আবেগের কবিতা "" অনুরাগ""

in আমার বাংলা ব্লগ3 years ago

০৯আষাঢ় , ১৪২৮ বঙ্গাব্দ

২৩জুন , ২০২১ খ্রিস্টাব্দ
২২জ্বিলকদ , ১৪৪৩ হিজরী
বৃহস্পতিবার ❤️


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি

খাঁচা ভেঙে পাখি উড়ে গেছে রে! অন্য ডালে গিয়ে বাসা বেঁধেছে। কেমন করে তাকে ভুলে থাকি রে। এ বুকে ব্যাথার জোয়ার এসেছে। এত ভালো আমি বাসলাম যারে সেকি মন ভাঙতে পারে।


solo-2051508_1280.jpg

Source


অনুরাগ

সখী তোমার আসার অপেক্ষায়

দিন যায় নদীর প্রবাহে চলি ;
গোধূলির সম্মুখে বলাকা সকল
ফিরে যায় যেয়ার বাড়ি
সখী বকুলমালা আজ লয়ে ;
হৃদ সাঁজিতে তুলি
তোমার কেশে সাজাব যতনে
বাঁধব বেনী খানী ।


তোমার পায়ের নুপুরে করিব মোর
শ্বাস জ্ঞ্যাপন
তোমার চোখের মণির মাঝে
দেখিব নতুন স্বপন ;
সখী তোমার পায়ের রাঙা আলতায়
মোর অশ্রু ধুয়ে দিও
তোমার খোঁপার মাঝের গোলাপ টিতে
মোর হৃদয়টিকে দিও ।


সখী তোমার অশ্রু গুলি
মোর শ্রাবণে বিলিয়ে দাও ,
তোমার চোখের কাজটিতে
মোর মোহ টিকে নিয়ে নাও ,
সখী তোমার ওই কপালের মাঝে
মোর ভালবাসাটি নিও ,
তোমার ওই শাড়ির ভাঁজে
মোর অতীত টিকে লুকিয়ে দিও ।।


জানি আসবেনা ফিরে,
তবুও আশায় বাধি বুক।
যেমন পাখি সকালে গিয়ে,
সন্ধ্যায় ফেরে তার নিড়ে।
তোমার কি দোষ বল,
ভালোতো বেসেছিলাম আমি,
তুমিতো ছিলে অভিনয়ে।।।


সুখ পাখিটা রইলনা,
আর নীড়ে।
দিয়ে গেল সারা জীবন,
এলোমেলো করে।।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি দারুন লিখেছেন অনুরাগ কবিতাটি। আপনার হৃদয়ের যত কথা কবিতাতেই ফুটিয়ে তুলেছেন। ভালোবাসার ভিখারী সবাই, অসম্ভব সুন্দর হয়েছে আপনার কবিতা টি। আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

আসলে হৃদয়ের গভীর থেকে কোন কথা না আসলে কখনো কবিতার শব্দগুলো মিলানো সম্ভব হয়না চেষ্টা করি ভাল কিছু আপনাদের মাঝে তুলে ধরার ধন্যবাদ আপনাকে

চমৎকার লিখেছেন কবিতাটি। সুখ চিরস্থায়ী নয়। জীবনে যা চাওয়া হয় তার সবকিছুই পাওয়া হয়ে ওঠে না। এই পাওয়া না পাওয়ার অনুভূতি নিয়েই আমরা বেঁচে থাকি। খুব সুন্দর লিখেছেন কবিতাটি। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 3 years ago 

পাওয়া না পাওয়ার আশা নেই যে প্রেমের প্রেমের চিরদিনই হবে জয় ভালবাসলে তাকে পাওয়া যাবে সেটা বড় কথা নয় ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য

 3 years ago 

সুখ পাখিটা রইলনা,
আর নীড়ে।
দিয়ে গেল সারা জীবন,
এলোমেলো করে।

যারা চলে যায় তারা আর ফিরে আসে না। কিন্তু কাউকে প্রচন্ড ভালোবাসার পর যখন অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না তখন জীবন আসলেই এলোমেলো হয়ে যায়।
খুব করে কাউকে ভালবাসলে কষ্ট ছাড়া আর কিছুই মেলে না জীবনে। তবুও মানুষ ভালোবাসে।

 3 years ago 

আসলে যে ভালোবাসে সেই জানে দীর্ঘদিন একসাথে চলার পরে যখন তার কাছ থেকে বুক ভরা ভালোবাসা না পেয়ে অবহেলাটা উপহার হিসেবে চলে আসে আসলে তখনকার কষ্টটা কখনোই ভোলা সম্ভব নয় ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

খুবই ভাল লেগেছে আপনার এই কবিতা পড়ে। আপনার এই কবিতার মধ্যে সুন্দর আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে ভালোবাসার মানুষকে ঘিরে। আরো সুন্দর সুন্দর কবিতা পাওয়ার প্রতীক্ষায় রইলাম।

 3 years ago 

আসলে আবেগ অনুভূতি এবং হৃদয়ের গহীন থেকে যে কথাগুলা আসে সেই কথাগুলোও ছন্দ মিলিয়ে এক সময় কবিতা হয়ে যায় হোক নিজের জীবন অথবা পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে

 3 years ago 

চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বরাবরি আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে থাকেন পরবর্তীতে এরকম সুন্দর আবেগের কবিতা আপনার থেকে আশা করব।

 3 years ago 

এরকম উৎসাহ পেলে অবশ্যই পরবর্তীতে এর থেকে আরও ভালো ভালো কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবারও

একটি আবেগপ্রবণ কবিতা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন বলে অনেক ধন্যবাদ আপনাকে। মাঝে মাঝে প্রেমের কবিতা ছাড়াও এরকম আবেগঘন কবিতা আমাদের পড়া উচিত। আপনার পোস্টটি পড়ে আজকে তাই বুঝতে পারলাম। ধন্যবাদ কবিতার লাইনগুলো জন্য