বন্ধুরা আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফটোগ্রাফি মূলক একটি পোস্ট শেয়ার করব। আমি প্রত্যেকদিনই তোমাদের সাথে কোন না কোন ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করে থাকি। প্রাকৃতিক পরিবেশ, গাছপালা ফুল ফল থেকে শুরু করে প্রতিনিয়ত চলার পথে যাই দেখি না কেন তোমাদের সাথে শেয়ার করে থাকি। তবে বেশিরভাগই ফুল গাছের ফটোগ্রাফি শেয়ার করা হয়ে থাকে। তেমনি আজকে একটি ফুল গাছের ফটোগ্রাফি শেয়ার করেছি। আজকের এই ফুল গাছটির নাম হলো দোপাটি ফুল।দোপাটি ফুলের বিভিন্ন নাম রয়েছে। যেমন বালসাম ফুল,গার্ডেন বালসাম,টাচ-মি-নট কারণ এর ফল আঙুলে ছুঁলেই ফেটে বীজ ছড়িয়ে যায়,রোজ বালসাম,লেডিস স্লিপার,জলবেগুনি বাংলার গ্রামাঞ্চলে অনেকে এ নামেও ডাকে। এই দোপাটি ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে যেমন লাল, বেগুনি, সাদা, গোলাপি ,কমলা, হালকা বেগুনি ইত্যাদি আরও বিভিন্ন কালারের হয়ে থাকে। এই দোপাটি ফুল সারা বছর পাওয়া গেলেও শরৎকাল থেকে বর্ষাকাল সবথেকে বেশি ফুল ফুটে থাকে। তবে ফুল গাছের যত্ন নিলে শীতকালেও এই ফুল পর্যাপ্ত পরিমাণে ফোটানো সম্ভব। দোপাটি ফুল গ্রাম বাংলা থেকে শুরু করে শহরের টবের শোভা সব জায়গাতেই এ দোপাটি ফুল তার রঙিন সৌন্দর্যে সকলের মন কেড়ে নেয়। এই দোপাটি ফুল যে শুধু দেখতে সুন্দর তা নয় এর রয়েছে অনেক ঔষধি গুনাগুন। এই দোপাটি ফুল ও ফুলের পাতা ক্ষত সারাতে সাহায্য করে। দোপাটি ফুল ও এই গাছের পাতার রস বিভিন্ন ত্বকের সমস্যা দূর করে যেমন ফোড়া, ফুসকুড়ি চুলকানি ইত্যাদি। যাইহোক, এই দোপাটি ফুলের ফটোগ্রাফি আমি আমার এক আত্মীয়ের বাড়ির উঠোন থেকে করেছি। বেশ কয়েক মাস আগে গ্রামে আমি আমার এক আত্মীয়ের বাড়ি গেছিলাম। তাদের বাড়ির উঠোন জুড়ে রয়েছে এই দোপাটি ফুলগাছ। আর গাছে ধরে রয়েছে অসংখ্য অসংখ্য ফুল। সেখান থেকেই মূলত আমি ফটোগ্রাফি করি। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা আজকের এই দোপাটি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।





🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


দোপাটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ভাই। দেখে খুবই ভালো লেগেছে ভাই। ধন্যবাদ আপনাকে।
আপনার শেয়ার করা এই দোপাটি ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেভাবে অসাধারণ দেখা যাচ্ছে৷ তার পাশাপাশি এখানে এই ফটোগ্রাফিগুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনা শেয়ার করেছেন৷