স্বরচিত কবিতাঃ " একমাত্র কবিতা "

in আমার বাংলা ব্লগ7 days ago

15-09-25

৩১ ভাদ্র , ১৪৩২ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


Screenshot_2025-09-15-01-57-03-68.jpg

কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি সুস্থ্য না থাকেন তাহলে কোনো কিছুই ভালো লাগবে না। তো অনেকদিন হলো কবিতা লেখা হয় না। ভাবলাম একটা কবিতা লিখি! কবিতা হলো অনুভূতির বিষয়। গভীর রাতে বসলাম কবিতা লেখার জন্য। আসলে ভালোবাসার মানুষকে নিয়ে নানা ধরনের অনুভূতি তৈরি হয় আমাদের মনে হয়। শরৎ এর শেষ বিকালে যখন তাকে দেখলাম তখন অজানা এক ভালো লাগা কাজ করলো। তাকে নিয়েই যে লেখা যত কবিতা কবির!

একমাত্র কবিতা


একগুচ্ছ কাশফুল হাতে দাড়িয়ে,
এক মূহুর্তের সাক্ষী হলো মেঘলা আকাশ।
সেদিন বৃষ্টি নামার কথা ছিল,
কিন্তু মেঘ ভেসে বেড়াল অজানায়।

একজন অপ্সরী, কাজল কালো চোখ
এলোকেশী চুলে হাজির হলো মনের আঙিনায়।
হাতে তখনও ছিল কাশফুল,
অজানা এক কারণে মনে তৈরি হলো শিহরণ।

বইয়ে যাওয়া বাতাস মনে দোল খেলে যায়,
কাশফুলের গোপন সুরে তোমাকে খুঁজে পেলাম!
তোমার হাসি যেন নদীর কলতান,
মনে হয় তুমি না থাকলে আকাশের রঙই ফিকে হয়ে যেত।

একটু দাঁড়াবে আমার জন্য!
কিছু কথা, কিছু স্বপ্ন বুনা এখনও তো বাকি,
আমাকে না হয় দিলে জীবন থেকে কিছু মুহূর্ত,
তবুও মনে রেখো পথহারা এ পথিককে।

প্রিয়তমা, তুমি কি জানো-
তুমি একা নও, তুমি এই মেঘলা আকাশের অর্ধেক রূপ।
এই মেঘলা আকাশের কান্নাভেজা অভিমান,
আর তুমি, আমার জীবনের একমাত্র কবিতা।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে মন্তব্য করে জানাবেন আশা করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ!

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 6 days ago 

আহা, এত চমৎকার ভঙ্গিতে কবিতা লিখতে পারা এবং পড়তে পারাও এক মনের আনন্দের ব্যাপার। প্রত্যেকটা লাইন যেন মনে নতুন করে অর্থের সূচনা করছিল। প্রিয় মানুষকে নিয়ে এরকম ভাবে মনের অভিব্যক্তি প্রকাশ করাও এক প্রেমের আলিঙ্গন। খুবই ভালো লাগলো ভাই আপনার কবিতা খানা পড়ে।

 4 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ে চমৎকার মন্তব্য করার জন্য

 6 days ago 

আপনার লেখা "একমাত্র কবিতা"আমার কাছে পড়ে অসম্ভব ভালো লেগেছে। কবিতা লেখার জন্য সুন্দর সুন্দর অনুভূতির প্রয়োজন হয়। আর আপনি এরকমই সুন্দর অনুভূতি নিয়ে লিখেছেন আজকের কবিতা। প্রতিটা লাইন আমার কাছে খুব ভালো লেগেছে পড়ে। সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

আপনার আজকের লেখা কবিতাটা পড়ে আমার তো মনটা ভালো হয়ে গেল। খুবই সুন্দর করে এই কবিতাটি আপনি লিখেছেন আজকে। কবিতার প্রতিটা লাইন এত বেশি সুন্দর ছিল যে পড়েই মুগ্ধ হলাম। এরকম সুন্দর কবিতা যতই পড়ি ততই আমার কাছে খুব ভালো লাগে।

 4 days ago 

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।