আমার লেখা কিছু অনু কবিতা
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গত সপ্তাহের ন্যায়, আজকে আমি আবারো আপনাদের মাঝে স্বরচিত অনু কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। চলুন তাহলে, কবিতা গুলো আমরা আবৃত্তি করি।
photography device Huawei phone
অনু কবিতা নং-১
মনে মনে কত কবিতা সাজায়।
কবিতা লেখার অনুভূতিটা
তুমি এনে দিয়েছো তাই
ইচ্ছে হলে কবিতা থেকে
তোমার মত দূরে থাকা না যায়।
মন ভালো রাখতে আজও
বিরহের কবিতায় লিখে যাই।
অনু কবিতা নং-২
যে অনুভূতি ছিল শুধু তোমায় ঘিরে।
হারিয়ে ফেলেছি আমার সোনালী দিনগুলো
জানি আর তুমি আসবেনা ফিরে।
স্বপ্নের মায়াজাল বুনেছিলাম আমি
পুড়েছে তা কোন বিরহ অনলে।
অনু কবিতা নং-৩
ইচ্ছে করে তোমার হাতে রাখি হাত।
স্মৃতিতে জড়িয়ে আছে
কত মধু মাখা খন
নিঃস্ব করে দিয়েছো তুমি
ভালোলাগা মন।
অনু কবিতা নং-৪
কি সুখ পেয়েছ তুমি আমায় ভুলে গিয়ে।
জীবন যেন হয়েছে আধার কালো মেঘে ছাওয়া
বৃষ্টি এলেই অনুভবে তোমায় কাছে পাওয়া।
জীবন নদী হারিয়েছে কুল
কি ছিল তার ভুল।
কোন কারনে দুঃখ পেয়ে
দিতে হয় ভুলের মাশুল।
ফটোগ্রাফি | প্রাকৃতিক পরিবেশ |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
ভাই আপনার অনু কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লাগলো। ভালোবাসার মানুষ হারিয়ে গেলে হৃদয়ে হাহাকারের সৃষ্টি হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকে আপনার কবিতায় বিরহের ছোঁয়া পেলাম। কবিতাগুলো বিরহের হলেও অসম্ভব সুন্দর হয়েছে। বিরহের আবেগে পরিপূর্ণ আপনার প্রত্যেকটি কবিতার লাইন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকে আপনি ভালো লাগার মত খুব চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। তবে আপনার ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখা অনু কবিতা পড়ে বেশ ভালো লাগলো। আসলে অনু কবিতার মাঝে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। আর অনু কবিতা পড়লে অনেক কিছু উপলব্ধি করা যায়। ধন্যবাদ সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে।