স্বরচিত কবিতাঃ " হৃদয়ে রেখে হৃদয় "

in আমার বাংলা ব্লগ20 days ago

22-09-25

১০ শ্রাবণ , ১৪৩২ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে বেশি গুুরুত্বপূর্ণ। আপনি সুস্থ্য থাকলে সবকিছু করতে আপনার ভালো লাগবে। তো আপনারা যারা আমার পোস্ট পড়ে থাকেন তারা নিশ্চয় দেখে থাকে থাকবেন যে আমি প্রায়ই কবিতা লিখে থাকি। কবিতা লেখাটা আসলে অনুভূতির বিষয়। আজকে বিকেলে আকাশটা মেঘাচ্ছন ছিল। তাই ভাবলাম একটা কবিতা লিখে রাখা যাক। আসলে আমাদের হৃদয়ে যে প্রিয় মানুষটি থাকে তাকে নিয়ে আমাদের নানা রকমের অনুভূতি তৈরি হয়! আজকের কবিতায় একজন কবির মনে বসন্তের আগমন এর বার্তা এসে গেছে কারণ তার জীবনে তার প্রিয় মানুষটি চলে এসেছে। যাকে নিয়ে তার অনেক রকমের কল্পনা। তার কাজল কালো চোখ হৃদয়ে যেন ঝড় তুলে। হৃদয়ের ক্যানভাসে তাকে নিয়েই যতকথা।

Screenshot_2025-09-22-22-42-21-39.jpg

হৃদয়ে রেখে হৃদয়


বসন্তের হাওয়া তখনও লাগেনি মনে,
কোকিলের কন্ঠে গান শোনা হয়নি বহুকাল
একদিন হঠাৎ করেই শুনতে পেলাম,
কোকিলের কুহু কুহু শব্দ!

তোমাকে দেখে মনে হলো,
বসন্ত এসে গেছে অনেক আগেই,
তোমার কাজল কালো চোখ,উড়ু উড়ু চুল
এ যেন হৃদয়ে শান্তির ঝড় তুলে।

তোমার হাতে গোলাপী চুড়ির ঝংকার,
সাথে শাড়ির কোমল আভা,
এ যেন রঙতুলিতে আকাঁ এক তুমি
মনে হলো তুমি যেন এক অপ্সরী।

হৃদয়ের ক্যানভাসে তোমাকে লিখে রাখলাম,
প্রতিনিয়ত রঙতুলিতে আকিঁ তোমাকে,
তুমি আমার এক ভালো লাগার নাম,
শত কষ্টে সাহস সঞ্চারের নাম।

এ ছোট্র জীবনে তুমি থেকো পাশে,
বাকিটা জীবন না হয় কাটিয়ে দিলাম দুজনে!
হদয়ে রেখে হৃদয়
তুমি আমি মিলে স্বপ্নের শহর সাজাই।


আশা করছি আজকের কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে মন্তব্য করে জানাবেন আশা করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 20 days ago 
 19 days ago 

আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের কবিতাটা লিখেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পুরো কবিতা সবার মাঝে ভাগ করে নিয়েছেন এজন্য ধন্যবাদ।

 19 days ago 

সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।

 19 days ago 

বাহ আপনি তো সুন্দর অনুভূতি দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা প্রতিটা কবিতা পড়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। এবং প্রিয় মানুষের অনুভূতি নিয়ে এবং সুন্দর ভাষা নিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 18 days ago 

প্রেমের প্রিয় মানুষকে নিয়ে এভাবে কবিতা লেখার অনুভূতিটা সত্যিই ভিন্ন রকম হয়ে থাকে আপনিও মনের মাধুর্য মিলিয়ে প্রত্যেকটা লাইনের মধ্যে সুন্দর অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন আপনার লেখা কবিতাটি পড়ে পুলকের আবেশে মনটা ভালো হয়ে গেল খুবই সুন্দর আর জৌলুসপূর্ণ একটি কবিতা লিখেছেন।

 18 days ago 

আপনার কবিতাগুলো সব সময় অনেক বেশি সুন্দর হয়ে থাকে৷ আজকেও আপনি একেবারে চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন৷ যেভাবে আপনি আজকে চমৎকার কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ তার পাশাপাশি এখানে এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ যা আপনার কবি প্রতিভাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে৷