কবিতা আবৃত্তি পোস্ট || দহন (Blacks দাদা)
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।
কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি
যাইহোক ব্ল্যাক্স দাদার প্রতিটি কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। এককথায় বলতে গেলে আমি ছোট দাদার কবিতার ভক্ত। শুধু আমি না,বরং আমাদের কমিউনিটির সবাই ছোট দাদার কবিতার ভক্ত। ছোট দাদার কবিতা গুলো যেমন সুন্দর, তেমনি উনার প্রতিটি কবিতার মধ্যে এক ধরনের ম্যাসেজ থাকে। এই কবিতাটি ছোট দাদার পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @blacks দাদার লেখা "দহন" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
কবিতা : দহন
কবি : Blacks দাদা
কবিতা আবৃত্তি : @mohinahmed
কবিতার লাইনগুলো নিম্নরূপ :
রাত্রির চোখে জমে থাকা স্বপ্নগুলোর দহন পেরিয়ে
আসে একফোঁটা আলো — প্রথম, নিঃশব্দ, অথচ দৃপ্ত।
ঘুম ভাঙা কুয়াশার ফাঁকে
ছুঁয়ে দেয় ছাদের কার্নিশে রাখা শুকনো সময়।
একটা চড়ুই ফ্যাঁ করে ডেকে ওঠে—
সে জানে, আজও নতুন করে সব শুরু হবে।
মাটির ঘ্রাণে, বাতাসে, দুলে ওঠে প্রতীক্ষার দীঘি,
আর হৃদয়জুড়ে জন্ম নেয় এক নির্ভীক আশাবাদ।
প্রথম আলো মানে—
যে দুঃখকেও রুপকথার মতো রাঙিয়ে তোলে,
যে ব্যর্থতাকেও দেয় মুছে ফেলার সাহস,
আর শূন্যতা ভরিয়ে তোলে শব্দহীন প্রতিশ্রুতি দিয়ে।
এ আলো, কোনও মেঘে ঢাকা পড়ে না।
এ আলো, আমাদের ভিতরের জীর্ণ ভরাট করে নতুন প্রেমে।
এ আলো, প্রতিবার ভাঙা মনেও বলে—
"তুমি আবার গড়ে তুলতে পারো, নিজেকে, পৃথিবীটাকে, সবটাকেই।"
এটাই তো প্রথম আলো —
আলো শুধু নয়, এক অভ্যুত্থান।
নির্লিপ্ত সময়ের গায়ে লেখা এক মানবিক পুনর্জন্ম।
তোমার, আমার, আমাদের প্রথম সূর্য।
কবিতা আবৃত্তির লিংক👇👇
ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | কবিতা আবৃত্তি |
---|---|
আবৃত্তি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ১১.৭.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1943601633222627499?t=7LIbuiMDKGul9Iirp6gOSA&s=19
https://x.com/mohin3242127/status/1943602239450268027?t=ybfTXqWtbSLblBdoKBw0Pw&s=19
https://x.com/mohin3242127/status/1943385515845451813?t=fEpOJ0-UBEgydLv45PP_Ug&s=19
X-promotion
ভাই আপনার কবিতা আবৃত্তি খুবই চমৎকার হয়েছে। কবিতা আবৃত্তি শুনতে অনেক ভালো লাগে। দারুন ভাবে আবৃত্তি করে উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করেছি কবিতাটি ভালোভাবে আবৃত্তি করতে। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।