স্বরচিত কবিতা " প্রেম বড় অসহায় "| |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। এই কবিতাটিতে আমি একজন প্রেমিকের মনের ভেতরের ভালোবাসার অনুভূতি এবং বিরহের কষ্টের আবেগগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি, কবিতাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

roses-4125558_1280.jpg

source

প্রেম বড় অসহায়

ভালোবাসা দুটি হৃদয়ের সমন্বয়
যেখানে একটি ছাড়া অন্যটি অচল,
ঠিক তেমনি তুমি ছাড়া আমার
একাকীত্ব গ্রাস করেছে আমায়
অন্ধকারে ছেয়েছে জীবন প্রবল।
ঝলমলে একরাশ খুশির আলো নিয়ে
তুমি এসেছিলে এ জীবনে,
অন্ধকার তখন বড়ই অসহায় আমার কাছে
আলোর ঝলকানি সেখানে একমাত্র ঠাঁই।

হঠাৎ করে সবটা কালো মেঘে ঢেকে গেল
কে জানে কার ভুলে !
এ প্রশ্ন-উত্তর খেলাই ব্যস্ত ছিলাম তখন
তবে বুঝিনি সময়ের স্রোতে
কখন তোমাকে হারিয়েছি গভীর অতলে।
ফেরাবার সাধ্যি হয়তো নেই আমার
তবে আশা রাখি মনে আজও,
ভালোবাসি বলে নেই দাবি কোন
একলা আমি আমার মতো।

প্রেমের মর্ম বুঝলে হয়তো
ভাঙ্গন শব্দটা পেতো না কোন ঠাঁই,
প্রেমে পড়লে ভালো-মন্দ মেনে নিয়ে
প্রকৃত ভালোবাসা হয়।
ভুল বোঝাবুঝির স্বার্থপরতায়
প্রেম বড় অসহায়,
বিশ্বাসটাই যদি ঠুনকো
তবে ভালোবাসা কেমনে হয় !
ভালোবাসা তো তাই যেখানে
ভালোবাসার মানুষটির সবটা আপন মেনে
নিঃস্বার্থভাবে ভালোবেসে যেতে হয়।
তাইতো আজও তোমার আশায়
প্রতিটা প্রহর গুনেছি,
সাজিয়েছি অনন্তকালের ভালোবাসার ঘর।

IMG_20230325_232520.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ প্রেমময় একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়তে আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছে। প্রতিটি লাইনের মধ্যে মাধুর্যতা ছড়িয়ে পড়েছে। দুটি মনের মিলনের মাধ্যমে প্রেমের সৃষ্টি হয়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে মানুষ প্রেম করে কিন্তু একে অন্যের হাত ধরে রাখতে বেশ বিভিন্ন বাধার সম্মুখীন হয়। তবে এমন অবস্থায় হাত ছেড়ে দেওয়া মানেই তো ভালোবাসা হারিয়ে ফেলা। তাই শত বাধার মধ্যেও হাত ধরে রাখার চেষ্টা করতে হবে তাকেই বলে সার্থক ভালবাসা। যাইহোক অনেক সুন্দর ছিল আপনার লেখা কবিতা।

 2 years ago 

ভালোবাসা কি উপেক্ষা করে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কথাটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতি সপ্তাহের মতো এসপ্তাহে অনেক সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বেশ অসাধারণ একটি কবিতা তৈরি করে শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এই সুন্দর কবিতাটি পড়ে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি এই সুন্দর কবিতাটি এখানে তৈরি করেছেন এটি পড়ে আমি অনেক বেশি পরিমানে খুশি হয়ে গেলাম৷ এরকম কবিতা মত সবসময় পড়া হয় না৷ খুব ভালো লাগলো এই কবিতাটি পড়ে৷ যেভাবে আপনি এই কবিতার সবগুলো লাইন মিল রেখেছেন তাও একেবারে অসাধারণ হয়েছে৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

বাহ খুব চমৎকার কবিতা লিখেছেন ।প্রেম বড় অসহায় কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে মনের অনুভূতি দিয়ে আর প্রেমের স্মৃতি নিয়ে কবিতা লিখলে কবিতাগুলো অসাধারণ হয়। তবে কবিতার মাধ্যমে ভালোবাসা এবং কষ্ট খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কবিতাটি লেখার জন্য।