স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
(১)
দুনিয়ার মায়ায় পড়েছে সবাই,
অন্যায় অবিচার নেই কোনো ভয়,
নিজের স্বার্থে এগিয়ে যাচ্ছে একা,
আশেপাশে নেই কারো দেখা।
(২)
গহীন কোণে জমা একটুকরো ভালোবাসা,
নেই আবেগ মিশেছে প্রত্যাশা,
হৃদয়ের বালুচরে মরুভূমির আভাস,
ঠুনকো চাওয়া যেন হয়েছে নিরুদ্দেশ।
(৩)
জীবনের মানে খুঁজতে গিয়ে হারিয়েছি নিজেকে,
মানিয়ে নিতে নিতে বড্ড ক্লান্ত,
আর কত সহ্য করব অন্যায় অত্যাচার,
নিজেকে যেন মনে হয় নির্বাক অবিশ্রান্ত।
(৪)
তোমায় ভালোবেসে পেয়েছি অবহেলা,
দাওনি মূল্য করেছো ছন্নছাড়া,
ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম তোমায়,
ব্যথার পাহাড় ধরিয়ে পালিয়ে গেলে কোথায়।
(৫)
অভিযোগের খাতায় শূন্যতার বসবাস,
নিস্তব্ধতার আড়ালে তোমার আবাস,
চেয়েছি বলেই কি এত পিছুটান,
মেনে নিতে হবে অচেনা আয়োজন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
বরাবরের মতোই আপনার লেখা আজকের অনু কবিতা গুলিও চমৎকার হয়েছে। মানুষকে নিয়ে দুনিয়ার সম্পর্কে লিখেছেন প্রিয় মানুষের ভালোবাসা সহ আরও বেশ কয়েকটি টপিকের উপর। প্রত্যেকটা অনুকবিতাই পড়ে অনেক ভালো লাগলো।