বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফিটি একটি ফুলের দোকান থেকে করা বিভিন্ন ফুলের কিছু ফটোগ্রাফি। ফুল হচ্ছে প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। ফুল ভালোবাসো না এমন মানুষ খুব কমই আছে। তেমনি প্রত্যেকটি ফুলের পিছনে লুকিয়ে থাকে নানা গল্প ও অনুভূতি। দোকানে থাকা এই গোলাপগুলো যেন প্রেমের এক অনন্ত প্রতীক। আমার শেয়ার করা আজকের এই দোকানের ফটোগ্রাফিগুলোতে দেখা যাচ্ছে দুটি ভিন্ন কালারের গাঁদা ফুল, গোলাপ, রজনীগন্ধা ও জারবেরা ফুল। এ দোকানটিতে সাজানো ফুলের থরে থরে এমন এক মুগ্ধতা কাজ করছিল। মনে হচ্ছিল যেন এক মুহূর্তের জন্য হারিয়ে গেছিলাম রংয়ের স্বর্গে। এখানে লাল,গোলাপি, হলুদ বিভিন্ন ধরনের গোলাপ ফুল, ভিন্ন ভিন্ন কালারের গাঁদা ও জারবেরা ফুল ছিল। ফুলের সৌন্দর্য ও সুগন্ধে মনে হচ্ছিল যেন সৌন্দর্য আর শান্তির এক মিলনমেলা। মনে হচ্ছিল যেন এখান থেকে কেবল মানুষ ফুলই কিনতে আসি না আমরা বরং নিয়ে আসি অনুভব, স্মৃতি এবং ভালোবাসার এক টুকরো। আমার ব্যক্তিগতভাবে হলুদ ও লাল রঙের গোলাপ এবং রজনীগন্ধা ফুল এগুলো খুবই প্রিয়। রজনীগন্ধা ফুলের মিষ্টি সুগন্ধ যেন মনকে ভালো করে দেয়। দিনের বেলা যদিও এই ফুলের সুগন্ধ থাকে না। কিন্তু রাতের বেলায় এই ফুলের সুগন্ধে মনে আসে এক অন্যরকম প্রশান্তি। যাইহোক, গত সপ্তাহে আমি এই দোকানে গেছিলাম কিছু ফুল কেনার জন্য। পূজোর জন্য কিছু ফুলের প্রয়োজন ছিল। তাই মা আমাকে এই দোকানে কিছু গাঁদা ফুল ও রজনীগন্ধা ফুল কিনতে পাঠিয়েছিল। তাই আমি সেদিন এই দোকান থেকে কিছু গাঁদা ও রজনীগন্ধা ফুল কিনে নিয়ে আসি। তখন এই দোকানে থাকা এসব বিভিন্ন ধরনের ফুল দেখে আমি সেখানে কিছু ফটোগ্রাফি করে নেই। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।




🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
সব সময় আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে আসছি৷ আজকেও আপনি এই ফুলের দোকান থেকে যেভাবে এত চমৎকার ফটোগ্রাফি করে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে যে ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন তা একেবারে চমৎকারভাবে শেয়ার করেছেন৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে৷
আপনি দেখছি পূজোর জন্য ফুল কিনতে গিয়ে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে ফুল দোকানে গেলে বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। আর ওই সময় মন চায় সবগুলো ফুল কিনে নিয়ে আসতে। ধন্যবাদ ফুলের দোকান থেকে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য।