নৌকায় উঠে হাঁসের মাংস আর রুটি ভোজন -
এইতো সেদিন আমরা ৯ জন গিয়েছিলাম পদ্মা নদীতে একটুখানি সুন্দর সময় কাটাতে। লোভনীয় একটি খাবারের আয়োজনও ছিল। হাঁসের মাংস ভুনা সাথে চালের রুটি। এক হাঁড়ি হাঁসের মাংস নিয়ে উঠেছিলাম আমরা নৌকায়।
সবাই ভীষণ মজা করে খেয়েছে। মাংসের পরিমাণটা ছিল যথেষ্ট। নৌকা ভেসে চলেছে নদীর পানির উপর দিয়ে। এর আগে একবার আমরা এরকম নৌকার উপর খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু সেবার খেয়েছিলাম খিচুড়ি। এবার একটু আলাদা কিছু খাওয়ার চিন্তা থেকেই এই হাঁসের মাংস আর রুটির আইডিয়াটা এসেছিল মাথায়। যদিও শীতের সময় হাঁসের মাংসটা একটু বেশি ভালো লাগে তবুও সেদিন ভালোলাগায় কোন কমতি ছিল না।
তৃপ্তি সহকারে খেয়ে সবাই এবার প্রস্তুতি নিচ্ছে একটুখানি মিষ্টিমুখ করার। সবার জন্য এক কাপ করে ফিরনি আনা হয়েছিল। একটুখানি ভারী খাবারের পর মিষ্টিমুখ করলে ফিনিশিংটাও দারুন হয়।
বিকেলের রক্তিম সূর্য যখন ধীরে ধীরে অস্ত যেতে থাকে, তখন আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে এক অপূর্ব রঙের খেলা। সেই মুহূর্তে পাখিরা ডানা মেলে উড়ে চলেছে নিজ নিজ বাসার পথে, আর নদীর বুকে নৌকাগুলো ঢেউ কেটে ছন্দময় ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে সামনে।
সন্ধ্যার নরম হাওয়ায় সবাই যেন একসাথে প্রশান্তির নিঃশ্বাস ফেলে, আল্লাহর দেয়া এই অপরূপ দৃশ্য উপভোগ করছে। আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে দিন শেষের এই মুহূর্তটুকু মনে গেঁথে রাখার মতো এক শান্ত, সুন্দর এবং অনিন্দ্যসুন্দর অভিজ্ঞতা হয়ে রইল।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

বাহ চমৎকার একটি পার্টি করেছেন। নৌকা ভ্রমনের সাথে হাঁসের মাংস দিয়ে রুটি। পানির উপর নৌকা উপরে আপনারা মজা করে পার্টি করলেন আর প্রকৃতির সুন্দর্য উপভোগ করলেন। আমাদের দিকে নদী নাই। থাকলে এমন একটি পার্টি করতাম। ধন্যবাদ।
কয়েকজন একসাথে নৌকা দিয়ে ঘুরতে এবং মজার মজার খাবার খেতে সত্যিই খুব ভালো লাগে। চালের রুটি এবং হাঁসের মাংসের কম্বিনেশনটা জাস্ট অসাধারণ ছিলো। সবমিলিয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন আপনারা। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দারুন একটা সময় ছিল সেই সাথে খাওয়া দাওয়ার মেনুটা এত ভাল ছিল যেটা ভাবতেই মজা লাগছে আবার এরকম হলে বেশ ভালো হয়।
💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project
@tipu curate
Upvoted 👌 (Mana: 6/8) Get profit votes with @tipU :)