বাংলাদেশের ডেকোরেটিভ বা ফার্নিচার প্লাইউড সম্পর্কিত একটি পোষ্টঃ
আমরা আমাদের বাসাবাড়ির ডেকোরেশন বা অফিস আদালতে সৌন্দর্য বর্ধনের জন্য যে উপাদান ব্যবহার করে থাকি তাকে প্লাইউড বলে। এর মধ্যে কিছু আছে ন্যাচারাল এবং কিছু আছে মেশিনে তৈরি। এইসব বোর্ড কে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্লাইউড বোর্ড আর একটা হচ্ছে ভিনিয়ার্ড বোর্ড। এছাড়া ও মেলামাইন বোর্ড, এম ডি এফ বোর্ড, পিভিসি বোর্ড প্লেইন পারটেক্স, মেরিন প্লাইউড, ইত্যাদি বোর্ড রয়েছে।
প্লাইউডঃ প্লাইউড হচ্ছে বিভিন্ন গাছকে স্লাইড করে তারপর এই স্লাইডগুলি আঠা দিয়ে একত্রে জোড়া লাগিয়ে তৈরি করা বোর্ড। মোট কথা প্লাইউড হচ্ছে ভিতরে কাঠ দিয়ে তৈরি বোর্ড।
ভিনিয়ার্ড বোর্ডঃ ভিনিয়ার্ড বোর্ড হচ্ছে ভিতরে পাট কাঠির মন্ডপ দিয়ে তৈরি বোর্ড।
ন্যাচারাল প্লাইউড বোর্ড হচ্ছেঃ বার্মাটিক, রেডওক এবং গর্জন।
ন্যাচারাল ভিনিয়ার্ড বোর্ড হচ্ছেঃ বার্মাটিক ভিনিয়ার্ড বোর্ড, রেডওক ভিনিয়ার্ড বোর্ড এবং গর্জন ভিনিয়ার্ড বোর্ড।
মেশিনে তৈরি ফাইবার এর প্লাইউডগুলো হচ্ছেঃ ক্রাউনটিক প্লাই, রয়েলটিক প্লাই, গোল্ডেনটিক প্লাই, সুপারটিক প্লাই, প্রিমিয়ামটিক প্লাই, এলবিনিওক প্লাই, পেন্সিলটিক প্লাই, শানটিক প্লাই ইত্যাদি।
মেশিনে তৈরি ফাইবার এর ভিনিয়ার্ড বোর্ড হচ্ছেঃ
ক্রাউনটিক ভিনিয়ার্ড বোর্ড, গোল্ডেনটিক ভিনিয়ার্ড বোর্ড, সুপারটিক ভিনিয়ার্ড বোর্ড, প্রিমিয়ামটিক ভিনিয়ার্ড বোর্ড, সুপারটিক ভিনিয়ার্ড বোর্ড, সানটিক ভিনিয়ার্ড বোর্ড ইত্যাদি।
বাংলাদেশের প্লাইউড কোম্পানিঃ
বাংলাদেশে অনেক কোম্পানির প্লাইউড পাওয়া যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ষ্টার পার্টিকেল বোর্ড, আহম্মেদ উড ক্রাফট প্রাইভেট লিঃ, আক্তার বোর্ড ইন্ডাস্ট্রিজ লিঃ, উডটেক প্লাইউড ইন্ডাস্ট্রিজ লিঃ, মরিয়ম বোর্ড মিলস লিঃ, সিটি প্লাইউড ইন্ডাস্ট্রিজ লিঃ। এছাড়া ও আরো অনেক ছোট ছোট কোম্পানি রয়েছে।
বাংলাদেশে বর্তমানে ষ্টার পার্টিকেল কোম্পানির বোর্ড সবচেয়ে ভালো। বিশেষ করে এই কোম্পানির ভিনিয়ার্ড বোর্ড সবচেয়ে ভালো এবং দাম ও বেশি। এই কোম্পানি প্লাইউড এবং ভিনিয়ার্ড বোর্ড দুটাই তৈরি করে।
প্লাইউড বোর্ড এর মধ্যে প্রথমত আহম্মেদ কোম্পানির বোর্ড সবচেয়ে ভালো। এই কোম্পানির পিভিসি বোর্ড ও ভালো।
এছাড়া তিন নাম্বার স্থানে রয়েছে - আক্তার বোর্ড ইন্ডাস্ট্রিজ এর বোর্ড। এটি বাংলাদেশের আক্তার ফার্নিচার কোম্পানির বোর্ড। এটি ও আপনি ব্যবহার করতে পারবেন।
দামঃ দামের দিকা থেকে ষ্টার পার্টিকেল কোম্পানির বোর্ড সবচেয়ে বেশি দাম, তারপর রয়েছে আহম্মদ কোম্পানির বোর্ড। তবে কোম্পানি আলাদা হলে ও এদের দামের পার্থক্য খুব বেশি না।
১৮ মিঃ মিঃ বার্মাটিক প্লাইউডগুলি ৪,০০০টাকা থেকে শুরু করে ৪,৬০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
১৮ মিঃ মিঃ গর্জন বা অন্যান্য প্লাইউডগুলি মোটামুটি ২৭০০ টাকা থেকে শুরু করে ৩৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
১৮ মিঃ মিঃ ভিনিয়ার্ড বোর্ড এর দাম ২৬০০ টাকা থেকে শুরু করে ৩৬০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
সকল বোর্ড এর সাইজ হচ্ছে ৮ ফিট বাই ৪ ফিট(ইন্টারন্যাশনাল মাপ)।
পুরত্ব হয় ১৮ মিঃ মিঃ, ১২ মিঃ মিঃ, ১৫ মিঃ মিঃ, ৬ মিঃ মিঃ, ৪ মিঃ মিঃ, ৩ মিঃ মিঃ।
আমাদের বাসার ডেকোরেশন, আলমারি, শোকেস, ওয়ারড্রব, ড্রেসিং টেবিল, পড়ার টেবিল, ওয়াল কেবিনেট, কিচেন কেবিনেট ইত্যাদি তৈরি করার কাজে এইসব বোর্ড ব্যবহার করা হয়। এই সব বোর্ড দিয়ে কাজ করলে বোর্ড এর উপর পলিশ বা লেকার করতে হয়।
তবে কিছু বোর্ড আছে যেগুলো আপনি কোন পলিশ বা লেকার বা কোন রঙ করা ছাড়াই ব্যবহার করতে পারবেন। এইগুলোর দাম ও মোটামুটি কম এবং টেকশই ও কম। তবে অনেক কালারের পাওয়া যায়।
এইগুলোর নাম হচ্ছে মেলামাইন বোর্ড। মেলামাইন বোর্ড এর জন্য ষ্টার পারটেক্স কোম্পানিই সেরা। এই বোর্ডগুলির দাম পুরত্ব অনুযায়ী ১২০০টাকা থেকে ২৯০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
আমরা যারা আমাদের ফার্নিচার কিনে ব্যবহার করি, তারা ইচ্ছে করলে এসব বোর্ড কিনে নিজেদের ইচ্ছেমত সব কিছু তৈরি করে নিতে পারি। এতে করে আমাদের খরচ অনেক কম পড়বে এবং অনেক বেশি টেকসই ও হবে। আপনার যদি কোন ডিজাইন পছন্দ থাকে তাহলে আর্কিটেক্টকে বলে বা নকশা দেখিয়ে দিলেই তারা আপনার পছন্দমতো ফার্নিচার আপনাকে তৈরি করে দিতে পারবে। এইসব ফার্নিচার ১৫ থেকে ২০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।
বাংলাদেশের যে কোন জায়গা থেকে এইসব বোর্ড কিনতে পারবেন। তবে অবশ্যই যাচাই বাছাই করে আসল বোর্ড কিনতে হবে। তবে সবচেয়ে ভালো হয় যারা এইসব বোর্ড এর ডিলারশীপ গ্রহন করেছেন তাদের থেকে কেনা।