🌳টবে মরিচ গাছের চারা রোপন🌳 || আমার বাংলা ব্লগ // @shopon700 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।



হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩বাংলাদেশ থেকে। আমি গাছ রোপন করতে খুবই ভালোবাসি। আজ আমি টবে মরিচ গাছের চারা রোপন করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গাছ লাগাতে অনেকেই খুব পছন্দ করেন। অনেকে শখের বশে বিভিন্ন ধরনের গাছ রোপন করেন। আমিও বিভিন্ন ধরনের চারা গাছ টবে রোপন করতে পছন্দ করি। তাই আমি আমার টবে গাছ লাগানোর কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।



টবে মরিচ🌶️ গাছের চারা রোপন:

IMG20210828163115.jpg
Cemera: Oppo-A12.



ছোট ছোট চারা গাছ রোপন করতে আমার অনেক ভালো লাগে। এই ছোট ছোট চারা গাছগুলো একদিন বড় হবে এবং আমাদেরকে ফলন দিবে। আমি আমার পছন্দের মরিচ গাছ টবে রোপন করেছি। এই মরিচ গাছ বড় হয়ে মরিচ ধরবে। এর ফলে আমি আমার মরিচ গাছ থেকে পাবো টাটকা মরিচ।



টবে মরিচ গাছের চারা রোপনের ধাপসমূহ:

🌳ধাপ-1️⃣

IMG20210828160319.jpg
Cemera: Oppo-A12.

IMG20210828160729.jpg
Cemera: Oppo-A12.



প্রথমে আমি মাটিতে গোবর সার ও জৈব সার মিশিয়ে নিয়েছি। এজন্য আমি বেশিক্ষণ সময় ধরে মাটির সাথে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি সেই মাটিগুলো টবের মধ্যে ভরে নিয়েছি। আমি যেহেতু বিভিন্ন ধরনের গাছ টবে রোপন করি তাই আমি গোবর সার পূর্বেই তৈরি করে রেখেছিলাম। আমি টবে মাটি ভরাট সময় টবের ছিদ্রগুলোর উপর কয়েকটি ইটের টুকরো দিয়েছি। ইটের টুকরো দেওয়ার ফলে টবের ছিদ্রগুলো দিয়ে টবে জমে থাকা পানি সহজেই বের হয়ে যেতে পারবে। গাছের গোড়া পচে যাওয়ার হাত থেকে রক্ষা করতে টবের ছিদ্রগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



🌳ধাপ-2️⃣

IMG20210828163151.jpg
Cemera: Oppo-A12.

IMG20210828163228.jpg
Cemera: Oppo-A12.



টবে মাটি ভরাট হয়ে গেলে আমি মরিচ গাছের ছোট চারাটি টবের মাঝখানে বসিয়ে দিয়েছি। এরপর আমি খুব সাবধানতার সাথে গাছের গোড়ার চারপাশে মাটি দিয়েছি।



🌳ধাপ-3️⃣

IMG20210828163241.jpg
Cemera: Oppo-A12.

IMG20210828163321.jpg
Cemera: Oppo-A12.



এরপর আমি গাছের গোড়ায় হাত দিয়ে চাপ দিয়েছি। এরপর পুনরায় গাছের গোড়ায় মাটি দিয়েছি। গাছের গোড়ায় চাপ দেওয়ার পরে যে গর্ত তৈরি হয়েছে আমি সেখানে পুনরায় মাটি দিয়ে পূরণ করে দিয়েছি। গাছের গোড়ার মাটিতে ভালোভাবে চাপ প্রয়োগ না করলে বৃষ্টির পানি জমে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে।



🌳ধাপ-4️⃣

IMG20210828163402.jpg
Cemera: Ojppo-A12.

IMG20210828163452.jpg
Cemera: Oppo-A12.



এরপর গাছের গোড়ার মাটি খুব ভালোভাবে সমান করে দিয়েছে। এখানে খুব সাবধানতার সাথে কাজ করেছি। মরিচের গাছের চারাটি খুব ছোট হওয়ায় আমাকে খুব সাবধানতা অবলম্বন করতে হয়েছিল। তাই আমি খুব সাবধানে গাছের গোড়ার মাটি সমান করে দিয়েছি।



🌳ধাপ-5️⃣

IMG20210828163526.jpg
Cemera: Oppo-A12.

IMG20210828163629.jpg
Cemera: Oppo-A12.



গাছটির কান্ড খুবই নরম এবং প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করতে আমি গাছের গোড়ায় একটি ছোট বাঁশের খুঁটি দিয়েছি। এই ছোট খুঁটি গাছটিকে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করবে।



🌳শেষ ধাপ🌳

IMG20210828163836.jpg
Cemera: Oppo-A12.

IMG20210828164053.jpg
Cemera: Oppo-A12.



এরপর আমি গাছটিকে একটি সুতার সাহায্যে খুঁটির সাথে বেঁধে দিয়েছে। গাছের খুঁটি গাছকে সোজাভাবে দাঁড়িয়ে রাখার জন্য খুবই প্রয়োজনীয় কারণ নতুন চারা মাটির সাথে আলগাভাবে থাকে। তাই আমি খুব সাবধানে সুতার সাহায্যে খুঁটির সাথে গাছ বেঁধে দিয়েছি। টবের মাটি ভেজা থাকায় আমি গাছের গোড়ায় পানি প্রয়োগ করিনি। তবে টবের মাটি শুকনো থাকলে অবশ্যই রোপন শেষে গাছের গোড়ায় পানি দিতে হবে। এভাবেই আমি মাটির টবে মরিচ গাছের চারা রোপন করেছি।



কিছুদিন আগে লাগানো আমার আরেকটি মরিচ🌶️ গাছের চারা:

IMG20210828164938.jpg
Cemera: Oppo-A12.

IMG20210828165327.jpg
Cemera: Oppo-A12.



আমি বেশ কিছুদিন আগে একটি পলিথিনের টবে মরিচ গাছের চারা রোপন করেছিলাম। সেই চারাগাছটি এখন অনেক বড় হয়েছে। আমার এই ছোট মরিচ গাছে মরিচের ফলন হয়েছে। আমি মরিচ গাছের নিয়মিত যত্ন করি। আমি নিয়মিত গাছের গোড়ায় পানি দেই। আমার লাগানো টবের গাছ গুলোর পরিচর্যা করতে আমার অনেক ভালো লাগে।



উপরের ধাপগুলো অনুসরণ করে আপনারা "টবে মরিচ গাছের চারা রোপন" করতে পারবেন। আমি সব সময় চেষ্টা করি বাগানে নতুন নতুন গাছ লাগাতে। আমার পোস্টে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।



💝ধন্যবাদ সকলকে💝

Sort:  
 4 years ago 

কিভাবে টবে মরিচ গাছের চারা রোপন করা যায় তার বর্ণনা গুলো অনেক সুন্দর ছিল যাইহোক আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল ভাইয়া ধন্যবাদ।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

একটি গাছ লাগানো মনে পরিবেশের ভারসাম্য রক্ষায় আপনার অবধান স্বীকৃতি নেওয়া।গাছ মরিচ গাছের চারাটি ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন।রোপণের বর্ণনা খুব ভালো ভাবে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

বেশ ভালো উদ্যেগ বাড়িতে সবাই যদি আমরা এরকম টবে মরিচ সবজি চাষ করি তাহলে অনেক সবজিওয়ালা ফরমালিনমুক্ত খেতে পারব আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই♥

 4 years ago 

ধন্যবাদ আপু।

 4 years ago 

বৃক্ষ রোপণ অবশ্যই খুব ভালো একটা কাজ। মরিচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পোস্টটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আপনার এই প্রচেষ্টা কে আমি সাধুবাদ জানাই তখন আমি নিজেও আমার বাসার বারান্দায় টপে মরিচের চারা লাগিয়েছি। যখন দুপুর বেলায় খেতে বসি গাছ থেকে কাঁচা মরিচ ছিড়ে তাজা তাজা খেতে মজাই আলাদা। ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনি সুন্দর একটি মন্তব্য করেছেন। এই সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।