বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফটোগ্রাফি মূলক একটি পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা পোস্টটি হলো পাতাবাহার গাছের ফটোগ্রাফি মূলক একটি পোস্ট। পাতাবাহার গাছের নামের মধ্যেই রয়েছে এর সৌন্দর্যের পরিচয়। এই গাছের শুধুমাত্র ফুল নয় পাতার রঙের বৈচিত্র্য দিয়েই সবাইকে মুগ্ধ করে। পাতাবাহার গাছের পাতাগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে কখনো সবুজ হলুদ, লাল সবুজ, বা কখনো বেগুনি হলুদ এসব বিভিন্ন রঙের পাতা। প্রত্যেকটি পাতা ভিন্ন ভিন্ন রং ও ডিজাইনের হয়ে থাকে। কোন বাবার সাথে কোন পাতার ডিজাইন এর মিল থাকে না। যা দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই গাছের পাতাগুলো সরু কিংবা চওড়া বিভিন্ন আকৃতির হয়ে থাকে। যা গাছটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এই পাতাবাহার মূলত শোভাময় গাছ যা ঘর, বারান্দা, পার্ক, বাগান কিংবা অফিসে রাখার জন্য উপযুক্ত। এই গাছ গুলোতে নিয়মিত জল বা সামান্য যত্নেই অনেকদিন পর্যন্ত টিকে থাকতে পারে। খুব বেশি রোদের প্রয়োজন হয় না সামান্য আলোতেই সুন্দরভাবে টিকে থাকতে পারে। এই পাতাবাহার শুধু একটি গাছ নয় এই গাছগুলো আমাদের চারপাশের পরিবেশকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। যাইহোক, আমার আজকের শেয়ার করা পাতাবাহার গাছের ফটোগ্রাফি আমি একটি পার্ক থেকে করেছি। পাতাবাহার গাছটির কালার ছিল সবুজ হলুদ কালারের। গাছের পাতাগুলো অনেক ঝোপালো ছিল। যার কারণে গাছটি দেখতে অনেক সুন্দর লাগছিল। তাই সেই সময় আমি এর কিছু ফটোগ্রাফি করে নেই। আর যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা আজকের এই পাতাবাহার গাছের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।




🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


আজকে আপনি খুব সুন্দর করে পাতাবাহার গাছের ফটোগ্রাফি করেছেন। এই গাছগুলোর পাতা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আসলে কিছু কিছু পাতাবাহার গাছ আছে যেগুলো পরিবেশ ও সুন্দর করে। আর আপনি চমৎকারভাবে পাতাবাহার গাছের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।