মাঠে ফেরা
আপনারা অনেকেই জানেন আমাদের উচ্চ বিদ্যালয় প্রতিবছর রমজান মাসে দুইটি লীগ আয়োজন করা হয়।একটি ক্রিকেট। অপরটি ফুটবল।দুইটি খেলাই পরিচালনা করে শিক্ষক ও ছাত্রপ্রতিনিধিদের দ্বারা।এই খেলায় অংশগ্রহণের একটা মাত্র শর্ত রয়েছে,সেটি হল আপনাকে আমাদের স্কুলের এসএসসি তে নিবন্ধিত ছাত্র হতে হবে।
আর লীগে দল নিতে হয় ব্যাচ পদ্ধতিতে।অর্থাৎ আপনি আপনার মাধ্যমিক যে বছর পাশ করেছেন সেই বছর হল আপনার ব্যাচ।আর আপনার ব্যাচের নামেই আপনাকে দল নিতে হবে,আর সেই দলের খেলোয়াড় হতে হবে আপনার ব্যাচের। অন্য ব্যাচের বা আমাদের হাইস্কুলের বাইরে অন্য কোন স্কুলের ছাত্র সেই ব্যাচে খেলতে পারবে না।
এই খেলা কে আপনার কিন্তু হালকা ভাবে নেবেন না।বিদ্যালয়ের প্রত্যেক সাবেক ছাত্রের কাছে এই লীগ বিশ্বকাপের থেকে কম কিছু না। রমজান মাস শুরু হবার পর থেকেই আলোচনা শুরু হয়।প্রতিটি ব্যাচ নিজেদের জন্য আলাদা আলাদা জার্সি বানায়। তারপর টিম সিলেকশন।সে রিতীমত বিশাল এক ব্যাপার।
প্রত্যেকেই জানে যে সদ্য বের হওয়া ব্যাচ গুলোর জয়ী হবার সম্ভাবনা বেশি।তারপরেও কিন্তু কেউ একফোটা ছাড় দেয়না খেলার মাঠে।যাই হোক নানা জটিলতার কারনে এবছর আমাদের জার্সি বানানো হয়নি।আবার টিম সিলেকশন এর সময়েও একে নিলে সে মনে খারাপ করে আবার তাকে বাদ দিলে আরেকজন।শেষে আমি বুদ্ধি করে সবার মতামত নিয়ে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন ঠিক করে দিলাম।এরপর তাদের বললাম তোদের টিম তোরা সিলেক্ট করে নে।এতে দেখলাম কেউ আর আপত্তি করল না।
এরপর ম্যচের ফিক্সার ঠিক করা হয়,তারপর কোন ব্যাচের সাথে কোন ব্যাচ খেলবে তা নির্ধারণ করা হয়।কোন ব্যাচ কোন ব্যাচের সাথে খেলবে তা নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। আমাদের ব্যাচের খেলা পড়েছিল ২২ব্যাচের সাথে। অর্থাৎ সদ্য বের হওয়া ব্যাচের সাথে।আর খেলা ছিল গতকাল অর্থাৎ ১৫তারিখ।
খেলা শুরু হবার কথা ৩.৩০ এ। তাই সবাই গিয়ে উপস্থিত হই ২টায়।কিন্তু ৪টা পার হয় তাও খেলা শুরু হয় না।পরে জানলাম প্রধান অতিথি আসে নি। প্রধান অতিথি আসলেন ৪.৩০তারপর সবার বক্তব্য দিতে দিতে ৫টা।এরপর জাতীয় পতাকা উত্তোলন ও ব্যাচের পতাকা উত্তোলনের মাধ্যমে এই লীগের উদ্ভোধন করে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সাহেব।
এরপর রেফারি সাহেব ও পরিচালনা পরিষদ দুই দল ও ব্যাচের ছাত্রদের খেলার মাঠের মাঝে ডেকে নিয়ে খেলার নিয়ম বুঝিয়ে দেন,আর বলে দেন দর্শকরাও যেন মাঠের পরিবেশ ঠিকঠাক রাখে।
খেলা হবার কথা ছিল প্রতি অর্ধে ৩০মিনিট করে অর্থাৎ ৬০মিনিট খেলা ও ১০মিনিট বিরতি।কিন্তু দেরি হওয়াতে সেই খেলা নামিয়ে আনা হয় ১৫+১৫ মিনিটে। যাই হোক অবশেষে খেলা শুরু হল এটাই আমাদের শান্তনা।
প্রথম অর্ধের শুরু তেই আমাদের দল অ্যাটাকিং খেলতে থাকে।কিন্তু কপাল আজ আমাদের সাথে ছিল না। প্রত্যেকটিই গোলবারে লেগে ফিরে আসছিল।এভাবে প্রথমার্ধ কোন গোল ছাড়াই শেষ হয়।
কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের দল যেন খেই হারিয়ে ফেলে।খেলার ছন্দ হারিয়ে যায়। ফলে বিপক্ষদল তাদের আক্রমনের গতি বাড়িয়ে দেয়। যদিও আমাদের গোলরক্ষক নিপুন দক্ষতায় তাদের ব্যার্থ করে দিচ্ছিল,কিন্তু হঠাৎ করেই
শেষ মুহুর্তে আমাদের একজন ডিফেন্স ওনগোল করে বসে। একদম শেষ মুহুর্তে হওয়ায় গোল শোধ দেওয়ার কোন সুযোগ ছিল না। ফলাফল আমরা ১-০গোলে পরাজিত হই।এবং দু:খভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে আসি।
OR
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
আপনার মাধ্যমে আজকে নতুন ধরনের একটা খেলার আয়োজন দেখতে পারলাম। আসলে এভাবে যে ফুটবল ক্রিকেট খেলা হয় জানতাম না। আপনাদের দল খেলায় হেরে গিয়েছে জেনে খারাপ লাগলো। তবে যাই হোক খেলার মানেই মজা আর খেলাতে হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। তো যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আচ্ছা ঠিক আছে ব্যাপারটা খুব সিরিয়াসলি নিলাম।
আর এই প্রধান অতিথি গুলো হয়েছে যত ভেজাল। এদের টাইম দেওয়া হয় সকালে এরা আসে বিকেলে। এটা শুধুমাত্র আপনাদের ওখানে না, আমাদের এখানেও ওই একই অবস্থা।
হেরে যাওয়ার কারনে কষ্ট পাওয়ার কিছু নেই, পরের বার দেখিয়ে দেবেন এরকম একটা মনোভাব নিয়ে প্রস্তুতি শুরু করে দেন আগে থেকে। হা হা হা...
না এধরনের খেলাগুলো হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। বেশ আনন্দ আর উত্তেজনা নিয়ে খেলার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন আপনারা এবং চমৎকারভাবে শুরু করে দিয়েছেন। প্রধান অতিথি বরাবরই একটু দেরি করে আসতে পছন্দ করেন। যাক অবশেষে খেলা শুরু হলো। শুনে খারাপ লাগলো হেরে গেলেন আপনারা।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আপনাদের স্কুলের এই খেলার আয়োজনের ধারা শুনে আমার ভাল লেগেছে। খেলায় অংশগ্রহণ এর জন্য স্কুলের ছাত্র হতে হবে এটা ভাল লেগেছে। খেলা শুরু হতে ত অনেক দেরি হয়ে গেল। আপনাদের দল জিতলে ভাল লাগত। তাও ড্র হওয়ার একটি সম্ভাবনা ছিল নিজের গোল নিজেই দিয়ে দিল।
বেশ ভালো নিয়ম তো। এতে করে স্কুলে প্রবেশটা বেশ ভালো থাকে। যাই হোক ভাইয়া আমার মনে হয় খেলে আপনার দলটি যদি জয় লাভ করত তাহলে বেশ ভালই হতো। নিজের বল নিচে দেওয়ার বেশ হাস্যকর ছিল।