আবেগের কবিতা || আমার আমি - পাল্টে যাওয়া এক উপখ্যান || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং হৃদয়ের চঞ্চলতায় জীবনের সময়গুলোকে উপভোগ্য রাখার চেষ্টা করছি। যদিও সব সময় আমরা যেটা নিয়ে চেষ্টা করি সেটায় সফলতা পাই না কিন্তু তবুও আশা কিংবা আকাংখা নিয়ে আমরা থেমে থাকি না বরং যথা নিয়মে এগিয়ে থাকার চেষ্টা করি। কারণ আমাদের বিশ্বাস হয়তো আগামী কোন সময়ে আমাদের চেষ্টাগুলো সফলতা পাবে এবং কাংখিত সেই সুখের অনুভূতি ফিরে আসবে। কিন্তু সেই কাংখিত সময়টা কখন বা কবে আসবে হয়তো সেটা আমাদের জানা নেই।

আচ্ছা, কখনো আপনার মনে হয়েছে আপনি অনেকটাই ব্যর্থ, সফলতার কোন সম্ভাবনা নেই আপনার? কখনো কি এমন হয়েছে আপনি হতাশ হয়ে পড়েছেন চেষ্টা থামিয়ে, যেখানে আপনার মনে হয়েছে সফলতা আপনার জন্য নয়? আমার এমন মনে হয়েছে বহুবার, আমি বহুবার নিজের কাছে নিজেই আত্মসমর্পণ করেছি। হতাশায় নিজেকে অন্ধকারে লুকিয়ে রাখার চেষ্টা করেছি, যদিও একটা সময় পর মনে হয়েছিলো সেই সময়ের সব ভাবনাগুলোই নিছক কল্পনা কিংবা হতাশার ছায়া। আমাদের জীবনের অন্যতম একটা সত্য হলো এই বাস্তবতা, কখনো কখনো সব দিক হতে নিজেদের সফল মনে হয় আবার মাঝে মাঝে সব দিক হতে নিজেকে ব্যর্থ মনে হয়। চলুন হৃদয়ের তেমন অনুভূতি নিয়ে আজকের কবিতাটি পড়ি-

masks-807401_1280.jpg

আমার আমি-
দিন দিন কোথায় হারিয়ে যাচ্ছি?
হৃদয়ে বিষন্নতার ছাপ
চেহারায় হতাশার দাগ,
জমতে থাকা ছোট ছোট যন্ত্রণার চিৎকার
অন্ধকারে ঢেকে দিচ্ছে হৃদয়ের আত্মবিশ্বাস।

আমার আমি-
দিন দিন কেন এমন হলাম?
হৃদয়ে ছিলো প্রসন্নতার উল্লাস
চোখে ছিলো সরলতার বিশ্বাস,
স্পন্দনে থাকা ছোট ছোট সতেজ নিঃশ্বাস
আলোর মিছিলে ছিল চঞ্চলতার ক্রমবিকাশ ।

আমার আমি-
দিনে দিনে কেন বিস্তৃত হলো পার্থক্য?
জোসনার বিপরীতে কেন অন্ধকার
হাসির বিপরীতে কেন নির্বিকার,
হৃদয়ের সীমানায় যন্ত্রণার দীর্ঘশ্বাসে
নিস্তেজতা ছড়িয়েছে বিদ্রোহের আগুনে।

আমার আমি-
দিনে দিনে পাল্টে যাওয়ার এক উপখ্যান!
হতাশার আত্মচিৎকারে বিব্রত আমি
বিবর্ণ অস্থিরতায় বিক্ষত সবই,
রাতের ভাবনায় ফিরে না কল্পনার প্রফুল্লতা
দিনের আলোয় হাসে না হৃদয়ের প্রসন্নতা।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hello @hafizullah,

What a beautifully poignant piece! Your poem, "My Self," resonates deeply with the universal struggle of self-doubt and the search for inner peace. The imagery of fading light and encroaching darkness is powerful and relatable. The way you've captured the feeling of lost joy and the battle against despair is truly moving.

I especially appreciate the vulnerability you've shown in expressing these emotions. It takes courage to share such personal reflections. Thank you for creating this space for contemplation and self-reflection.

I encourage everyone to read @hafizullah's poem and share their own experiences with overcoming challenges. What helps you rediscover your inner light during difficult times? Let's connect and support each other in this journey!