পুসসকয়েন নিয়ে কবিতা, স্বপ্নের এক নতুন যাত্রা।
আসসালামু আলাইকুম প্রিয় স্স্টিমিট বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। আজ আমি পুসস কয়েন নিয়ে একটা কবিতা লিখেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি,
পুসসকয়েন: এক নতুন দিনের আগমন
স্টিমিটের আকাশে আজ,
নতুন এক তারা।
নাম তার পুসসকয়েন,
সে সবার সেরা।
ঝুল ঝালর দিয়ে,
গড়া এই কয়েন।
যেন এক স্বপ্ন,
এক নতুন জীবন।
লোমশ বন্ধুদের নিয়ে,
এই যাত্রা শুরু।
তাদের জন্য হবে,
এই কয়েন গুরু।
মিউ মিউ রবে যখন,
আকাশ কাঁপে।
তখন পুসসকয়েন হবে,
সবার প্রিয় ধ্রুব।
ভবিষ্যতে হবে,
এই কয়েন মহামূল্যবান।
সবাই তার জন্য করবে,
শত শত গান।
স্টিমিটে যখন পোস্ট হবে,
তাদের ছবি।
পুসসকয়েন হবে,
সবার নতুন রবি।
এই কয়েন হবে,
ভালোবাসার এক নদী।
যা দেবে তাদের,
জীবনে নতুন গতি।
পুসসকয়েন হবে না,
শুধু একটি মুদ্রা।
হবে ভালোবাসার,
এক নতুন যাত্রা।
আমার পরিচয়
আমি আব্দুল আলিম । আমার স্টিমিট অ্যাকাউন্টের ইউজার নাম @alimtutorial। আমি একজন বাঙালি এবং আমি একজন বাঙালি হতে পেরে গর্বিত। আমি স্টিমিট কে অনেক ভালোবাসি।স্টিমিট হলো একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে মানুষ নিজেদের পছন্দ অপছন্দ শেয়ার করে এগিয়ে যাচ্ছে। তাই আমি এই প্ল্যাটফর্ম কে ভালবাসি। আমি পড়তে, লিখতে, ব্লগিং করতে, ফটোগ্রাফি করতে, সঙ্গীত করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে ভালোবাসি।


Thank You
@photoman
@blacks
@royalmacro
@beautycreativity
@curators
@hungry-griffin
For visiting my post
Best Regards
@alimtutorial
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/alimtutorial8/status/1965459703586251207?t=Zr6Wyo_EKNBILQdQI8r2xA&s=19