আবেগের কবিতা || আমি হয়তো হারিয়ে যাবো || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ21 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। বৃষ্টির শীতলতার পর উষ্ণতার দারুণ অণুভূতি নিয়ে ভীষণ অস্থির হয়ে যাচ্ছি। সত্যি বলতে এটা একটা অন্য রকম বাস্তবতা, প্রকৃতির শীতল পরিবেশ যখন বজায় থাকে তখন আমরা উষ্ণতার তালাশ করি, আবার যখন উষ্ণতায় ছেড়ে যায় চারপাশ তখন আমরা ছোটাছুটি করি শীতলতার শীতল পরশের জন্য। বড্ড বেশী অদ্ভুত লাগে এটা আমার কাছে, যা আছে তা নিয়ে কখনোই আমরা শান্ত থাকি না বরং তার বিপরীতে ছুটতে চেষ্টা করি।

যাইহোক, আজকে একটা কবিতা শেয়ার করবো একটু ভিন্ন অনুভূতি নিয়ে। কারণ গতিশীল জীবনে আমরা প্রায় অস্থির হয়ে যাই প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব নিকেশ নিয়ে, কখনো হৃদয়ে অস্থিরতা ছড়ায় আবার কখনো হৃদয়ে শীতলতার স্পন্দন জাগায়। মাঝে মাঝে আমরা বিষণ্ণতার স্পর্শে নিস্তব্ধ হয়ে যাই, আবার কখনো চঞ্চলতার আবহে স্পন্দন বাড়িয়ে তার জল্পনায় ডুবে যাই। ভালোবাসার অনুভূতিগুলো কখনো কখনো এমনই হয়ে যায়, মনে হয় সব শেষ হয়ে গেছে, মনে হয় নিস্তেজতায় নিথর হয়ে গেছে হৃদয়। হৃদয়ে ভাসা কল্পনার এই অনুভূতিগুলোকেই আজকের কবিতায় সাজিয়ে তোলার চেষ্টা করেছি।

love-3148778_1280.jpg

আমি হয়তো হারিয়ে যাবো
শূন্যতার মাঝে বিলীন হয়ে,
হৃদয়ের কল্পনা-জল্পনার সীমানায়
নিঃসঙ্গতার সাথে একাকিত্ব নিয়ে।

আমি হয়তো অপূর্ণ রবো
ব্যর্থতার মাঝে বন্দি হয়ে,
ভালোবাসার আবেগ-আকাংখার সীমানায়
বিষণ্ণতার সাথে নিস্তব্ধতা নিয়ে।

আমি হয়তো প্রাণহীন হবো
নিস্তেজতায় হারাবো নিথর হয়ে,
সম্পর্কের আশা-আকাংখার অস্থিরতায়
বঞ্চনার সাথে নীরবতা নিয়ে।

আমি হয়তো প্রতিকৃতি হবো
প্রতিরূপের মাঝে স্থির হয়ে,
জীবনের দেনা-পাওনার সংজ্ঞায়
ভ্রান্তির সাথে অনুশোচনা নিয়ে।

আমি হয়তো আমার মতো রবো
শূন্যতা নিয়ে অপূর্ণর মাঝে,
ব্যর্থতা নিয়ে বিষণ্ণতার অন্ধকারে
নিস্তব্ধতার সাথে বিবর্ণ হয়ে।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 21 days ago 

গতিশীল জীবনে হঠাৎ করেই অস্থিরতা সৃষ্টি হয়। তবুও চেষ্টা করতে হয় ভালো থাকার। ভাই আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি কবিতা পড়ে অনেক ভালো লাগলো।

 21 days ago 

সময়ের সাথে সাথে কেন জানি অনুভূতিগুলো আসলে বদলে যায়। মনে হয় ভিতরটা একেবারে শেষ হয়ে গেছে। আর শূন্যতার পাহার বুকে জমা হয়ে গেছে। ভাইয়া আপনার লেখা কবিতার কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল।

 19 days ago 

বড্ড বেশী অদ্ভুত লাগে এটা আমার কাছে, যা আছে তা নিয়ে কখনোই আমরা শান্ত থাকি না বরং তার বিপরীতে ছুটতে চেষ্টা করি।

আসলে বেশিরভাগ মানুষের স্বভাব এমনই। যা পায় তা নিয়ে হ্যাপি থাকতে পারে না। কিন্তু এটা মোটেই উচিত নয়। কারণ যেকোনো অবস্থায় আমাদের উচিত শুকরিয়া আদায় করা। যাইহোক কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।