাফির কিছু কিছু ক্যাকটাস গেছে ফুলের কুড়ি এসেছে। সবুজ ক্যাকটাস গাছগুলোর মধ্যে লাল সাদা বিভিন্ন রঙের ফুলগুলো যখন ফোটে, তা যেন প্রকৃতির এক অমূল্য উপহার হয়ে ওঠে। আবার কিছু কিছু ক্যাকটাস গাছ তার আকৃতির সৌন্দর্যে করে তোলে নিজেকে মনোমুগ্ধকর। যাইহোক, আমার আজকে শেয়ার করা এই ক্যাকটাস গাছের ফটোগ্রাফি আমি একটি নার্সারি থেকে করেছি। গতকাল আমার এক বন্ধুর সাথে গেছিলাম নার্সারিতে। সে তার বাড়ির জন্য কিছু গাছ কিনতে যাবে বলে তার সাথে আমাকেও যেতে বলেছিল। সেজন্যে কালকে একটি নার্সারিতে গেছিলাম দুই বন্ধু মিলে। সে তার বাড়ির ছাদ বাগানের জন্য কিছু গাছ কেনে। সেখানেই এই বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছের সমারোহ দেখতে পাই। গাছগুলো দেখে আমি কিছু গাছ কিনতে চেয়েছিলাম। কিন্তু গাছগুলোর দাম তুলনামূলক একটু বেশি ছিল। সেজন্যে আর গাছগুলো কেনা হয়নি। কিন্তু আমি এর কিছু ফটোগ্রাফি করে নেই। আর যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250714_181419_2.jpg

IMG_20250714_181420_1.jpg

IMG_20250714_181419.jpg

IMG_20250714_181420.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

সত্যি কথা বলতে ক্যাকটাস গাছ আমার খুব একটা পছন্দ নয়। কারণ এই গাছে অনেক বেশি কাটা থাকে। তবুও এক ধরনের সৌন্দর্য আছে এই ক্যাকটাস গাছে। বেশ ভালো লাগলো আজকের আপনার পোস্টটি পড়ে এবং এত সুন্দর কিছু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি দেখে ধন্যবাদ।

 6 days ago 

আপনি দেখছি খুব চমৎকার ভাবে ক্যাকটাস গাছের ফটোগ্রাফি করেছেন। তবে নার্সারি বাগানে গেলে এ ধরনের গাছগুলো একসাথে অনেক দেখা যায়। যাইহোক দুই বন্ধু মিলে গাছ কিনতে গিয়ে চমৎকার ক্যাকটাস গাছের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।