পুরুষ ----রুদ্রদীপ

in #poem7 years ago

বাহাসমে নেহি কোয়ি ফায়সালা! গলদ ইয়া ফের ঠিক!!
এ ধরার তরে পুরুষ-রমনী যেন মুদ্রার দুই-পিঠ।
নারীর তরে রচেছে ছন্দ, গেয়েছে স্বয়ং প্রভু
পুরুষের লাগি গেয়েছে কে গান!শুনেছো কি কেউ কভু!

জন্মের পরে লয়ে কোলভরে, শান্ত শিশুকে দেখে
সকলে তার ভাগ্য বলেছো, রঙিন কিংবা ফিকে
জোর করে তারে চাপিয়ে দিয়েছো গুরু দায়িত্বভার
পুরুষ বলে কি সপ্ন দেখতে নেই তার অধিকার!
পুরুষ বয়েছে সকল খরচ, সমস্ত পরিবার
পুরুষ গড়েছে ধূলির ধরণী, এ জগৎ-সংসার
সবার মুখে হাসি ফোটাতে করেছে যে রাত পার
তারেই তোমরা অবজ্ঞা করেছো ! যখন সে 'বেকার'!
বেকারদের কোন সম্মান নেই, এ যে এক মহাপাপ
পুরুষ ছাড়া কে বুঝিবে বলো! পেয়েছে সে অভিশাপ

গগন বিদারী রক্তচক্ষু সূর্য যখন ফোটে
দেখেছো কি কভু কোন পিতার মুখে কতটুক আহার জোটে?
সকালে তিনি বের হয়ে যান, আহারের সন্ধানে
রাতে ফেরেন ক্লান্ত শরীরে, শত আশা নিয়ে মনে
বাচ্চাদের হাসিমুখ দেখে মলিন নয়ন-জুড়ান
ভুলে যান চাকুরীরস্থানে হয়তো হয়েছেন অপমান!

লক্ষী বোন করেছে শত আবদার, ভাই করেছে পুরণ
'ভাইয়া' এই পরানজুড়ানিয়া ডাকে কোরবান আমরণ।
এমনই শতাসহস্র উদাহরণ দেখো, তোমার আমার পাশে
তবুও কেন "ধর্ষক" ডাক শুনি পুরুষের নামের শেষে!
সকল পুরুষই যদি ধর্ষক হতো, চিন্তা করো একবার
এ-দুনিয়ার সকল নারীই এতদিনে হতো বলাৎকার!

পুরুষ পিতা,পুরুষ ভাই। এ পুরুষরাই কারো স্বামী
এপুরুষই মজনু, ফরহাদ। এপুরষই কারো প্রেমী!
প্রেমিকার তরে যতনভরে নিয়ে এলো যে ফুল
জিল্লেলাহী তার মনের মাঝেই দিয়েছে প্রেম-আকুল
কত দেবদাস কত চন্দীদাস প্রেমকির্তী গায়
শাজাহান যিনি বিবির প্রেমে তাজমহল বানায়।

যুদ্ধ করেছে শহীদ হয়েছে কতশত মহাবীর
নাস্তিকদের আস্তিক করেছেন কত আউলিয়া-পীর
মহামানব নবী(সঃ), সকল সৃষ্টির হেতু
যার সম্মানে সৃষ্ট এ বিশ্ব, মহাকাশ, ধুমকেতূ!
ইমাম যিনি তিনিও পুরুষ, নেতা পৌরুষেই মানায়
অসভ্যকে সভ্য করেছে পুরুষ, এ বসুন্ধরায়।

জয়তু পিতা জয়তু ভ্রাতা, জয়তু পৌরুষ্য
চিরকাল তুমি হইয়াছো আর হবে জয়ের উৎস।

(সাম্যের গান গাই
আমার চক্ষে নারী পুরুষ কোন ভেদাভেদ নাই 💜)IMG_20171208_132314.jpg