করমচা গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ5 hours ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো করমচা গাছের ফটোগ্রাফি। এটি এমন কোন অপরিচিত গাছ নয় আমাদের কম বেশি সকলেরই পরিচিত একটি গাছ। গ্রীষ্ম, বর্ষাকালে গাছে এরকম লাল লাল করমচা ধরে থাকে। এই ফলগুলো ছোট ছোট টক মিষ্টি ফল হয়ে থাকে। করমচা ফল শুধু স্বাদে নয় গুণেও ভরপুর। করমচাতে রয়েছে ভিটামিন সি,অ্যান্টিঅক্সিডেন্ট, এবং হজম শক্তি বৃদ্ধিকারী উপাদান। এই করমচা ফল দিয়ে বাজারে চেরি ফল তৈরি করে চেরি ফল হিসেবে বিক্রি করা হয়। যদিও এগুলোকে চেরি ফল বলা হয় না চেরি ফল সেটি অন্য আরেকটি ফল। কিন্তু বাজারে এগুলোই চেরি ফল হিসেবে বিক্রি করা হয়ে থাকে। এছাড়াও এই ফল দিয়ে আচার, জেলি ,চাটনি এমনকি পানীয় তৈরি করা হয়ে থাকে। কাঁচা করমচা গুলো খেতে টক হয়ে থাকলেও পাকা করমচা গুলো খেতে টক মিষ্টি এক অনন্য স্বাদ হয়ে থাকে। এই করমচা গাছের সৌন্দর্য কম নয়। করমচা গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে অসংখ্য করমচা ধরে থাকে। যা দেখতেও অসম্ভব সুন্দর লাগে। করমচা গুলো কাঁচা অবস্থায় সবুজ ও লাল রং মিশ্রিত হয়ে থাকে। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই করমচা গাছের ফটোগ্রাফি আমি আমার বন্ধুর বাড়ির ছাদবাগান থেকে করেছি। তার বাড়ির ছাদে সেই করমচা গাছটি নাকি এক বছর আগে লাগিয়েছিল। গাছটিতে প্রচুর পরিমাণে করমচা ধরে থাকে। সেদিন আমরা এই করমচা গাছ থেকে পেড়ে এই করমচার মাথা করেও খেয়েছিলাম। যা খেতে অনেক লোভনীয় হয়েছিল। গাছ থেকে করমচা পারতে গিয়ে সেখান থেকে আমি কিছু ফটোগ্রাফি করেছিলাম। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250714_180021.jpg

IMG_20250714_180020.jpg

IMG_20250714_180031.jpg

IMG_20250714_180031_1.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 hours ago 

আজ দারুন পরিচিত একটি ফল দেখলাম। আমার কাছে আপনার ফটোগ্রাফি বেশ দারুন লেগেছে। সব মিলিয়ে আপনি সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন।

 4 hours ago 

এই ফলটাকে আমাদের এখানে করণচা বলে অভিহিত করে। আবার সকলের কাছেই বেশ প্রিয় একটি ফল। তবে আপনি ফটোগ্রাফিতে ফল এবং গাছ দুটোই দেখিয়েছেন। আশা করি যারা এই গাছটিকে এবং এই ফলটিকে চেনে না তাদের জন্য উপকারী হবে।