রঙ্গন ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফটোগ্রাফি মুলক একটি পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা পোস্টটি হলো একটি ফুলের ফটোগ্রাফি মূলক পোস্ট। আর এই ফুলটির নাম হলো রঙ্গন ফুল। এই ফুলটি আমাদের দেশে অতি পরিচিত একটি ফুল। এই ফুলটির আরও অনেক নাম রয়েছে যেমন রক্তরঙ্গন, জংলি জবা, কৃষ্ণচূড়া ফুলঝুরি সহ ইত্যাদি আরও অনেক নাম রয়েছে এই ফুলের। বিভিন্ন অঞ্চল ভেদে এই ফুলকে এসব বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। এই রঙ্গন ফুল সব থেকে বেশি ফোঁটে বসন্ত থেকে বর্ষাকাল পর্যন্ত। এই ছাড়া সারা বছরই এই ফুল এমনিও ফুটে থাকে। সূর্যের আলো ফেলে এই ফুল আরও ঘন হয়ে ফোটে। রঙ্গন ফুল গুলো বিভিন্ন কালারের হয়ে থাকে যেমন লাল, কমলা, হলুদ, গোলাপি ,সাদা ও ক্রিম কালারের। আমার আজকের শেয়ার করা রঙ্গন ফুলটি লাল কালারের ছিল। কিন্তু ক্যামেরার ইফেক্টার কারণে হয়তো ফুলটি লালচে কমলার রঙের দেখতে লাগছে। তবে ফুলটি সামনে থেকে দেখতে একদম টকটকে লাল রঙের ছিল। এই রঙ্গন ফুলের অনেক ঔষধি গুনাগুন রয়েছে। ফুল ফুলের পাতা সব কিছুরই ব্যবহার করা হয়ে থাকে ঔষধি নানা কাজে। সৌন্দর্য বর্ধনের জন্য এই ফুল গাছ পার্কে বাড়ির সামনে ছাদে এমনকি রাস্তা দিয়েও এই গাছ দেখতে পাওয়া যায়। যাইহোক,আমার আজকের শেয়ার করা এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমি একটি পার্ক থেকে করেছি। পার্কের ধার দিয়ে সারি সারি এই রঙ্গন ফুলের গাছ ছিল। যা দেখতে অপরূপ সুন্দর লাগছিল কারন প্রত্যেকটি গাছে ফুলে ফুলে ভরা ছিল। তাহলে আমার শেয়ার করা পার্ক থেকে তোলা রঙ্গল ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250714_173030_1.jpg

IMG_20250714_173046.jpg

IMG_20250714_173047.jpg

IMG_20250714_173038_1.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  
 15 hours ago 

ওয়াও আপনি তো দারুন দারুন রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।রঙ্গন ফুল আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে।আপনি দারুন দারুন কিছু রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 13 hours ago 

রঙ্গন ফুল আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে এই ফুলগুলো অনেক জায়গাতে দেখা যায়। ধন্যবাদ পার্ক থেকে রঙ্গন ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।