বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফটোগ্রাফি মূলক একটি পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা পোস্টটি হলো জারবেরা ফুলের ফটোগ্রাফি মূলক একটি পোস্ট। জারবেরা ফুল গুলোর তার উজ্জ্বল রং এর জন্য দেখতে অপরূপ সুন্দর লাগে। এই ফুলের কালার গুলো সত্যি খুব অসাধারণ লাগে দেখতে। ফুলগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে যেমন হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা, মেরুন, গাঢ় গোলাপী, বেগুনি সহ ইত্যাদি আরও ভিন্ন ভিন্ন কালারের হয়ে থাকে। আর এই ফুলগুলোর প্রত্যেকটি কালার থেকে প্রত্যেকটি কালার দেখতে অনেক সুন্দর লাগে। মনে হয় যেন প্রত্যেকটি ফুলের রং আলাদা আলাদা বার্তা প্রকাশ করে। আমার আজকে শেয়ার করা এই জারবেরা ফুলের কালার হলো হলুদ কালার। যা তোমরা ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছ।এই ফুলগুলো সাধারণত বাগান ফুলের তোড়া মেয়েদের মাথার খোপার জন্য ব্যবহার করে থাকে এবং বিভিন্ন অলংকার তৈরীর কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই ফুলটিকে অনেকে আফ্রিকান ডেইজি ট্রান্সভাল ডেইজি নামেও চেনে। জারবেরা ফুল শীতকালে সবথেকে বেশি ফোটে। তবে এর সঠিক মত পরিচর্যা নিলে সারা বছরই এই গাছ থেকে ফুল হয়। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই জারবেরা ফুলের ফটোগ্রাফি আমি একটি পার্ক থেকে করেছি। এই ফটোগ্রাফি গুলো আমার অনেক আগের করা। তাই ঠিক মনে নেই কোন পার্ক থেকে করেছি। পার্কের নামটি ঠিক মনে করতে পারছি না। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ফুলের ফটোগ্রাফি গুলো পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তাহলে আমার শেয়ার করা আজকের এই জারবেরা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।




🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


জারবেরা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। দারুন ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
জারবেরা ফুলের নাম আপনার পোষ্টের মাধ্যমে প্রথম জানতে পারলাম। আগে কখনো এমন ফুলের নাম শুনিনি। তবে এই ফুল অনেক পরিচিত। বেশ ভালো লাগলো এমন সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে এবং আপনার পোস্ট পড়ে ধন্যবাদ।
এই ফুল আমার ভীষণ ভালো লাগে। তবে এই ফুলের নাম আমি আগে জানতাম না আপনার এই পোষ্টের মাধ্যমে জানতে পেরে বেশ ভালো লাগলো। ভীষণ সুন্দর দেখতে হয় ফুলগুলো। ধন্যবাদ এই সম্পর্কে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।