আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ4 months ago




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। সুন্দর এই কমিউনিটিকে ভালোবেসে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম কবিতা শেয়ার করার জন্য। বেশ কিছু ছোট ছোট কবিতা উপস্থাপন করব। চলুন তাহলে কবিতাগুলো আবৃত্তি করা যাক।


1000012577.jpg

photo editing by Infinix mobile app




অনু কবিতা নং-১


তোরে ক্যামেরায় বন্দি করে রেখেছি হৃদয়পুরে

রেখেছি মনের ঘরে খুব যতন করে।
এই ছবি মুছে যাবার নয়।

চোখের দৃষ্টিতে যা বন্দী হয়ে যায়
আজীবন রয়ে যায় মনের দেওয়ালটাই
টাঙিয়ে রাখা চিত্রপটের ন্যায়।



অনু কবিতা নং-২


একাকিত্বের মুহূর্ত টা বেশ কঠিন

যেন থেমে যায় জীবন চলাচল।

জীবনের মানে মনে হয় নিষ্ফল
মাঝে মাঝে মনে হয় কি আর আছে আমার সম্বল।

তবুও তোমার পানে চেয়ে থাকি
দেখতে চাই জীবনের কি আর আছে বাকি।



অনু কবিতা নং-৩


ছলনাপুরে তোমার জন্ম

ছলনার মধ্যে বসবাস।

আমার জীবনের গুরুত্বটা
তোমার কাছে শুধু পরিহাস।

তাইতো তুমি কাঁদাতে জানো
জানো শুধু মন ভাঙতে।

এমনি করে কোন একটা দিন
হবেই তোমার কানতে।



অনু কবিতা নং-৪


দূরে চলে যাবো অনেক দূরে

সত্যি তোমায় যাব ভুলে।

ফিরে পাবে না আগের মত
ব্যথা দেবোনা ইয়ার্কি আড্ডার ছলে।

হয়তো বুঝবে তখন কি হারালে
কষ্ট পাবে মায়া বাড়ালে।

ভুলে থেকো আমারই মতন
এখন যেমন পরিচয় দিলে।






বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিফ্লাইওভার
ফটোগ্রাফি ডিভাইসInfinix mobile
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 4 months ago 

আমার আজকের টাস্ক

1000012583.jpg

1000012581.jpg

1000012579.jpg

 4 months ago 

আপনার প্রত্যেকটি অনু কবিতাই অনেক বেশি সুন্দর হয়েছে। তবে তৃতীয় এবং চতুর্থ অনু কবিতাটি পড়ে মনে হল কোন ছ্যাঁকা খাওয়া প্রেমিকের মনের কথা। অনেক ভালো লাগলো আপনার অনু কবিতাগুলো পড়ে।

 3 months ago 

আমার কবিতা ভালো লেগেছে জেনে খুশি হয়েছি দাদা

 4 months ago 

বাহ আপনি তো খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার এক একটা অনু কবিতা কিন্তু অসাধারণ হয়েছে। আসলে মনের ছোট ছোট অনুভূতি গুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। তবে আপনার অনু কবিতা সবগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ চমৎকার অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন

 4 months ago 

আপনার কাছ থেকে আজকের এই সুন্দর কিছু অনু কবিতা পড়ে খুব ভালোই লাগছে। যেভাবে আপনি আজকের সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন৷ একই সাথে অনু কবিতা লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এর মধ্যে প্রথম এবং তৃতীয় অনু কবিতাটি আমার অনেক পছন্দ হচ্ছে৷

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া